- Get link
- X
- Other Apps
দলিল প্রত্যয়ন কি? কে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে? কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই? কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়? যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়? কোনগুলো সরকারি দলিল? সরকারী দলিলের উদাহরণ কি কি? কোনগুলো বেসরকারী দলিল? কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়? প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি দলিল প্রত্যয়ন কি? কে দলিল প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে? সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোন ব্যক্তি কর্তৃক সাক্ষী হিসাবে কোন দলিলে স্বাক্ষর বা প্রত্যয়ন করা। যখন কোন ব্যক্তি কোন দলিল সম্পাদিত হয়েছে এই বিষয় দেখে সাক্ষী হিসাবে উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বলে । আইনে কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন: বন্ধকি দলিল যেক্ষেত্রে জামানতের পরিমাণ ১০০ টাকার বেশি...