Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

চোরাই মাল Stolen Property প্রতারণা Cheating অনিষ্টসাধন কাকে বলে

চোরাইমাল কাকে বলে? চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি? প্রতারণা কাকে বলে? প্রতারণার শাস্তি কি? অনিষ্টসাধন কাকে বলে? অনিষ্ঠসাধনের শাস্তি কি? চোরাই মাল [Stolen Property] ৪১০ ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৪১১ ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি উল্লেখ করা হয়েছে। চোরাইমাল কাকে বলে? ৪১০ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৫টি উপায়ে কোন সম্পত্তির দখল হস্তান্তর বা গ্রহণ করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে- ১. চুরি ২. বলপূর্বক গ্রহণ ৩. দস্যুতা ৪. অপরাধমূলক আত্মসাৎ ৫. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে, তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না। চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি? দন্ডবিধির ৪১১ ধারা অনুযায়ী অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দন্ডে দণ্ডিত হবে। ৪১২ ধারা অনুযায়ী ডাকাতের সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন...

অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ Criminal Misapproriation of Property অপরাধমূলক বিশ্বাসভঙ্গ Criminal Breach of Trust

অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎকরণ কত প্রকার? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর্তসমূহ কি কি? চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ [Of Criminal Misapproriation of Property] অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ কত প্রকার?অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ দুই (২) প্রকার- ১. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ [Dishonest Misappropriation of Property] ২. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ [Criminal Breach of Trust] অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? ৪০৩ ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা শাস্তিযোগ্য অপরাধ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলতে অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ (তছরুপ) করা বা নিজস্ব ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর...

দস্যুতা Robbery কখন চুরি বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে ডাকাতি Dacoity শাস্তি কি

দস্যুতা কাকে বলে? কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে? বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে? দস্যুতা নির্ধারণের উপায় কি? দস্যুতার শাস্তি কি? ডাকাতি কাকে বলে? দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? ডাকাতির শাস্তি কি? দস্যুতা [Robbery] ধারা ৩৯০ দস্যুতা কাকে বলে? দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরণের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে? চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোন ব্যক্তিকে- ১. স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনী বাধা দেয় বা করার চেষ্টা করে, ২. মৃত্যু, আঘাত বা বেআইনী বাধার তাৎক্ষণিক ভয় দেখায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অপরাধী চুরি করার সময় কোন ব্যক্তিকে হত্যা বা আঘাত বা বেআইনী বাধা দেয়নি কিন্তু সে হত্যা বা আঘাত বা আটক রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যেক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনী আটক করা হয় বা চেষ্টা করা হয় সেটা তো অবশ্যই...

সম্পত্তি সম্পর্কিত অপরাধ চুরি [Theft] কাকে বলে বলপূর্বক গ্রহণ Extortion কাকে বলে শাস্তি কি

সম্পত্তি সম্পর্কিত অপরাধ। চুরি সম্পর্কিত অপরাধ। চুরি কাকে বলে? কখন নিজের সম্পত্তি নিজে চুরি করা বলে গণ্য হবে? কেন চুরির ক্ষেত্রে মালিকানাটি গুরুত্বপূর্ণ না বরং দখল গুরুত্বপূর্ণ? চুরির শাস্তি কি? বলপূর্বক গ্রহণ কাকে বলে? বলপূর্বক গ্রহণের শর্ত বা উপাদান কি কি? চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কি? বলপূর্বক গ্রহণের শাস্তি কি? সম্পত্তি সম্পর্কিত অপরাধ [Offences Relating to Property] ১। চুরি [Theft] ধারা ৩৭৮-৩৮২ ২। জোরপূর্বক গ্রহণ [Of Extortion] ধারা ৩৮৩-৩৮৯ ৩। দস্যুতা [Robbery] ধারা ৩৯০ ৪। ডাকাতি [Decoity] ধারা ৩৯১, ৩৯৫, ৩৯৬ ৫। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ধারা ৪০৩, ৪০৪ ৬ । অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধারা ৪০৫ থেকে ৪০৯ ৭। চোরাই মাল ধারা ৪১০ থেকে ৪১৪ ৮। প্রতারণা ধারা ৪১৫ থেকে ৪২০ ৯। প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর  ধারা ৪২১ থেকে ৪২৪ ১০। ক্ষতিসাধন বা অনিষ্টসাধন ধারা ৪২৫ থেকে ৪৪০ ১১। অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা ৪৪১ থেকে ৪৬২ ১২। জালিয়াতি ধারা ৪৬৩ থেকে ৪৮৯ঙ ১৩। অপরাধমূলক সেবার চুক্তিভঙ্গ ধারা ৪৯০ থেকে ৪৯২ চুরি সম্পর্কিত অপরাধ। ধারা: ৩৭৮ থেকে ৩৮২।  চুরি [Theft] কাকে ...

