- Get link
- X
- Other Apps
প্লিডিংস। প্লিডিংস কি? প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি? প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান। প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে? প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে? প্লিডিংস কর্তন এবং সংশোধন। কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়? কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন? প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি? সাধারণভাবে প্লিডিংস আদেশ ৬ প্লিডিংস [Pleadings] কি? দেওয়ানি কার্যবিধির আদেশ ৬ বিধি ১ অনুযায়ী প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাব...