- Get link
- X
- Other Apps
মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? সোলে বা আপস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রি Compromise of Suit
মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? পক্ষভুক্ত করার আবেদনের তামাদির মেয়াদ কতদিন? পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফল কি? মোকদ্দমা বাতিল আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? কত দিনের মধ্যে আদেশটি রদের জন্য আবেদন করা যাবে? এ সংক্রান্ত আপিলের বিধান কি? মোকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল কি? কখন মোকদ্দমা প্রত্যাহার বা দাবীর কোন অংশ প্রত্যাহার করা যায়? সোলে বা মোকদ্দমা-আপস কাকে বলে? সোলে বা আপস ডিক্রির শর্তসমূহ কি কি? সোলে বা আপস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অস্বচ্ছলতার ফলাফল কি? দেওয়ানি কার্যবিধির আদেশ-২২ অনুযায়ী কোন মোকদ্দমা বা আপীল চলমান থাকলে উক্ত সময় নিম্নলিখিত ঘটনাগুলো ঘটলে সেই ক্ষেত্রে মোকদ্দমা বা আপীলের কি হবে বা পক্ষগণ কি করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ১. কোন পক্ষের মৃত্যু [আদেশ-২২ বিধি ১ থেকে ৬] ২. কোন পক্ষের বিবাহ [আদেশ-২২ বিধি ৭ ] ৩. কোন পক্ষের দেউলিয়াত্ব [আদেশ-২২ বিধি ৮ ] ৪. স্বার্থ হস্তান্তর [আদেশ-২২ বিধি ১০] মোকদ্দমার পক্ষ (বাদী বা বিবাদীর) মৃত্যুর ফলাফল: আদেশ-২২ বিধি-১ থেকে ৬ অনুয