Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

সমন সম্পর্কিত বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৭ প্রশ্ন: The Code of Civil Procedure, 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। -বিজেএস পরীক্ষা, ২০২১ অথবা প্রশ্ন: দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা,২০১১ উত্তর:  বিবাদীর প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি: ১. ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি- ৫ আদেশের ১০ থেকে ১৬ বিধি ও ১৮ বিধিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি বিবাদীর প্রতি সমন জারি বিষয়ক বিধান করা হয়েছে। নিম্নলিখিত পদ্ধতিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি করা যায়- I. সকল সম্ভাব্য ক্ষেত্রে, বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে বা তার অনুমোদিত প্রতিনিধির প্রতি সমন জারী করতে হবে [বিধি ১০]। বিবাদীর সংখ্যা একাধিক হলে, প্রত্যেক বিবাদীর প্রতি সমন জারি করতে হবে [বিধি ১১] II. যেক্ষেত্রে বিবাদী অনুপস্থিত থাকে এবং তার পক্ষে সমন গ্রহণ করার কোন ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে তার সাথে বসবাসকারী পরিবারের কোন প্রাপ্ত বয়স্ক সদস্যের প্রতি সমন জারী করতে হবে

An Essay - Country life and City life রচনা - গ্রাম্য জীবন ও শহুরে জীবন

An Essay -  Country life and City life Country life and City life Introduction : William Cowper was a famous English poet. He once wrote, "God made the country and man made the town." This extract clearly makes a difference between a village and a city. The difference between country life and city life is worthy of attention. In the village we see the wide open sky above, the green fields, the beautiful flowers and flowing rivers and streams, and other things which God has made. But the town is the product of man's labour and it cuts us off from direct contact with nature. Advantages : Both country life and city life have their advantages. In rural life we see perfect peace. A rural life is  simple as well as easy-going. There is no cares and anxieties of the world. The villagers are free from the troubles of the cheats and pick-pockets of the town. The fish and vegetables we get here are fresh. The air we breathe is pure. We are in direct touch with nature. The people wh

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৬ Part 6

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৬ প্রশ্ন: একটি পক্ষ কিভাবে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করে?-বিজেএস পরীক্ষা, ২০১৩ অথবা প্রশ্ন: দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়? - বিজেএস পরীক্ষা, ২০০৮, বার কাউন্সিল পরীক্ষা, ১৯ জুন ২০০৯। উত্তর: দেওয়ানী মোকদ্দমা দায়েরের পন্থা: প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় বিধান করা হয়েছে, প্রত্যেকটি মোকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে। ৪ আদেশের ১ বিধিতে বলা হয়েছে, আদালত বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে এবং মোকদ্দমায় যতজন বিবাদী থাকে, ততগুলি আরজির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারীর জন্য আরজির সাথে দাখিল করতে হবে। সুতরাং, নিম্নলিখিতভাবে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা যায়। ১. আদালত বা নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি উপস্থাপন: আদালত বা আরজি গ্রহণের জন্য নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের কর

An Essay - Cultural Assault রচনা সাংস্কৃতিক আঘাত বা আগ্রাসন

An Essay - Cultural Assault Cultural Assault Introduction : Cultural assault means the intrusion of the foreign culture into the native culture. Cultural assault is regarded to be harmful to the native culture. Foreign influence cannot be considered as a cultural assault but the obscene scene or film or drama or any other form of programmes through satellite TV channel is regarded as a cultural assault. Victims of the cultural assault: By nature, the teenaged girls and boys are impressionable. They are affected most because of cultural assault discarding their own tradition and heritage. The young boys and girls are fond of wearing jeans pants and T-shirt and prefer band music which is not harmonious with Bangladeshi culture. This is the result of foreign culture and tradition. As a result of the satellite TV channels, cultural assault has become rampant in every sphere of life giving a death blow to local culture and tradition. This should not be permitted to continue. Bad effects

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৫ Part 5

বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি - পর্ব ৫ প্রশ্ন: প্লীডিং (pleading) বলতে কি বোঝেন - বিজেএস পরীক্ষা, ২০১০,২০১৯, বার কাউন্সিল, ২০০৬। প্লিডিংস অর্থ: দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ বিধিতে প্লিডিংসের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাবীর সমর্থনে ঘটনা উল্লেখ করে। লিখিত জবাব হলো বিবাদী কর্তৃক বাদীর দাবীর উত্তর সম্বলিত কোন লিখিত বক্তব্য । এখানে বিবাদী সাধারণত বাদীর দাবী অস্বীকার করে লিখিত বক্তব্য দেয়। প্লিডিংসের মূল উদ্দেশ্য হলো মোকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে প্রকৃত বিরোধ নির্ধারণ করা, বিরোধের পরিধি সংক্ষিপ্ত করা এবং কোন কোন বিষয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে তা নির্ধারণ করা এবং ন্যায় বিচার ব্যাহত হওয়াকে প্রতিরোধ করা। আইন-শব্দকোষ অভিধানে প্লিডিংস বলতে নিম্নলিখিত সংজ্ঞা দেওয়া হয়েছে

An Essay - Child Labour And Its Remedy In Bangladesh রচনা- শিশুশ্রম

An Essay - Child Labour And Its Remedy In Bangladesh Child Labour And Its Remedy In Bangladesh Introduction : Bangladesh is a developing country. Like other developing countries, it has some basic problems - poverty, overpopulation, illiteracy being just a few of them. Due to the rapid growth of population the citizens of our country are getting poorer and poorer everyday. The poverty-stricken people are deprived of the basic necessities of life such as food, shelter, clothing and education. Therefore, to ensure a better living or simply to support their family, poor parents are sending their children to work from a very early stage. Child labour : All the child labourers in Bangladesh are manual workers. They have to work very hard to earn their living and the work is usually extremely unfit for them. As early as at the age of eight, a child may work as a servant at households. They may even work in cheap hotels and shops. Many children are found on streets breaking stones or brick

বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৪ part4

বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৪ প্রশ্ন: এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা, ২০১০ উত্তর: মোকদ্দমা স্থানান্তর: দেওয়ানী কার্যবিধির ২২ থেকে ২৪ ধারায় এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ আলোচনা করা হয়েছে এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান: একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা: একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় বলা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে কোন আদালতে আবেদন করতে হবে, সেটা দেওয়ানী কার্যবিধির ২৩ ধারায় বলা হয়। মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে শর্তসমূহ: দেওয়ানী কার্যবিধির ২২ ধারা অনুসারে, আদালত কোন মোকদ্দমা স্থানান্তরের আদেশ দিতে পারে, যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়, যথা: ১. মোকদ্দমাটি দুই