- Get link
- X
- Other Apps
একতরফা ডিক্রি Ex parte Decree কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ এবং পরিদর্শন Discovery & Inspection
একতরফা ডিক্রি কি? একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? একতরফা ডিক্রি রদকরণে বিবাদীকে কি প্রমাণ করতে হবে? সরাসরি একতরফা ডিক্রি রদ করার পদ্ধতি কি? কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ কাকে বলে? প্রশ্ন দ্বারা কোন ঘটনা বা বিষয় কিভাবে প্রকাশ করা হয়? কোন দলিল কিভাবে প্রকাশ করা হয়? দলিল পরিদর্শন কি? প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল কি? প্রকাশ আদেশ অমান্যের কারণে রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের প্রতিকার কি? একতরফা ডিক্রি [Ex parte Decree] একতরফা ডিক্রি কি? আদেশ ৯ বিধি ৬ অনুযায়ী বিবাদীর অনুপস্থিতিতে যে ডিক্রি প্রদান করা হয় তাহলো এক তরফা ডিক্রি। যেক্ষেত্রে মোকদ্দমার শুনানীর জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয়না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে, বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা বিচার করতে পারবে বা আদালত একতরফা ডিক্রি দিতে পারবে। আর যদি প্রমাণিত হয় যে, বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর দ্বিতীয় বার সমন জারির আদেশ দিতে পারে। একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?...