- Get link
- X
- Other Apps
তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation] আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে? কখন এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে? কি কি শর্তে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনায় বাদ দিতে হবে? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য? প্রতারণার ফলাফল কি? লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল কি? অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation] তামাদির মেয়াদ বা সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে গণনা করতে হবে তা ১২ থেকে ১৭ ধারায় আলোচনা করা হয়েছে। আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে? তামাদি আইনের ১২ (১) ধারা অনুযায়ী- কোন মামলা, আপীল, বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যেদিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হবে, সেই দিনটি বাদ দিতে হবে। তামাদি আইনের ১২ (২) ধারা অনুযায়ী- আপীল, আপীলের অনুমতি দরখাস্ত অথবা রায় রিভিউের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে, যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে, সে দিনটি এবং যে ডিক্রি, আদেশ বা ...