- Get link
- X
- Other Apps
সমন কাকে বলে? কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি? সমন জারি কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কিভাবে সমন জারি করতে হয়? বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি? বিকল্প সমন জারি কাকে বলে? বিকল্প সমন জারির কারণ কি? হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা। সমন [Summon] সমন কাকে বলে? বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মোকদ্দমায় আত্মপক্ষসমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে। দেওয়ানী কার্যবিধির ২৭ থেকে ৩২ ধারায় এবং ৫ আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। "সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোন নথি যার মাধ্যমে কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়।” কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? ধারা-২৭ অনুযায়ী যখন মোকদ্দমা সঠিকভাবে রুজু করা হয়, তখন সমনে উল্লেখিত দিনে বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবীর জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। আদে...