- Get link
- X
- Other Apps
মামলা দায়েরের স্থান। আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়? আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়? ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে? রেস-সাবজুডিস কাকে বলে? বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ কি? রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি? রেস জুডিকাটা কাকে বলে? দোবারা দোষ বা বিচারিত বিষয় কাকে বলে? রেস জুডিকাটার শর্তসমূহ কি কি? মামলা দায়েরের স্থান (Place of suing) কোথায় আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়? বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়? কোথায় বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেটা ২টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হবে- ১) আদালতের আর্থিক এখতিয়ার এবং ২) আদালতের আঞ্চলিক এখতিয়ার। দেওয়ানী কার্যবিধির ১৫ থেকে ২০ ধারায় দেওয়ানী আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ১৫ ধারায়...