Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

লিখিত জবাব Written Statement পারস্পরিক দায়শোধ Set off কি? পাল্টা দাবী Counter Claim কাকে বলে?

লিখিত জবাব কি? কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হলে প্রতিকার কি? সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময় কতদিন? বিবাদী কর্তৃক দলিল দাখিল বা উত্থাপন। বিবাদী লিখিত জবাবে কি কি বিষয় উল্লেখ করবে? আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল কি? বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিকার কি? পারস্পরিক দায়শোধ কি? পারস্পরিক দায় শোধ কত প্রকার? কে কখন পারস্পরিক দায় শোধ এর আবেদন করতে পারে? পারস্পরিক দায় শোধ বা সেট অফের শর্তসমূহ কি কি? পাল্টা দাবী কাকে বলে? লিখিত জবাব [Written Statement] লিখিত জবাব কি?  জবাব হলো বিবাদীর গ্লিডিংস যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আরজিতে দাবীকৃত বিষয় সমূহ অস্বীকার করে এবং যদি নতুন কোন বিষয় যা বিবাদী কে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে। কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? আদেশ ৮ বিধি- ১ অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে, বিবাদী লিখিত জবাব দাখিল করবে। যদি উক্ত (৩০) ত্রিশ কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়

সমন Summon সমনজারি কাকে বলে? কে সমন জারি করে?

সমন কাকে বলে? কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি? সমন জারি কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কিভাবে সমন জারি করতে হয়? বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি? বিকল্প সমন জারি কাকে বলে? বিকল্প সমন জারির কারণ কি? হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা। সমন [Summon] সমন কাকে বলে? বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মোকদ্দমায় আত্মপক্ষসমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে। দেওয়ানী কার্যবিধির ২৭ থেকে ৩২ ধারায় এবং ৫ আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। "সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোন নথি যার মাধ্যমে কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়।”  কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? ধারা-২৭ অনুযায়ী যখন মোকদ্দমা সঠিকভাবে রুজু করা হয়, তখন সমনে উল্লেখিত দিনে বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবীর জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। আদে

আরজি Plaint কাকে বলে? কি কি বিষয় উল্লেখ থাকে? আরজি ফেরত Return নাকচ প্রত্যাখান Rejection কাকে বলে ?

আরজি কাকে বলে? আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আরজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আরজি গ্রহণের প্রণালী কি? আরজি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখান। আরজি ফেরত কাকে বলে? আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি ফেরত সংক্রান্ত আরো তথ্য। আরজি প্রত্যাখ্যান বা নাকচ (Rejection) কাকে বলে? আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি প্রত্যাখ্যানের আবেদন না-মঞ্জুর করলে প্রতিকার কি? আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য কি? বাদী কর্তৃক আরজির সাথে কি কি কাগজপত্র দাখিল করবে? আরজি [Plaint] আরজি কাকে বলে? আরজি হলো বাদীর প্লিডিংস যেখানে বাদী তার দাবীর বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয় । দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় এবং ৪ নং আদেশে বলা হয়েছে, 'প্রত্যেক দেওয়ানী মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এ রকম অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে'। আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আদেশ ৭, বিধি ১ অনুযায়ী দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হলো আরজি। এই আরজিতে কি কি বিষয় অবশ

প্লিডিংস Pleadings Plaint Written Statement

প্লিডিংস। প্লিডিংস কি? প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি? প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান। প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে? প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে? প্লিডিংস কর্তন এবং সংশোধন। কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়? কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন? প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি? সাধারণভাবে প্লিডিংস আদেশ ৬ প্লিডিংস [Pleadings] কি? দেওয়ানি কার্যবিধির আদেশ ৬ বিধি ১ অনুযায়ী প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাব

দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ Parties Civil Suits প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা

দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ। মোকদ্দমায় পক্ষভুক্ত কাকে বলে? দেওয়ানি মোকদ্দমার প্রয়োজনীয় পক্ষ কাকে বলে? দেওয়ানি মোকদ্দমার উপযুক্ত পক্ষ কাকে বলে? ভুল বিবাদীর নামে মোকদ্দমা দায়ের করলে কি করনীয়? কখন আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে? কখন আদালত অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করতে পারে? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কাকে বলে? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার শর্তসমূহ কি কি? দেওয়ানী মোকদ্দমা বা মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি পর্যন্ত ধাপগুলো কি কি? দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ দেওয়ানী মোকদ্দমায় দুই ধরণের পক্ষ থাকে। যথা: ১. বাদী পক্ষ (Plaintiff ) ২. বিবাদী পক্ষ |Defendants)  মোকদ্দমায় পক্ষভুক্ত [Joinder of Parties] কাকে বলে? দেওয়ানী কার্যবিধির ১নং আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে মোকদ্দমার পক্ষভুক্ত হতে পারে। মোকদ্দমার পক্ষভুক্তি ২ প্রকার যথা: ১. বাদীর পক্ষভুক্ত (Joinder of plaintiffs) এবং ২.বিবাদীর পক্ষভুক্তি (Joinder of defendants) একটি মোকদ্দমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অর্ন্তভুক্ত করা যেতে পারে। একটি মোকদ্দমায় সকল ব্য

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা Transfer of Civil Suits

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে? কোন কোন ক্ষেত্রে ২২ ধারা প্রযোজ্য? কখন মোকদ্দমা স্থানান্তরের আবেদন করতে হয়? ২২ ধারার অধীন বিবাদী কোথায় মোকদ্দমা স্থানান্তরের আবেদন করবে? স্থানান্তরের এবং প্রত্যাহারের আদালতের সাধারণ ক্ষমতা। ২৪ ধারায় কোন আদালত স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে? ২৪ ধারায় আদালত কি আদেশ দিতে পারে? কোন কারণে আদালত স্থানান্তরের বা প্রত্যাহারের আদেশ দিতে পারে? দেওয়ানী কার্যবিধির ২২ এবং ২৪ ধারার মধ্যে পার্থক্য কি? দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা-ধারা ২২ থেকে ২৪ দেওয়ানী কার্যবিধির ২২ থেকে ২৪ পর্যন্ত দেওয়ানী আদালতের ক্ষমতাকে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যায়: ১. যখন মোকদ্দমাটি একাধিক আদালতে দায়েরযোগ্য, তখন মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা [ধারা ২২] ২. মোকদ্দমা, আপীল বা অন্যকোন কার্যক্রম স্থানান্তরের সাধারণ ক্ষমতা [ধারা ২৪] ৩. মোকদ্দমা, আপীল বা অন্যকোন কার্যক্রম প্রত্যাহারের সাধারণ ক্ষমতা [ধারা ২৪] যে মোকদ্দমাটি একের অধিক আদালতে দায়েরযোগ্য তা স্থানান্তরের ক্ষমতা: কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে? ২২ ধ

মামলা দায়েরের স্থান Place of suing রেস সাব-জুডিস রেস-জুডিকাটা Res sub judice Res Judicata

মামলা দায়েরের স্থান। আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়? আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়? ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে? রেস-সাবজুডিস কাকে বলে? বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ কি? রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি? রেস জুডিকাটা কাকে বলে? দোবারা দোষ বা বিচারিত বিষয় কাকে বলে? রেস জুডিকাটার শর্তসমূহ কি কি? মামলা দায়েরের স্থান (Place of suing) কোথায় আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়? বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়? কোথায় বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেটা ২টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হবে- ১) আদালতের আর্থিক এখতিয়ার এবং  ২) আদালতের আঞ্চলিক এখতিয়ার।  দেওয়ানী কার্যবিধির ১৫ থেকে ২০ ধারায় দেওয়ানী আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ১৫ ধারায় বলা হয়ে