- Get link
- X
- Other Apps
কিভাবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হয়? প্রত্যক্ষ সাক্ষ্য কি? দালিলিক সাক্ষ্য কি? কিভাবে দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে? প্রাথমিক সাক্ষ্য কি? মাধ্যমিক সাক্ষ্য কি? কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে? কখন ডিজিটাল রেকর্ড গ্রহণযোগ্য হতে পারে? সর্বোত্তম সাক্ষ্য কি? শোনা সাক্ষ্য কি? কোন কোন ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে? মৌখিক সাক্ষ্য বা Oral Evidence মৌখিক সাক্ষ্য কে সংজ্ঞায়িত করা হয়েছে সাক্ষ্য আইন ১৮৭২ এর ৩ ধারায়। মৌখিক সাক্ষ্য দ্বারা কোন বিষয় প্রমাণ ৫৯ ধারায় আলোচনা করা হয়েছে এবং ৬০ ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। কিভাবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হয়? ৫৯ ধারায় বিধান করা হয়েছে, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। কারণ হলো যেখানে কোন লিখিত দলিল বা নথি থাকে, সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো ...