- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৯ Part 9 প্রশ্ন: নিম্নবর্ণিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পক্ষ যে প্রতিকার পেতে পারেন তা সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন: ক. মামলা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় মামলা খারিজ হলে। খ. মামলা শুনানীর তারিখে অসুস্থতার কারণে বিবাদী অনুপস্থিত থাকায় বাদীর অনুকূলে একতরফা ডিক্রী হলে। গ. বাদীর অনুকূলে মামলার ডিক্রী হওয়ার পর আদালতের প্রস্তুতিকৃত ডিক্রীতে ভুল থাকলে। ঘ. বিবাদীর জবাব সংশোধনের দরখাস্ত নামঞ্জুর হলে। - বিজেএস পরীক্ষা, ২০১০। উত্তর: ক. মামলা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় মামলা খারিজ হলে। মোকদ্দমা খারিজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বাদীর প্রতিকার: মোকদ্দমা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ৮ বিধির অধীন মোকদ্দমাটি খারিজ হলে, সংক্ষুব্ধ বাদী- i. মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের জন্য ৯ আদেশের ৯ বিধির অধীন আবেদন করতে পারে; বা ii. মোকদ্দমা খারিজ আদেশটি সরাসরি বাতিলের জন্য ৯ আদেশের ৯ক...