- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৬ প্রশ্ন: একটি পক্ষ কিভাবে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করে?-বিজেএস পরীক্ষা, ২০১৩ অথবা প্রশ্ন: দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়? - বিজেএস পরীক্ষা, ২০০৮, বার কাউন্সিল পরীক্ষা, ১৯ জুন ২০০৯। উত্তর: দেওয়ানী মোকদ্দমা দায়েরের পন্থা: প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় বিধান করা হয়েছে, প্রত্যেকটি মোকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে। ৪ আদেশের ১ বিধিতে বলা হয়েছে, আদালত বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে এবং মোকদ্দমায় যতজন বিবাদী থাকে, ততগুলি আরজির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারীর জন্য আরজির সাথে দাখিল করতে হবে। সুতরাং, নিম্নলিখিতভাবে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা যায়। ১. আদালত বা নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি উপস্থাপন: আদালত বা আরজি গ্রহণের জন্য নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের কর...