Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সুনির্দিষ্ট প্রতিকার আইন Specific Relief Act 1877

প্রতিকার কত প্রকার? ক্ষতিপূরণমূলক প্রতিকার কি? সুনির্দিষ্ট প্রতিকার কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত ধরণের সুনির্দিষ্ট প্রতিকার আছে? কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে? নিরোধমূলক প্রতিকার কি? কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়? সুনির্দিষ্ট প্রতিকার আইন Specific Relief Act ১৮৭৭ প্রাথমিক আলোচনা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ একটি তত্ত্বগত বা মৌলিক আইন। ১৮৭৭ সালের ১ নম্বর আইন। আইনটি ১৮৭৭ সালের ১লা মে কার্যকর হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা ৫৭টি। The New York Civil Code, 1862 এর আদলে বা অনুকরণে Dr. Whitley Stokes ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করেন। সুনির্দিষ্ট প্রতিকার (সংশোধন) আইন, ২০০৪ [Specific Relief (Amendment) Act 2004] কার্যকর বা বলবৎ হয়েছিল ০১.০৭.২০০৫ তারিখ হতে। প্রতিকার কত প্রকার? আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রতিপালন না করার প্রতিকার ২ ধরণের হতে পারে:  ১. ক্ষতিপূরণমূলক প্রতিকার (compensatory relief] এবং ২. সুনির্দিষ্ট প্রতিকার [specific relief ] ক্ষতিপূরণমূলক প্রতিকার [compensatory relief] ...

দেওয়ানি আদালতের বিবিধ বিষয় miscellanous cases দেওয়ানী আদালতের সহজাত ক্ষমতা Inherent Power of the Court

কোন কোন ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে? কোন কোন ব্যক্তিদের গ্রেফতার থেকে অব্যাহতি দেয়া হয়েছে? দেওয়ানী নিম্ন আদালতের ভাষা কি? প্রত্যর্পণ কি? দেওয়ানী আদালতের সহজাত ক্ষমতা কি? কখন দেওয়ানী আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? রায় ডিক্রি বা আদেশসমূহের সংশোধন কিভাবে করা হয়? কখন দেওয়ানী কার্যধারায় ত্রুটি সংশোধন করা যায়? দেওয়ানি আদালতের বিবিধ বিষয় কোন কোন ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে? ১৩২ ধারায় কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কোন ব্যক্তিদের গ্রেফতার থেকে অব্যাহতি দেয়া হয়েছে? ১৩৫ ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানী প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ১৩৫ক ধারায় কোন পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানী প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। দেওয়ানী নিম্ন আদালতের ভাষা কি? ১৩৭ ধারায় অধস্তন আদালত বা নিম্ন আদালতের ভাষা কি হবে সেটা বিধান করা হয়েছে। অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা সরকার ঘোষণা করতে পারবে। প্রত্যর্পণের আ...

রিভিউ Review রিভিশন Revision

রিভিউ কি? কোথায় রিভিউ আবেদন করতে হয়? কোন কোন ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়? রিভিউ কারণ কি? কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়? রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন কি? রিভিশন দায়েরের কারণ কি? কিভাবে রিভিশন আদালত নির্ধারণ করতে হয়? কোন আদালতে রিভিশন আবেদন দায়ের করতে হয়? কোন আদালতে আপীলঅযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়? কোন আদালতে আপীলঅযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়?  কখন দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়? কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়? রিভিউ [Review] দেওয়ানী কার্যবিধির ১১৪ ধারায় এবং ৪৭ আদেশে রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিভিউ কি? রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুদ্ধ হয়, সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। কোথায় রিভিউ আবেদন করতে হয়? যে আদালত ডিক্রি বা আদেশ দেয়, সেই আদালতে ডিক্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হয়। যেমন সহকারী জজ ডিক্রি দিলে, সেই ডিক্রির বিরুদ্ধে উক্ত সহকা...

আপীল শুনানী এবং মুলতুবি Hearing of and Adjournments in Appeal

আদালত কতসংখ্যক আপীল মুলতবি মঞ্জুর করতে পারে? খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি? কিভাবে আপীল পুনরুজ্জীবিত করা যায়?  কি কি কারণে আদালত আপীল খারিজের আদেশ দিতে পারে? আপীলকারী হাজির না হলে আদালত কি আদেশ দিবে? নোটিশ জারির জন্য খরচ না দিলে আদালত কি আদেশ দিবে? আপীল পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিবে? আপীল খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? আপীল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন তামাদি মেয়াদ কতদিন? আপীল পুনঃগ্রহণের আবেদন প্রত্যাখ্যান করলে প্রতিকার কি? আপীলের একতরফা শুনানী বলতে কি বুঝায়? আপীল একতরফা শুনানীর বিরুদ্ধে প্রতিকার কি?  আপীল পুনঃশুনানীর তামাদি মেয়াদ কতদিন? আপিল পুনঃ শুনানির আবেদন প্রত্যাখ্যান করলে প্রতিকার কি? পাল্টা আপত্তি বা পাল্টা আপীল কি? পাল্টা আপত্তি দায়েরের সময়সীমা কতদিন? আপীল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? কখন আদালত মোকদ্দমা পুনঃ প্রেরণ করার আদেশ দিতে পারে? আপীল আদালত পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে প্রতিকার কি? কখন আদালত বিচার্য বিষয় গঠন এবং বিচারে প্রেরণ করার আদেশ দিতে পারে? আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের...

দেওয়ানী মামলার আপীল Appeal কি? আপিল দায়েরের পদ্ধতি কি

আপীল কি? কে আপীল দায়ের করতে পারে? আপীল দায়ের এবং দায়েরের সময় কতদিন?  কোন কোন ক্ষেত্রে আপীল করা যায়? মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপীল সংক্রান্ত বিধান কি কি? কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপীল করা যায় না? কিভাবে দেওয়ানি আদালতে আপীল দায়ের করতে হয়? আপিলে কোন কোন কারণসমূহ গ্রহণযোগ্য হতে পারে? আপীলের আকার [Form of Appeal] কি? কখন আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান করতে পারে? কখন আদালত ডিক্রি কার্যকরণ স্থগিত করতে পারে? আপীল কি? আপীল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। আপীল হলো সংক্ষুদ্ধ ব্যক্তি কর্তৃক আপীল আদালতে দাখিলকৃত কোন আবেদন যেখানে আপীলকারী নিম্ন আদালতের কোন সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে। কে আপীল দায়ের করতে পারে? কে আপীল দায়ের করতে পারে, তা দেওয়ানী কার্যবিধির ৯৬ ধারায় কিছু বলা হয়নি। তবে বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপীল দায়ের করতে পারে। ১. মোকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ বা বৈধ প্রতিনিধি যে আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুদ্ধ। ২. মোকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ রয়েছে। ৩. আদালতের রায় বা ডিক্রি দ্বা...

রিসিভার Receiver কে? কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? রিসিভারের দায়িত্ব কি কি?

রিসিভার কে? কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? রিসিভারের দায়িত্ব কি কি? রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ [Appointment of Receiver] রিসিভার কে? রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষন, সংরক্ষণ, ভাড়া, লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? আদেশ ৪০ বিধি-১ অনুযায়ী আদালত ন্যায়সঙ্গত ও সুবিধাজনক মনে করলে- ক. ডিক্রির পূর্বে বা পরে কোন সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে; খ. সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোন ব্যক্তিকে অপসারণ করতে পারে; গ. উক্ত রিসিভারের দখলে, ব্যবস্থাপনায় রাখতে পারে; ঘ. মোকদ্দমা আনয়ন ও আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরন, সংরক্ষণ এবং উন্নয়নের জন্য, খাজনা এবং মুনাফা সংগ্রহ, অনুরুপ খাজনা ও মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যে রূপ ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা উপযুক্ত মনে করে, রিসিভার বরাবর অনুরুপ সকল ক্ষমতা প্রদান করতে পারে। রিসিভারের দায়িত্ব কি কি? ক. আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে। খ. আদালত কর্তৃক ...

রায়ের পূর্বে ক্রোক Attachment before Judgement নিষেধাজ্ঞা Injunction

কখন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করতে পারে? জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিতে পারে? রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি? নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা কত প্রকার? স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়? কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? কখন সম্পত্তির ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে? কখন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি?  অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ফলাফল কি? রায়ের পূর্বে ক্রোক [Attachment before Judgement] : কখন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করতে পারে? ৩৮ আদেশের ৬(১) বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে মোকদ্দমার যে কোনো পর্যায়ে, আদালত বিবাদীকে জামানত অথবা সম্পত্তি হস্ত...