- Get link
- X
- Other Apps
বিকল্প বিরোধ নিষ্পত্তি। মধ্যস্থতা কাকে বলে? মধ্যস্থতার কার্যক্রম কিভাবে শুরু করা হয়? কোন ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে? মধ্যস্থতার ফি নির্ধারণ। মধ্যস্থতার মাধ্যমে আদেশ দেওয়া। সালিস কি? বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution) কি? লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে, আদালত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নিবে। দেওয়ানী কার্যবিধির ৮৯ক থেকে ৮৯ঙ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় আলোচনা করা হয়েছে। দেওয়ানী কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির দুই (২টি) পন্থা আলোচনা করা হয়েছে। ক) মধ্যস্থতা (Mediation) খ) সালিসী (Arbitration) মধ্যস্থতা [Mediation) কাকে বলে? বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে বাধ্য। পূর্বে এটা ঐচ্ছিক ছিল। ২০১২ সালের সংশোধনীর মাধ্যমে ৮৯ক তে The Court May এর পরিবর্তে The Court Shall শব্দগুলো ব্যবহার করায়, মধ্যস্থতা করা আদালতের জন্য বাধ্যতামূলক হয়েছে। মধ্যস্থতার কার্যক্রম কিভাবে শুরু করা হয়? ধারা ৮৯ক (১) অনুযায়ী লিখিত জবাব দাখিলের পর যদি মোকদ্দমার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ...