Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

তামাদির মেয়াদ গণনা Computation of Period of Limitation

তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation] আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে? কখন এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে? কি কি শর্তে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনায় বাদ দিতে হবে? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য? প্রতারণার ফলাফল কি? লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল কি? অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation] তামাদির মেয়াদ বা সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে গণনা করতে হবে তা ১২ থেকে ১৭ ধারায় আলোচনা করা হয়েছে। আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে? তামাদি আইনের ১২ (১) ধারা অনুযায়ী- কোন মামলা, আপীল, বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যেদিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হবে, সেই দিনটি বাদ দিতে হবে। তামাদি আইনের ১২ (২) ধারা অনুযায়ী- আপীল, আপীলের অনুমতি দরখাস্ত অথবা রায় রিভিউের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে, যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে, সে দিনটি এবং যে ডিক্রি, আদেশ বা ...

তামাদি আইনের বিলম্ব মওকুফ Condonation of Delay

তামাদি আইনের বিলম্ব মওকুফ Condonation of Delay কোন কোন ক্ষেত্রে তামাদি সময় বৃদ্ধি করা যেতে পারে? কোন কোন ক্ষেত্রে ৫ ধারার বিধান প্রযোজ্য? কোন কোন ক্ষেত্রে ৫ ধারার বিধান প্রযোজ্য না? তামাদি আইনের ৫ ধারার আবেদনের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ কি কি? আইনগত অপারগতা বা Legal Disability কি? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান প্রযোজ্য? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান প্রযোজ্য না? আইনগত অপারগতার ক্ষেত্রে কখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে? একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা হলে তামাদি মেয়াদ কত? তামাদি আইনের ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার বিশেষ ব্যতিক্রম কি? অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ কত? কোন কোন ক্ষেত্রে তামাদি সময় বৃদ্ধি করা যেতে পারে? তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারায় তামাদির বিলম্ব মওকুফের আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো, কোন আপীল, রিভিউ এবং রিভিশন আইনে তামাদি আইনের প্রথম সিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপীল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি নির্ধারিত সময়ে দাখিল করতে না পারলে আদালত ৩ ধারার বিধান অ...

তামাদি আইন ১৯০৮ Limitation Act 1908 তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল

তামাদি আইন ১৯০৮ এর প্রাথমিক আলোচনা। তামাদি আইনে কি কি ধারা আছে? তামাদি আইনের ১ম তফসিলে বা Schedule এ কি আছে? কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না-এর অর্থ কি? তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল কি? তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে কি করণীয়? তামাদি আইন ১৯০৮ Limitation Act 1908 এর প্রাথমিক আলোচনা: ১৮৫৯ সালের আগে ভারতে একক কোন তামাদি আইন ছিল না। কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি আইনের সাথে জড়িত ছিল তা তিনটি প্রেসিডেন্সি শহরের মফস্বল এলাকায় বলবৎ ছিল। আইনে অভিন্নতা আনার জন্য, ১৮৫৯ সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। এই আইনটি ১৮৬২ সালে কার্যকর করা হয়। পরবর্তীতে ১৮৫৯ সালের তামাদি আইনের পরিবর্তে ১৮৭১ সালে তামাদি আইন প্রবর্তন করা হয়। ১৮৭১ সালের তামাদি আইনে সরকার কর্তৃক যে কোন মোকদ্দমা দায়েরের সময় ৬০ বছর ছিল। ১৮৭১ সালের তামাদি আইনের পরিবর্তে ১৮৭৭ সালের তামাদি আইন প্রবর্তন করা হয়। সর্বশেষ ১৯০৮ সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে ...

সাক্ষীর সাক্ষ্য গ্রহণ Examination of Witnesses জবানবন্দি জেরা পুন:জবানবন্দি

সাক্ষীর সাক্ষ্য গ্রহণ Examination of Witnesses জবানবন্দি, জেরা এবং পুন:জবানবন্দি: জবানবন্দি কি? জেরা কি? পুনঃজবানবন্দি কি? সাক্ষ্য গ্রহণের ক্রম কি? পুনঃজবানবন্দির মূল উদ্দেশ্য কি? ইঙ্গিতবাহী প্রশ্ন বা Leading question কি? কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না? কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে কি জেরা করা যায়? জেরায় কি কি প্রশ্ন আইনসম্মত? সাক্ষীকে প্রশ্ন করা সংক্রান্ত নীতি কি? সাক্ষীর চরিত্র ক্ষতিগ্রস্থ করে এমন প্রশ্ন কি করা যায়? যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালতের কি করণীয়? অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করলে আদালতের কি করণীয়? বৈরী সাক্ষী কি? সমর্থন সাক্ষ্য বা Corroborative Evidence কি? সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার বিধান কি? স্মৃতি পুনরুজ্জীবিত করা কি? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ Examination of Witnesses সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৩৭ থেকে ১৬৬ ধারা পর্যন্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান করা হয়েছে। সাক্ষ্য আইনের ১৩৭ ধারায় জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দির সংজ্ঞা দেওয়া হয়েছে। ১৩৮ ধারায় সাক্ষ্য গ্রহণের ক্রম উল...

সাক্ষীসমূহ Of Witnesses কে সাক্ষ্য দিতে পারে?

কে সাক্ষ্য দিতে পারে? পাগল বা মানসিক রোগীর কি সাক্ষী হওয়ার যোগ্য? একজন বোবা ব্যক্তি কি সাক্ষী হতে পারে? স্বামী বা স্ত্রী কি একে অপরের সাক্ষী হতে পারে? একজন আসামী কি সাক্ষী হতে পারে? কোন কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়? কোন কোন ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায়? স্বামী এবং স্ত্রী কোন ধরণের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না? রাষ্ট্রীয় বিষয়ে কি সাক্ষ্য দেয়া যাবে? সরকারী বার্তা কি প্রকাশ করা যাবে? সাক্ষ্য আইনের ১২৩ এবং ১২৪ ধারার মধ্যে পার্থক্য কি? পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিশেষাধিকার কি? দুষ্কর্মের সহযোগী কি সাক্ষী হওয়ার যোগ্য? কোন ঘটনা প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন? সাক্ষীসমূহ [Of Witnesses ] সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৮ থেকে ১৩৪ ধারায় সাক্ষী সম্পর্কিত বিধান করা হয়েছে। কে সাক্ষ্য দিতে পারে? সাক্ষ্য আইনের ধারা ১১৮ অনুযায়ী সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে, উক্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝ...

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে?

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা বা Estoppel কি? সাক্ষ্য আইনের এস্টোপেল নীতির শর্তসমূহ কি কি? কোন ক্ষেত্রে এস্টোপেল নীতির প্রয়োগ করা যেতে পারে? বিল অব এক্সচেঞ্চ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টোপেল কি? আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? সাক্ষ্য আইনের ১১৪ ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খণ্ডনযোগ্য অনুমান। সাক্ষ্য আইনের ১১৪ ধারায় উল্লেখিত ৯ টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। আদালত অনুমান করতে পারে যে, ক. চুরির অব্যবহিত পরই চোরাই মাল যে লোকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল বলে জানা সত্ত্বেও সে সেটা গ্রহণ করেছে। খ. সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য। গ. স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময় পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হইয়াছে। ঘ. যে জিনিস বা জিনিসের যে অবস্থা সাধারণতঃ যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা সম সময়ের মধ্যে সেই জিনিস বা ...

প্রমাণের দায়ভার Burden of Proof

বি.দ্র.-এই ভিডিওতে ভুলক্রমে "দেওয়ানী মানদণ্ড" বলা হয়েছে যা অনিচ্ছাকৃতভাবে ভূল ছিল। শুদ্ধ হবে -"ফৌজদারী মানদণ্ড" ১. ফৌজদারী মানদণ্ড যা যুক্তি সংগত সন্দেহের উর্দ্ধে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ বলে গণ্য হয়।  প্রমাণের দায়ভার অর্থ কি? প্রমাণের মানদণ্ড নির্ধারণ করার পদ্ধতি কি? ফৌজদারী মামলায় প্রমাণের মানদণ্ড কি? প্রমাণের দায়ভার এবং প্রমাণ দাখিলের দায়িত্ব এর মধ্যে পার্থক্য কি? কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার কার? অন্যত্র থাকার অজুহাত প্রমাণ বা Proof of Alibi কি? সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার কার? অভিযুক্ত ব্যক্তির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার কার? মৃত প্রমাণের দায়ভার কার? জীবিত প্রমাণের দায়ভার কার? সন্তানের বৈধতা নির্ধারণের প্রমাণ কি? প্রমাণের দায়ভার বা Burden of Proof সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১৪ ধারায় প্রমাণের দায় সম্পর্কে বলা হয়েছে। প্রমাণের দায়ভার অর্থ কি? সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক...