- Get link
- X
- Other Apps
যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য কখন প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৩২ ধারায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে? মৃত্যুকালীন ঘোষণা বা Dying Declaration কি? মৃত্যুকালীন ঘোষণার বৈশিষ্ট্য সমূহ কি কি? মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যু বরণ না করলে তার কি ফলাফল? প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতার শর্তসমূহ কি কি? সাক্ষ্য আইনের ৩২ এবং ৩৩ ধারার মধ্যে পার্থক্য কি? যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি: যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না যেমন যে ব্যক্তি মৃত বা যাকে খুঁজে পাওয়া যায় না বা যে সাক্ষ্য দিতে অক্ষম বা অযৌক্তিক বিলম্ব ও বায় ছাড়া যাকে হাজির করা যায় না ইত্যাদি, তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তা প্রথমত সাক্ষ্য আইনের ৩২ ধারায় এবং দ্বিতীয়ত ৩৩ ধারায় আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যে বিষয় দ...