Skip to main content

Posts

মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? সোলে বা আপস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রি Compromise of Suit

মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? পক্ষভুক্ত করার আবেদনের তামাদির মেয়াদ কতদিন? পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফল কি? মোকদ্দমা বাতিল আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? কত দিনের মধ্যে আদেশটি রদের জন্য আবেদন করা যাবে? এ সংক্রান্ত আপিলের বিধান কি? মোকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল কি? কখন মোকদ্দমা প্রত্যাহার বা দাবীর কোন অংশ প্রত্যাহার করা যায়? সোলে বা মোকদ্দমা-আপস কাকে বলে? সোলে বা আপস ডিক্রির শর্তসমূহ কি কি? সোলে বা আপস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? দেওয়ানি কার্যবিধির আদেশ-২২ অনুযায়ী কোন মোকদ্দমা বা আপীল চলমান থাকলে উক্ত সময় নিম্নলিখিত ঘটনাগুলো ঘটলে সেই ক্ষেত্রে মোকদ্দমা বা আপীলের কি হবে বা পক্ষগণ কি করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ১. কোন পক্ষের মৃত্যু [আদেশ-২২ বিধি ১ থেকে ৬] ২. কোন পক্ষের বিবাহ [আদেশ-২২ বিধি ৭ ] ৩. কোন পক্ষের দেউলিয়াত্ব [আদেশ-২২ বিধি ৮ ] ৪. স্বার্থ হস্তান্তর [আদেশ-২২ বিধি ১০] মোকদ্দমার পক্ষ (বাদী বা বিবাদীর) মৃত্যুর ফলাফল: আদেশ-২২ বিধি-১ থেকে ৬ অনুয

ডিক্রি জারির পদ্ধতি Execution of Decree

ডিক্রি জারির পদ্ধতি কি কিভাবে ডিক্রি জারি করা হয়? গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি? কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না? কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না? কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়? ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়? কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়? ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে? ডিক্রি জারির পদ্ধতি কি, কিভাবে ডিক্রি জারি করা হয়? ধারা-৫১ এবং আদেশ ২১ বিধি ১১ অনুযায়ী ডিক্রিদারের আবেদনক্রমে আদালত নিম্নলিখিত ৫ ভাবে ডিক্রি জারি করতে পারে; ক. ডিক্রিভূক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে; খ. কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় দ্বারা কিংবা ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমে; গ. দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের দ্বারা; ঘ. রিসিভার নিয়োগের মাধ্যমে; ঙ. অন্যকোন পন্থায় ডিক্রি জারির আদেশ প্রদান করে ডিক্রি জারি করা হয়। তবে উল্ল

ডিক্রি এবং আদেশ জারি মামলা

ডিক্রি বা আদেশ জারি কাকে বলে? কোন আদালত ডিক্রি জারি করতে পারে? কিভাবে ডিক্রি জারির জন্য অন্য আদালতে স্থানান্তর করা যায়? বিচারকের আদেশপত্র বা অনুরোধলিপি [Precept] কাকে বলে? Garnishee order বা গার্নিশি আদেশ কাকে বলে? ডিক্রি জারির সময়সীমা কতদিন? ডিক্রি জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়েরের মেয়াদ কত বছর? ডিক্রির সত্যায়িত কপি নিবন্ধিত হলে ডিক্রি জারির তামাদির মেয়াদ কত বছর? কোন ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে নোটিশ দিতে হবে? ডিক্রি এবং আদেশ জারি [Execution of Decrees and Orders] ডিক্রি বা আদেশ জারি কাকে বলে?  সাধারণ অর্থে জারি অর্থ হলো আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোন ডিক্রি বা আদেশ বলবৎ করা যেন ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করতে পারে। ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় তা জারি মামলা নামে পরিচিত। দেওয়ানী কার্যবিধির ৩৬ থেকে ৭৪ ধারা এবং ১৩৫ক জারির সময় এবং পদ্ধতি সম্পর্কে সাধারণ বিধি বিধান আলোকপাত করেছে এবং আদেশ ২১ এর ১০৩টি বিধি আছে যেগুলো জারির পদ্ধতি এবং পন্থার বিস্তারিত বিবরণ দিয়েছে। কোন আদালত ডিক্রি জারি করতে পারে? ৩৮ ধারায় অনুযায়ী একটি ডিক্রি জারি বা বলবৎ করতে পারে- ১.

