- Get link
- X
- Other Apps
অপরাধমূলক অনধিকার প্রবেশ কাকে বলে? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি? অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ কি কি? অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি? অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ বলতে কি বুঝায়? অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় আছে? অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি? অপরাধমূলক অনধিকার [Criminal Trespass] প্রবেশ কাকে বলে? অপরাধমূলক অনধিকার: দণ্ডবিধির ৪৪১ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। ৪৪১ ধারায় নিম্নলিখিত ২টি অংশে অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো- ১. কোন ব্যক্তি কর্তৃক অন্যকোন ব্যক্তির দখলী সম্পত্তিতে প্রবেশ করা- ক. কোন অপরাধ সংঘটনের অভিপ্রায়ে খ. সম্পত্তির দখলদার কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার জন্য বা ২. কোন ব্যক্তি কর্তৃক অন্যকোন ব্যক্তির দখলী সম্পত্তিতে আইনগতভাবে প্রবেশ করে- ক. বেআইনীভাবে সেখানে অবস্থান করে ...