Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

প্রশ্ন: ডিক্রীর সংজ্ঞা লিখুন

প্রশ্ন: ডিক্রীর সংজ্ঞা লিখুন । [বার কাউন্সিল পরীক্ষা, ১০ অক্টোবর ২০০৩]  প্রশ্ন: ডিক্রি কি? [বিজেএস, ২০১১ ও ২০০৮] উত্তর: ডিক্রির অর্থ [ধারা ২ (২)]: দেওয়ানী কার্যবিধির ২ ধারার ২ উপ-ধারায় ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে। ২ ধারার ২ উপ-ধারা অনুসারে, ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোন বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। আব্দুল হামিদ বনাম আব্দুল জায়ের ৩৩ ডিএলআর ৩৪১ মোকদ্দমায় বলা হয়েছে, এমন ডিক্রি শুধুমাত্র আরজির ভিত্তিতে দায়েরকৃত মোকদ্দমায় প্রদত্ত হতে পারে। সুতরাং, মোকদ্দমার আরজিতে যে প্রতিকার চাওয়া হয়, উক্ত প্রতিকার বিষয়ে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা চূড়ান্তভাবে মোকদ্দমার পক্ষগণের অধিকার নির্ধারণ করে, এমন আনুষ্ঠানিক সিদ্ধান্তকে ডিক্রি বলা হয় । ২ ধারার (২) উপ-ধারা অনুসারে, আদালতের কোন সিদ্ধান্ত ডিক্রি হিসাবে গণ্য হতে নিম্নলিখিত শর্তপূরণ করতে হবে, যথা: i. অবশ্যই একটি বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে; ii. এমন বিচারিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে; iii. এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই কোন মোকদ্দমায় ...

অপহরণ মামলার মুসাবিদা বা ড্রাফটিং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ Drafting kidnapping

অপহরণ মামলার মুসাবিদা বা ড্রাফটিং। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ Drafting kidnapping  Draft: অপহরণের মোকদ্দমার মুসাবিদা। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মুন্সিগঞ্জ নারী ও শিশু মোকদ্দমা নং- ১৮৭/০৯ মোছঃ ললিতা আক্তার স্বামী- মোঃ নজরুল ইসলাম সাং- থানা ও জেলা- মুন্সিগঞ্জ। …..বাদী ১। নাম: পিতা: ২। ….. ……. ৮। সর্ব সাং- বায়রাউড়া (ভুটিয়ার বাড়ী) সর্বথানা- মুন্সিগঞ্জ জেলা- মুন্সিগঞ্জ …..আসামী ১। - (ভিকটিম) (১৪) ২। ৩। ৪। ৫। সাং- কাউলাটী সর্বথানা – মুন্সিগঞ্জ জেলা- মুন্সিগঞ্জ ….সাক্ষী ঘটনার তারিখ ও সময়ঃ- ….-ইং মোতাবেক বাংলা-----রোজ….সময়- বিকাল অনুমান …… ঘটিকা। ঘটনার স্থানঃ- বাদীর বসত বাড়ীর বসতঘর গ্রাম- বায়রাউড়া (ভুটিয়ার বাড়ী) থানা ও জেলা-মুন্সিগঞ্জ । ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত- ২০০৩)-এর ৭/৩০ ধারা। সবিনয় নিবেদন এই, উপরোক্ত আসামীগণ অত্যন্ত দাঙ্গাবাজ ও দুর্দান্ত প্রকৃতির একদলবদ্ধ লোক বটে । ১নং আসামী একজন বখাটে যুবক। আমার কন্যা ১নং সাক্ষী – (বয়স ১৪ বৎসর), ....উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ১নং আসামী তাকে...

যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা। Draft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদাDraft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা Drafting for Harassment

Draft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ জজ আদালত, মুন্সিগঞ্জ নারী ও শিশু মোঃ নং- ৩৩২ /২০১২ সীমা ত্রিবেদী স্বামী- সঞ্জয় ত্রিবেদী সাং- দেশওয়ালীপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ …..বাদী বনাম ১। নাম পিতা- ২। ৩1 ৪। ঠিকানা-সর্বসাং-দেশওয়ালীপাড়া থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ। ……আসামী ১। সঞ্জয় ত্রিবেদী পিতা- ২। ৩। ৪। …. ….. ৯। মেডিকেল অফিসার, সিরাজদিখান হাসপাতাল, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ ১০। ইমার্জেন্সি অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। …..সাক্ষী ঘটনার তারিখঃ—বাংলা -----সন রোজ---- বিকাল অনুমান ---ঘটিকা। ঘটনার স্থানঃ বাদীর বসতবাড়ীর উত্তরভিটী বসতঘর। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধিত) ২০০৩ এর ১০/৩০ ধারা তৎ সহ দঃ বিঃ ৩১৩ বাঃ দঃ বিঃ । বাদী পক্ষে বিনীত নিবেদন এই, মামলার আসামীগণ পরস্পর আত্মীয় ও সহযোগী বটে। ৩-৪নং আসামীগণের সহিত আমাদের পূর্ব শত্রুতা চলে আসছে। ১-২নং আসামীগণ ৩-৪নং আসামীর সহযোগী বটে। ঘটনার দিন ও সময়ের কিছু পূর্বে আমার স্বামীর সহিত সিরাজদিখান বাজারে ১, ২, ৪নং আসামীর ঝগড়া হয়। এই আক্রোশে ...

চুরি ও মারপিটের ডাকাতির খুনের মামলার এজাহার নমুনা ড্রাফটিং Drafting GR Case

চুরি ও মারপিটের ডাকাতির খুনের মামলার এজাহার নমুনা ড্রাফটিং Drafting GR Case ড্রাফটিং: চুরি ও মারপিটের মামলার এজাহারের নমুনা। বরাবর, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মুন্সিগঞ্জ থানা । বিষয়ঃ এজাহার দায়ের প্রসঙ্গে। জনাব, নিবেদন এই যে, আমি নিম্ন সাক্ষরকারী তারা মিয়া, পিতা-মৃত খোদা নেয়াজ, সাং----থানা ও জেলা-মুন্সিগঞ্জ, নিজ পক্ষে এবং নিজ সাকিনের আমার চাচাতো ভাই মোঃ নওয়াব আলী (জখমী), পিতা-মৃত মৌজা আলী এর পক্ষে ও তার অনুমতিক্রমে অত্র অভিযোগ করছি। অদ্য ইং....বাংলা সাল ......রোজ.....সকাল......বেলায় আমার বড়গিরি মোঃ নওয়াব আলী নিজ প্রয়োজনে ঢেউটিন ক্রয় করার উদ্দেশ্যে আমাকে মুন্সিগঞ্জ শহরে আসার জন্য তৎবাড়ী হতে রওনা হয়ে আমার বসত বাড়ীর সম্মুখে এসে আমার বাড়ীর সম্মুখের টিউবওয়েলের নিকট দাঁড়িয়ে আমার সাথে আলাপরত অবস্থায় অদ্য ইং ....তারিখ সকাল অনুমান .....ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের হিসাবে আসামী ১। আজিজুর রহমান, পিতা-মোঃ আক্কাছ আলী, ২। আব্দুল খালেক, পিতা-ঐ, ৩। আব্দুল, পিতা-ঐ, ৪। মতিউর রহমান, পিতা-ঐ, ৫। আঃ বারেক, পিতা- ঐ, ৬। সঞ্জু মিয়া, পিতা-ঐ, সর্ব সাং-তাতিয়ার খোযাইর পাড়, থানা ও জেলা-মুন্স...

কিভাবে থানায় সাধারণ ডায়েরি বা জিডি লিখতে হয় General Diary GD Drafting

কিভাবে থানায় সাধারণ ডায়েরি বা জিডি লিখতে হয় General Diary GD Drafting পাসপোর্ট হারানোর জি.ডি. ড্রাফটিং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, .....থানা, জেলা…. বিষয়-পাসপোর্ট হারানোর জি.ডি. এন্ট্রিকরণ প্রসঙ্গে। জনাব, সবিনয়ে নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী, পিতা -..… সাং..... উপজেলা.... ..জেলা- এমর্মে আবেদন করছি যে, গত ইং.....তারিখে নিজ বাড়ী হতে বাসযোগে ঢাকা যাওয়ার পথে অসাবধানতাবশত আমার একখানা বাংলাদেশী পাসপোর্ট যার নং...হারিয়ে গিয়েছে। উক্ত পাসপোর্ট কোন প্রতারকের হাতে পড়লে উহা দ্বারা যে কোন প্রতারণামূলক কাজ করতে পারে। কাজেই এই ব্যাপারে একটি জি.ডি. হওয়া আবশ্যক। অতএব প্রার্থনা যে, উক্ত বিষয়টি আপনার থানায় জি.ডি. এন্ট্রি করতে মর্জি হয়। ইতি.... নিবেদক... রাইসুল ইসলাম তাং ইং.. স্বাক্ষর  ঠিকানা... মারধর ও জীবন নাশের হুমকী প্রদানের জি.ডি. ড্রাফটিং বরাবর, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, থানা-.... জেলা.... বিষয়-মারধর ও জীবন নাশের হুমকী প্রদান করায় জি.ডি. এন্ট্রি প্রসঙ্গে। জনাব, সবিনয়ে নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী, পিতা.. সাং-....উপজেলা-....জেলা-.....এ মর্মে আবেদন করছি যে, জমিজ...

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা Drafting of Complaint Petition

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা (Complaint Petition to Magistrate Court) জনৈক সিরাজ, পিতা নজরুল  দুষ্কৃতিকারী কর্তৃক গুরুতর আহত হয় এবং চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি হয়। ভিকটিমের পিতা নজরুল ম্যাজিস্ট্রেটের বরাবর নালিশী মোকদ্দমা দায়ের করতে চায়। ক) নজরুলের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। খ) তদন্ত শেষ হওয়ার পর সিরাজ মারা যায়। মামলাটির পরিণতি কি হইবে নজরুল জানিতে চায়। মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয় আপনার মক্কেলকে অবহিত করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০০ এবং ৮ মার্চ ২০০২ সালে এসেছিল। মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা সি.আর মামলা নং ..../২০০৭ দণ্ডবিধির ৩২৬ ধারা নজরুল পিতা: সিরাজ ২৫/ক, সেন্ট্রাল রোড় ঢাকা-১২০৫ .....ফরিয়াদী বনাম ১. রায়হান পিতা: আনিসুর রহমান ২০/খ, কলাবাগান, ঢাকা-১২০৬ ২. মিন্টু পিতা: মখলেছ ২০/১, কলাবাগান ঢাকা-১২০৬ ....অভিযুক্ত/আসামীগণ সাক্ষীগণ: ১। ফরিয়াদী নিজে ২। তানভীর, ফরিয়াদীর ভাই ৩। খোকন, ১৪, সেন্ট্রাল রোড় ৪। মিলন, ২২/ কলাবাগান ৫। গফুর, ৭, কলাবাগান, ঢাকা ঘটনার তারিখ: ০২...

এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আবেদন Drafting 145 Crpc

জমি সংক্রান্ত বিরোধ, মৎস্য খামার, সীমানা প্রাচীর ইত্যাদি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আবেদন কলিমুদ্দিন ও আশরাফ পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবীদার। কলিমুদ্দিন ৩০ শে নভেম্বর ২০০১ তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন। ঐ দিন সে আশরাফ কর্তৃক বেদখল হয়। কলিমুদ্দিন দখল ফেরত পাইতে চায়। মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর। উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া কলিমুদ্দিনের পক্ষে একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ০৮ মার্চ ২০০২ সালে এসেছিল। মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট-এর আদালত, যশোর পিটিশন মামলা নং ০২/২০০২ ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা কলিমউদ্দিন, পিতা: মো: রহিমউদ্দিন মনিরামপুর, যশোর ....১ম পক্ষ বনাম আশরাফ পিতা: মো: কাওছার মনিরামপুর, যশোর ....২য় পক্ষ সাক্ষীগণের নাম ও ঠিকানা ১। মো: জহির উদ্দিন, মনিরামপুর, যশোর ২। মো: কামালউদ্দিন, মনিরামপুর যশোর ৩। মো: রায়হান, মনিরামপুর, যশোর প্রয়োজনে আরও সাক্ষী দেওয়া হবে। ঘটনার স্থান: ১ম পক্ষের মৎস্য খামার ঘটনার তারিখ: ৩০/১১/২০০১ সময়: রাত...