- Get link
- X
- Other Apps
চুরি ও মারপিটের ডাকাতির খুনের মামলার এজাহার নমুনা ড্রাফটিং Drafting GR Case ড্রাফটিং: চুরি ও মারপিটের মামলার এজাহারের নমুনা। বরাবর, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মুন্সিগঞ্জ থানা । বিষয়ঃ এজাহার দায়ের প্রসঙ্গে। জনাব, নিবেদন এই যে, আমি নিম্ন সাক্ষরকারী তারা মিয়া, পিতা-মৃত খোদা নেয়াজ, সাং----থানা ও জেলা-মুন্সিগঞ্জ, নিজ পক্ষে এবং নিজ সাকিনের আমার চাচাতো ভাই মোঃ নওয়াব আলী (জখমী), পিতা-মৃত মৌজা আলী এর পক্ষে ও তার অনুমতিক্রমে অত্র অভিযোগ করছি। অদ্য ইং....বাংলা সাল ......রোজ.....সকাল......বেলায় আমার বড়গিরি মোঃ নওয়াব আলী নিজ প্রয়োজনে ঢেউটিন ক্রয় করার উদ্দেশ্যে আমাকে মুন্সিগঞ্জ শহরে আসার জন্য তৎবাড়ী হতে রওনা হয়ে আমার বসত বাড়ীর সম্মুখে এসে আমার বাড়ীর সম্মুখের টিউবওয়েলের নিকট দাঁড়িয়ে আমার সাথে আলাপরত অবস্থায় অদ্য ইং ....তারিখ সকাল অনুমান .....ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের হিসাবে আসামী ১। আজিজুর রহমান, পিতা-মোঃ আক্কাছ আলী, ২। আব্দুল খালেক, পিতা-ঐ, ৩। আব্দুল, পিতা-ঐ, ৪। মতিউর রহমান, পিতা-ঐ, ৫। আঃ বারেক, পিতা- ঐ, ৬। সঞ্জু মিয়া, পিতা-ঐ, সর্ব সাং-তাতিয়ার খোযাইর পাড়, থানা ও জেলা-মুন্স...