Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

একতরফা ডিক্রি Ex parte Decree কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ এবং পরিদর্শন Discovery & Inspection

একতরফা ডিক্রি কি? একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? একতরফা ডিক্রি রদকরণে বিবাদীকে কি প্রমাণ করতে হবে? সরাসরি একতরফা ডিক্রি রদ করার পদ্ধতি কি? কখন জবানবন্দি গ্রহণ করা হয়? প্রকাশ কাকে বলে? প্রশ্ন দ্বারা কোন ঘটনা বা বিষয় কিভাবে প্রকাশ করা হয়? কোন দলিল কিভাবে প্রকাশ করা হয়? দলিল পরিদর্শন কি? প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল কি? প্রকাশ আদেশ অমান্যের কারণে রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের প্রতিকার কি? একতরফা ডিক্রি [Ex parte Decree] একতরফা ডিক্রি কি? আদেশ ৯ বিধি ৬ অনুযায়ী বিবাদীর অনুপস্থিতিতে যে ডিক্রি প্রদান করা হয় তাহলো এক তরফা ডিক্রি। যেক্ষেত্রে মোকদ্দমার শুনানীর জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয়না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে, বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা বিচার করতে পারবে বা আদালত একতরফা ডিক্রি দিতে পারবে। আর যদি প্রমাণিত হয় যে, বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর দ্বিতীয় বার সমন জারির আদেশ দিতে পারে। একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?...

পক্ষদ্বয় উপস্থিত না হলে আদালত কি আদেশ দিতে পারে? Attendance of Parties

পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। পক্ষদ্বয় উপস্থিত না হলে আদালত কি আদেশ দিতে পারে? পক্ষদ্বয় উপস্থিত হলে কিংবা না হলে আদালত কি আদেশ দিতে পারে? মোকদ্দমা খারিজ আদেশ। খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? কত দিনের মধ্যে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়? সমন জারি না হয়ে ফেরত আসলে কি করনীয়? মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদকরণের আবেদন। আরজি প্রত্যাখ্যান এবং মোকদ্দমা খারিজের মধ্যে পার্থক্য কি? পক্ষদ্বয় উপস্থিত না হলে আদালত কি আদেশ দিতে পারে? পক্ষগণ হাজির না হলে আদালত ৮৯ক ধারা অনুসরণ না করে ৯ আদেশে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবে। সমনে নির্ধারিত শুনানীর তারিখে উভয় বা কোন একপক্ষ হাজির না হলে, সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিবে তা নির্ভর করে কোন পক্ষ হাজির হয়নি এবং কেন হাজির হয়নি ইত্যাদির উপর। তবে এই ক্ষেত্রে ৯ আদেশের অধীন আদালত সাধারণত নিম্নলিখিত সিদ্ধান্ত দিয়ে থাকে- ১. মামলা খারিজের আদেশ ২. একতরফা ডিক্রি বাদীর ব্যর্থতার কারণে আদালত মোকদ্দমা খারিজের আদেশ প্রদান করে এবং বিবাদীর ব্যর্থতার কারণে আদালত একতরফা ডিক্রি প্রদান করে। সুতরাং ৯ আদেশের অধীন আদালত মোকদ্দম...

বিকল্প বিরোধ নিষ্পত্তি Alternative Dispute Resolution মধ্যস্থতা সালিসী

বিকল্প বিরোধ নিষ্পত্তি। মধ্যস্থতা কাকে বলে? মধ্যস্থতার কার্যক্রম কিভাবে শুরু করা হয়? কোন ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে? মধ্যস্থতার ফি নির্ধারণ। মধ্যস্থতার মাধ্যমে আদেশ দেওয়া। সালিস কি? বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution) কি? লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে, আদালত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নিবে। দেওয়ানী কার্যবিধির ৮৯ক থেকে ৮৯ঙ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় আলোচনা করা হয়েছে। দেওয়ানী কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির দুই (২টি) পন্থা আলোচনা করা হয়েছে। ক) মধ্যস্থতা (Mediation) খ) সালিসী (Arbitration) মধ্যস্থতা [Mediation) কাকে বলে? বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে বাধ্য। পূর্বে এটা ঐচ্ছিক ছিল। ২০১২ সালের সংশোধনীর মাধ্যমে ৮৯ক তে The Court May এর পরিবর্তে The Court Shall শব্দগুলো ব্যবহার করায়, মধ্যস্থতা করা আদালতের জন্য বাধ্যতামূলক হয়েছে।  মধ্যস্থতার কার্যক্রম কিভাবে শুরু করা হয়? ধারা ৮৯ক (১) অনুযায়ী লিখিত জবাব দাখিলের পর যদি মোকদ্দমার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ...