রায় এবং ডিক্রি Judgment and Decree খরচ Costs

রায় এবং ডিক্রি। রায় সম্পর্কে মৌলিক নিয়ম কি কি? মামলার খরচ। সাধারণ খরচ কি? কখন ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয়া হয়? ক্ষতিপূরণমূলক খরচের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? কখন আদালত বিলম্বের জন্য খরচের আদেশ দিতে পারে? রায় এবং ডিক্রি [Judgment and Decree][আদেশ ২০ ] রায় সম্পর্কে মৌলিক নিয়ম কি কি? মোকদ্দমার শুনানী সমাপ্ত হবার পর আদালত তৎক্ষণাৎ কিংবা ভবিষ্যত কোন দিনে [পক্ষগণ বা তাদের কৌশলীদের উপর বিজ্ঞপ্তি প্রদানের] অনধিক ৭ দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবে [আদেশ ২০, বিধি-১] । রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে। রায়ে স্বাক্ষর করার পর ১৫২ ধারার বিধান এবং রিভিউ ছাড়া রায়ে কোন পরিবর্তন বা সংযোজন করা যাবে না [বিধি-৩]। শুধুমাত্র ১৫২ ধারার বিধান অনুযায়ী বা রিভিউ এর মাধ্যমে রায়ে পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। ১৫২ ধারা অনুযায়ী রায়, ডিক্রি বা আদেশে করণিক বা গাণিতিক ভুল অথবা কোন আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির কারণে কোন ভুল হলে যে কোন সময় আদালত নিজ উদ্যোগে কিংবা কোন পক্ষের আবেদনে তা শুদ্ধ বা সংশোধন করতে পারে। রায়ে মোকদ্দমার সং

মামলা মুলতবি স্থগিতকরণ Adjournment চূড়ান্ত শুনানি Paremptory Hearing

মুলতবি কি? কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? কোন পর্যায়ে শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত? মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি? মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়? মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি? মোকদ্দমার শুনানী কাকে বলে? দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে? মামলা মুলতবি বা স্থগিতকরণ [Adjournment] মুলতবি কি? আইনে মুলতবি অর্থ হলো আদালতের কার্যপ্রণালিতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। শুনানি কোন নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হতে পারে। সাধারণ নিয়ম হলো কোন মোকদ্দমার শুনানী শুরু হলে তা চলমান থাকবে। কিন্তু বাস্তবিক অর্থে হঠাৎ অসুস্থতা বা দূর্ঘটনা বা এড়ানো যায় না এমন অবস্থার প্রেক্ষাপটে মোকদ্দমার কোন পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন শুনানী মুলতবির আবেদন করা প্রয়োজনীয় হয়। কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? মোকদ্দমার শুনা

স্বীকারোক্তি Admission বিচার্য বিষয় কি? Framing of Issues

স্বীকারোক্তি Admission স্বীকারোক্তি কত প্রকার? মামলা স্বীকারের জন্য নোটিশ কি? দলিল স্বীকারের জন্য নোটিশ কি? ঘটনা স্বীকার করতে নোটিশ কি? বিচার্য বিষয় কি? বিচার্য বিষয় কত প্রকার? বিচার্য বিষয় প্রণয়নের সময় আদালত কি কি বিষয় বিবেচনা করবে? কতদিনের মধ্যে আদালত বিচার্য বিষয় প্রণয়ন করবে? কতদিনের মধ্যে আদালত চূড়ান্ত শুনানীর তারিখ নির্ধারণ করবে? কখন বিচার্য বিষয় গঠনের প্রয়োজন নেই? বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত কি সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে? কখন আদালত বিচার্য বিষয় সংশোধন এবং কর্তন করতে পারে? কোন কোন মামলা আদালত প্রথম শুনানীতে নিষ্পত্তি করতে পারে? সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর উপস্থিতি। স্বীকারোক্তি কত প্রকার? দেওয়ানী কার্যবিধির ১২ নং আদেশ অনুযায়ী স্বীকারোক্তি তিন (৩) প্রকার । ১। মামলা স্বীকারের নোটিশ [বিধি-১] ২। দলিল স্বীকার নোটিশ  [বিধি-২] ৩। ঘটনা স্বীকারের জন্য নোটিশ [বিধি ৪] মামলা স্বীকারের জন্য নোটিশ কি? মোকদ্দমার যে কোন পক্ষ তার প্লিডিংসের (আরজি বা লিখিত জবাবের) মাধ্যমে বা লিখিত অন্যকোন উপায়ে অন্য পক্ষের মোকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশের সত্যত

একতরফা ডিক্রি Ex parte Decree কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ এবং পরিদর্শন Discovery & Inspection

একতরফা ডিক্রি কি? একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? একতরফা ডিক্রি রদকরণে বিবাদীকে কি প্রমাণ করতে হবে? সরাসরি একতরফা ডিক্রি রদ করার পদ্ধতি কি? কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ কাকে বলে? প্রশ্ন দ্বারা কোন ঘটনা বা বিষয় কিভাবে প্রকাশ করা হয়? কোন দলিল কিভাবে প্রকাশ করা হয়? দলিল পরিদর্শন কি? প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল কি? প্রকাশ আদেশ অমান্যের কারণে রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের প্রতিকার কি? একতরফা ডিক্রি [Ex parte Decree] একতরফা ডিক্রি কি? আদেশ ৯ বিধি ৬ অনুযায়ী বিবাদীর অনুপস্থিতিতে যে ডিক্রি প্রদান করা হয় তাহলো এক তরফা ডিক্রি। যেক্ষেত্রে মোকদ্দমার শুনানীর জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয়না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে, বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা বিচার করতে পারবে বা আদালত একতরফা ডিক্রি দিতে পারবে। আর যদি প্রমাণিত হয় যে, বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর দ্বিতীয় বার সমন জারির আদেশ দিতে পারে। একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?