- Get link
- X
- Other Apps
সাক্ষ্য আইন কিভাবে প্রণীত হয়? সাক্ষ্য আইন কি ধরনের আইন? সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? সাক্ষ্য আইনে ৩ ধারায় সংজ্ঞাসমূহ কি কি? আদালত কাকে বলে? প্রমাণ কি? প্রমাণিত কি? ভুল বলে প্রমাণিত কি? প্রমাণিত নয় কি? সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য কি? ডিজিটাল রেকর্ড কি? সাক্ষ্য আইন ১৮৭২ এর উপর প্রাথমিক আলোচনা সাক্ষ্য আইন কিভাবে প্রণীত হয়? সর্ব প্রথম ১৮৫০ সালে, স্যার হেনরি সামার মেইন ভারতীয় আদালতের মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরী করে । কিন্তু এটা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল। অবশেষে, ১৮৭১ সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস ফিটজজেমস স্টিফেন কে সাক্ষ্য আইনের একটি খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেয় । তার তৈরীকৃত বিলটি সেপ্টেম্বর ১, ১৮৭২ সালে, কার্যকর করা হয় এবং তখন থেকে ভারতীয় আদালত এটা অনুসরণ করে আসছে । বর্তমানে বাংলাদেশে সামান্য কিছু সংশোধনী ছাড়া এই আইনটি প্রয়োগ হচ্ছে । সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয় ২০২২ সালের ২০ নভেম্বর। সাক্ষ্য আইন কি ধরনের আইন? সাক্ষ্য আইন একটি পদ্ধ...