লিখিত জবাব Written Statement পারস্পরিক দায়শোধ Set off কি? পাল্টা দাবী Counter Claim কাকে বলে?

লিখিত জবাব কি? কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হলে প্রতিকার কি? সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময় কতদিন? বিবাদী কর্তৃক দলিল দাখিল বা উত্থাপন। বিবাদী লিখিত জবাবে কি কি বিষয় উল্লেখ করবে? আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল কি? বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিকার কি? পারস্পরিক দায়শোধ কি? পারস্পরিক দায় শোধ কত প্রকার? কে কখন পারস্পরিক দায় শোধ এর আবেদন করতে পারে? পারস্পরিক দায় শোধ বা সেট অফের শর্তসমূহ কি কি? পাল্টা দাবী কাকে বলে? লিখিত জবাব [Written Statement] লিখিত জবাব কি?  জবাব হলো বিবাদীর গ্লিডিংস যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আরজিতে দাবীকৃত বিষয় সমূহ অস্বীকার করে এবং যদি নতুন কোন বিষয় যা বিবাদী কে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে। কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? আদেশ ৮ বিধি- ১ অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে, বিবাদী লিখিত জবাব দাখিল করবে। যদি উক্ত (৩০) ত্রিশ কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ...

সমন Summon সমনজারি কাকে বলে? কে সমন জারি করে?

সমন কাকে বলে? কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি? সমন জারি কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কিভাবে সমন জারি করতে হয়? বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি? বিকল্প সমন জারি কাকে বলে? বিকল্প সমন জারির কারণ কি? হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা। সমন [Summon] সমন কাকে বলে? বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মোকদ্দমায় আত্মপক্ষসমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে। দেওয়ানী কার্যবিধির ২৭ থেকে ৩২ ধারায় এবং ৫ আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। "সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোন নথি যার মাধ্যমে কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়।”  কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? ধারা-২৭ অনুযায়ী যখন মোকদ্দমা সঠিকভাবে রুজু করা হয়, তখন সমনে উল্লেখিত দিনে বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবীর জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। আদে...

আরজি Plaint কাকে বলে? কি কি বিষয় উল্লেখ থাকে? আরজি ফেরত Return নাকচ প্রত্যাখান Rejection কাকে বলে ?

আরজি কাকে বলে? আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আরজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আরজি গ্রহণের প্রণালী কি? আরজি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখান। আরজি ফেরত কাকে বলে? আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি ফেরত সংক্রান্ত আরো তথ্য। আরজি প্রত্যাখ্যান বা নাকচ (Rejection) কাকে বলে? আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি প্রত্যাখ্যানের আবেদন না-মঞ্জুর করলে প্রতিকার কি? আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য কি? বাদী কর্তৃক আরজির সাথে কি কি কাগজপত্র দাখিল করবে? আরজি [Plaint] আরজি কাকে বলে? আরজি হলো বাদীর প্লিডিংস যেখানে বাদী তার দাবীর বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয় । দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় এবং ৪ নং আদেশে বলা হয়েছে, 'প্রত্যেক দেওয়ানী মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এ রকম অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে'। আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আদেশ ৭, বিধি ১ অনুযায়ী দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হলো আরজি। এই আরজিতে কি কি বিষয় অবশ...

প্লিডিংস Pleadings Plaint Written Statement

প্লিডিংস। প্লিডিংস কি? প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি? প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান। প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে? প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে? প্লিডিংস কর্তন এবং সংশোধন। কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়? কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন? প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি? সাধারণভাবে প্লিডিংস আদেশ ৬ প্লিডিংস [Pleadings] কি? দেওয়ানি কার্যবিধির আদেশ ৬ বিধি ১ অনুযায়ী প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাব...