- Get link
- X
- Other Apps
প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি? কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয় কি? কি কি বিষয় প্রাসঙ্গিক? সংঘটিত ব্যাপার নীতি কি? শনাক্তকরণ প্যারেড কি? বিষয়ের প্রাসঙ্গিকতা বিষয়ের প্রাসঙ্গিকতা [Of the Relevancy of Facts ] প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি? সাক্ষ্য আইনে বর্ণিত কোন উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ের প্রাসঙ্গিক বলা হবে। সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। উদাহরণ: 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করার আগে এবং পরে সে যে সকল কথা বা কাজ করেছে, তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয় প্রাসঙ্গিক হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে উত্থাপন করা যাবে। কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? সাক্ষ্য আইনের ৫ ধারা অনুযায়ী কোন মামলায় দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। ১. বিচার্য বিষয় সম্পর্কে [Fact in Issue] ২. প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। [Relevant Facts ] বিচার্য বিষয় [Fact in Issue] কি? সাক্...