- Get link
- X
- Other Apps
ঘোষণামূলক মোকদ্দমা কি? কোন কোন বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়? ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তসমূহ কি কি? আনুষঙ্গিক প্রতিকার কি? কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে? ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত? ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত? কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়? কিভাবে ঘোষণামূলক ডিক্রি জারি করা হয়? ঘোষণামূলক মোকদ্দমা [Declaratory Suit] [ধারা ৪২ থেকে ৪৩] ঘোষণামূলক মোকদ্দমা (Declaratory Suit) কি? কোন ব্যক্তির আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে স্বত্বের অধিকারী কোন ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তা হলো ঘোষণামূলক ডিক্রি। ধরা যাক, A মারা গেছে। B এসে দাবী করে যে, সে হলো A এর দত্তকপুত্র এবং সে A এর সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী। কিন্তু এই দাবী A এর সন্তানরা অস্বীকার করে। এই ক্ষেত্রে B যে A এর দত্তকপুত্র তার ঘোষণা চেয়ে B মোকদ্দমা দায়ের করতে পারে। দেখুন ঘোষণাটি কিন্তু B এর জন্য গুরুত্বপূর্ণ কারণ যদি সে A এর দত্তকপুত্র না...