- Get link
- X
- Other Apps
তামাদি আইন ১৯০৮ এর প্রাথমিক আলোচনা। তামাদি আইনে কি কি ধারা আছে? তামাদি আইনের ১ম তফসিলে বা Schedule এ কি আছে? কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না-এর অর্থ কি? তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল কি? তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে কি করণীয়? তামাদি আইন ১৯০৮ Limitation Act 1908 এর প্রাথমিক আলোচনা: ১৮৫৯ সালের আগে ভারতে একক কোন তামাদি আইন ছিল না। কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি আইনের সাথে জড়িত ছিল তা তিনটি প্রেসিডেন্সি শহরের মফস্বল এলাকায় বলবৎ ছিল। আইনে অভিন্নতা আনার জন্য, ১৮৫৯ সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। এই আইনটি ১৮৬২ সালে কার্যকর করা হয়। পরবর্তীতে ১৮৫৯ সালের তামাদি আইনের পরিবর্তে ১৮৭১ সালে তামাদি আইন প্রবর্তন করা হয়। ১৮৭১ সালের তামাদি আইনে সরকার কর্তৃক যে কোন মোকদ্দমা দায়েরের সময় ৬০ বছর ছিল। ১৮৭১ সালের তামাদি আইনের পরিবর্তে ১৮৭৭ সালের তামাদি আইন প্রবর্তন করা হয়। সর্বশেষ ১৯০৮ সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে ...