Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে?

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা বা Estoppel কি? সাক্ষ্য আইনের এস্টোপেল নীতির শর্তসমূহ কি কি? কোন ক্ষেত্রে এস্টোপেল নীতির প্রয়োগ করা যেতে পারে? বিল অব এক্সচেঞ্চ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টোপেল কি? আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? সাক্ষ্য আইনের ১১৪ ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খণ্ডনযোগ্য অনুমান। সাক্ষ্য আইনের ১১৪ ধারায় উল্লেখিত ৯ টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। আদালত অনুমান করতে পারে যে, ক. চুরির অব্যবহিত পরই চোরাই মাল যে লোকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল বলে জানা সত্ত্বেও সে সেটা গ্রহণ করেছে। খ. সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য। গ. স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময় পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হইয়াছে। ঘ. যে জিনিস বা জিনিসের যে অবস্থা সাধারণতঃ যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা সম সময়ের মধ্যে সেই জিনিস বা ...

প্রমাণের দায়ভার Burden of Proof

বি.দ্র.-এই ভিডিওতে ভুলক্রমে "দেওয়ানী মানদণ্ড" বলা হয়েছে যা অনিচ্ছাকৃতভাবে ভূল ছিল। শুদ্ধ হবে -"ফৌজদারী মানদণ্ড" ১. ফৌজদারী মানদণ্ড যা যুক্তি সংগত সন্দেহের উর্দ্ধে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ বলে গণ্য হয়।  প্রমাণের দায়ভার অর্থ কি? প্রমাণের মানদণ্ড নির্ধারণ করার পদ্ধতি কি? ফৌজদারী মামলায় প্রমাণের মানদণ্ড কি? প্রমাণের দায়ভার এবং প্রমাণ দাখিলের দায়িত্ব এর মধ্যে পার্থক্য কি? কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার কার? অন্যত্র থাকার অজুহাত প্রমাণ বা Proof of Alibi কি? সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার কার? অভিযুক্ত ব্যক্তির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার কার? মৃত প্রমাণের দায়ভার কার? জীবিত প্রমাণের দায়ভার কার? সন্তানের বৈধতা নির্ধারণের প্রমাণ কি? প্রমাণের দায়ভার বা Burden of Proof সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১৪ ধারায় প্রমাণের দায় সম্পর্কে বলা হয়েছে। প্রমাণের দায়ভার অর্থ কি? সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক...

অনুমান কি? সাক্ষ্য আইনে অনুমান কত প্রকার

অনুমান বা Presumption কি? অনুমান কত প্রকার? খণ্ডনযোগ্য অনুমান কি? অখণ্ডনযোগ্য অনুমান কি? May presume, shall presume and conclusive proof কি? May presume বা অনুমান করতে পারে বলতে কি বুঝায়? Shall presume বা অনুমান করবে বলতে কি বুঝায়? Conclusive proof বা চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্তভাবে প্রমাণিত বলতে কি বুঝায়? কোন কোন ধারায় অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে? May Presume এবং Shall Presume এর ফলাফল কি? Conclusive proof এর ফলাফল কি? অনুমান বা Presumption কি? অনুমান হল এমন একটি নিয়ম যার মাধ্যমে আদালত কোন নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোন নির্দিষ্ট ধারণা করবে যতক্ষণ না পর্যন্ত উক্ত ধারণার সত্যতা অপ্রমানিত হয়। অনুমান কত প্রকার? সাক্ষ্য আইনে অনুমান প্রধানত ২ প্রকার। ১. ঘটনা সম্পর্কিত অনুমান ২. আইন সম্পর্কিত অনুমান। সাক্ষ্য আইনে অনুমান কে আরও ২টি ভাগে ভাগ করা হয়েছে। ১. খণ্ডনযোগ্য অনুমান বা Rebuttable Presumption ২. অখণ্ডনযোগ্য অনুমান বা Irrebuttable Presumption  খণ্ডনযোগ্য অনুমান কি? খণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন...

তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? Experts Opinion

তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? বিশারদের অভিমত বা Expert Opinion কি? হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত কখন প্রাসঙ্গিক? মামলার পক্ষগণের চরিত্র কখন প্রাসঙ্গিক? কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই? বিচারিকভাবে দৃষ্টিগোচর অর্থ কি? কোন কোন বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচর নিতে হয়? তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? সাধারণত, মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোন ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও, তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তা সাক্ষ্য আইনের ৪৫ থেকে ৫১ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং তৃতীয় পক্ষের এই অভিমত কে অভিমত সাক্ষ্য বা Opinion Evidence বলে । বিশারদের অভিমত বা Expert Opinion কি? সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামত কে সাক্ষ...

কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? Res judicata

কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? কখন দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনের ৪০ ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৪১ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন আদালতের রায় ৪১ ধারায় প্রাসঙ্গিক? কোন কোন শর্তে সাক্ষ্য আইনের ৪১ ধারায় রায় প্রাসঙ্গিক হতে পারে? কোন কোন ক্ষেত্রে ৪২ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪৪ পর্যন্ত আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৪০ ধারা অনুসারে, দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারা অনুসারে প্রবেট, ইত্যাদি এখতিয়ার প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের ৪২ ধারায় এবং সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪২ ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতিত অন্য ক্ষেত্রে রায় সাক্ষ্য আইনের ৪৩ ধারায় প্রাসঙ্গিক এবং রায় নিতে প্রতারণা বা ষড়যন্ত্...

মৃত্যুকালীন ঘোষণা বা Dying Declaration কি? মৃত্যুকালীন ঘোষণার বৈশিষ্ট্য সমূহ কি কি?

যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য কখন প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৩২ ধারায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে? মৃত্যুকালীন ঘোষণা বা Dying Declaration কি? মৃত্যুকালীন ঘোষণার বৈশিষ্ট্য সমূহ কি কি? মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যু বরণ না করলে তার কি ফলাফল? প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতার শর্তসমূহ কি কি? সাক্ষ্য আইনের ৩২ এবং ৩৩ ধারার মধ্যে পার্থক্য কি? যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি: যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না যেমন যে ব্যক্তি মৃত বা যাকে খুঁজে পাওয়া যায় না বা যে সাক্ষ্য দিতে অক্ষম বা অযৌক্তিক বিলম্ব ও বায় ছাড়া যাকে হাজির করা যায় না ইত্যাদি, তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তা প্রথমত সাক্ষ্য আইনের ৩২ ধারায় এবং দ্বিতীয়ত ৩৩ ধারায় আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যে বিষয় দ...

স্বীকারোক্তি দোষ-স্বীকার দোষ-স্বীকারোক্তি Admission & Confession

স্বীকারোক্তি এবং দোষ স্বীকার। স্বীকারোক্তি কি? কোন কোন ব্যক্তির বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে? কখন দেওয়ানী মামলায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়? দোষ স্বীকারোক্তির কি? দোষ স্বীকারোক্তি কত প্রকার? দোষস্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে? সাক্ষ্য আইনের ২৭ ধারার আবশ্যিক শর্তসমূহ কি কি? কখন দোষ স্বীকারোক্তি সহ-অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যে ব্যবহার করা যায়? স্বীকারোক্তি এবং দোষ-স্বীকার [Admission & Confession] সাক্ষ্য আইনের ১৭ থেকে ৩১ ধারা পর্যন্ত স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ২৪ ধারা অনুসারে অনুচিত প্রভাবজনিত দোষ স্বীকারোক্তি, ২৫ ধারা অনুসারে পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি, ২৬ ধারা অনুসারে পুলিশ হেফাজতে থাকাবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশের নিকট দোষ-স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। স্বীকারোক্তি কি? সাক্ষ্য আইনের ১৭ ধারায় স্বীকারোক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে। ১৭ ধারায় বিধান করা হয়েছে, স্বীকারোক্তি হলো কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বক্তব্য যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে। সুতরাং স্বীকারোক্তি দুই প্রকার ১...