- Get link
- X
- Other Apps
লিখিত জবাব কি? কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হলে প্রতিকার কি? সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময় কতদিন? বিবাদী কর্তৃক দলিল দাখিল বা উত্থাপন। বিবাদী লিখিত জবাবে কি কি বিষয় উল্লেখ করবে? আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল কি? বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিকার কি? পারস্পরিক দায়শোধ কি? পারস্পরিক দায় শোধ কত প্রকার? কে কখন পারস্পরিক দায় শোধ এর আবেদন করতে পারে? পারস্পরিক দায় শোধ বা সেট অফের শর্তসমূহ কি কি? পাল্টা দাবী কাকে বলে? লিখিত জবাব [Written Statement] লিখিত জবাব কি? জবাব হলো বিবাদীর গ্লিডিংস যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আরজিতে দাবীকৃত বিষয় সমূহ অস্বীকার করে এবং যদি নতুন কোন বিষয় যা বিবাদী কে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে। কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? আদেশ ৮ বিধি- ১ অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে, বিবাদী লিখিত জবাব দাখিল করবে। যদি উক্ত (৩০) ত্রিশ কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়