- Get link
- X
- Other Apps
রায় এবং ডিক্রি। রায় সম্পর্কে মৌলিক নিয়ম কি কি? মামলার খরচ। সাধারণ খরচ কি? কখন ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয়া হয়? ক্ষতিপূরণমূলক খরচের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? কখন আদালত বিলম্বের জন্য খরচের আদেশ দিতে পারে? রায় এবং ডিক্রি [Judgment and Decree][আদেশ ২০ ] রায় সম্পর্কে মৌলিক নিয়ম কি কি? মোকদ্দমার শুনানী সমাপ্ত হবার পর আদালত তৎক্ষণাৎ কিংবা ভবিষ্যত কোন দিনে [পক্ষগণ বা তাদের কৌশলীদের উপর বিজ্ঞপ্তি প্রদানের] অনধিক ৭ দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবে [আদেশ ২০, বিধি-১] । রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে। রায়ে স্বাক্ষর করার পর ১৫২ ধারার বিধান এবং রিভিউ ছাড়া রায়ে কোন পরিবর্তন বা সংযোজন করা যাবে না [বিধি-৩]। শুধুমাত্র ১৫২ ধারার বিধান অনুযায়ী বা রিভিউ এর মাধ্যমে রায়ে পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। ১৫২ ধারা অনুযায়ী রায়, ডিক্রি বা আদেশে করণিক বা গাণিতিক ভুল অথবা কোন আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির কারণে কোন ভুল হলে যে কোন সময় আদালত নিজ উদ্যোগে কিংবা কোন পক্ষের আবেদনে তা শুদ্ধ বা সংশোধন করতে পারে। রায়ে মোকদ্দমার সং...