- Get link
- X
- Other Apps
অন্তর্বর্তীকালীন আদেশ বলতে কি বুঝায়? দেওয়ানী আদালতের অন্তর্বর্তীকালীন আদেশসমূহ কি কি? কেন আদালত কমিশন নিয়োগ করে? আদালত কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে? কখন আদালত সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন দিতে পারে? কোন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করা যেতে পারে? কিভাবে স্থানীয় বা সরেজমিনে তদন্তের জন্য কমিশন দেওয়া হয়? কখন হিসাব পরীক্ষা করার বা সম্বনয় করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে? কখন স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে? কখন আদালত রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ দিতে পারে? কখন আদালত বিবাদীকে দেওয়ানী কারাগারে আটকের আদেশ দিতে পারে? জামানতের আদেশ বা গ্রেপ্তারের আদেশের বিরুদ্ধে বিবাদীর কি প্রতিকার আছে? অন্তর্বর্তীকালীন আদেশ [Ad-inerim Orders] বলতে কি বুঝায়? অন্তর্বর্তীকালীন আদেশ হলো মোকদ্দমা চলমান থাকার সময় বা মোকদ্দমার কার্যক্রম চলমান থাকার সময়, আদালত কর্তৃক জারিকৃত আদেশ যে গুলো চূড়ান্তভাবে মোকদ্দমার বিষয়বস্তুতে পক্ষদ্বয়ের অধিকার এবং দায় নির্ধারণ করে না। মোকদ্দমা দায়ের পর এবং চূড়ান্ত রায়ের আগে, আদালত ...