ধর্ষণ কাকে বলে উপাদান কয়টি বিধিবদ্ধ ধর্ষণ‌ বৈবাহিক ধর্ষণ অস্বাভাবিক অপরাধ শাস্তি Rape Punishment

ধর্ষণ কাকে বলে? ধর্ষণের উপাদান কয়টি ও কি কি? বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে? বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণ Marital Rape বলতে কি বুঝায়? বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণের শাস্তি কি? ধর্ষণের শাস্তি কি? অস্বাভাবিক অপরাধ কাকে বলে? অস্বাভাবিক অপরাধের শাস্তি কি? ধর্ষণ [Rape] ধারা ৩৭৫ থেকে ৩৭৬ দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং ৩৭৬ ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধর্ষণ কাকে বলে? ধর্ষণের উপাদান কয়টি ও কি কি? দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের ৫টি উপাদানের উল্লেখ আছে। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে ৫টি  প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে। ১. নারীর ইচ্ছার বিরুদ্ধে, ২. তার সম্মতি ছাড়া, ৩. তার সম্মতিতে কিন্তু মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে, ৪. তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে, পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে, সে উক্ত মহিলার স্বামী নয়। ৫. তার সম্মতিসহ বা ছাড়া, যেক্ষেত্রে সে ১৪ চৌদ্দ বছরের কম বয়স্কা হয়। বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে? ৩৭৫ ধারার ৫ম দফায় বিধিবদ্ধ ধর্ষণ বা S...

মনুষ্য হরণ বা অপহরণ জোরপূর্বক অপহরণ Kidnapping Abduction

মনুষ্য হরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ, মনুষ্য হরণ বা অপহরণ কাকে বলে? কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণের অপরাধ হতে পারে? আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ কাকে বলে? আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণের শর্ত বা উপাদান কি কি? অপহরণের ক্ষেত্রে সম্মতি এবং অপরাধীর অভিপ্রায়, বাংলাদেশ থেকে বা আইনানুগ অভিভাবকত্ব থেকে অপহরণের পার্থক্য কি? জোরপূর্বক অপহরণ কাকে বলে? অপহরণ এবং জোরপূর্বক অপহরণের মধ্যে পার্থক্য কি? অপহরণ ও জোরপূর্বক অপহরণের শাস্তি কি? মনুষ্য হরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ [Kidnapping and দণ্ডবিধির ৩৫৯ ধারায় মনুষ্যহরণ (kidnapping) এর প্রকারভেদ উল্লেখ করা হয়েছে, ৩৬০ ধারায় বাংলাদেশ হতে মনুষ্যহরণ এবং ৩৬১ ধারায় আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ সংজ্ঞায়িত করা হয়েছে। ৩৬৩ ধারায় মনুষ্যহরণ [kidnapping] অর্থাৎ বাংলাদেশ হতে মনুষ্যহরণ এবং আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ উভয়ের শাস্তির বিধান‌ ৩৬৩ ধারায় উল্লেখ করা হয়েছে এবং উভয়ের শাস্তি একই যা অর্থদণ্ডসহ ৭ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে। মনুষ্য হরণ বা অপহরণ [Kidnapping] কাকে বলে? দণ্ডবিধির ৩৫৯ ধার...

অবৈধ বাধা অবৈধ আটক অপরাধমূলক বলপ্রয়োগ আক্রমণ Wrongful Restraint Confinement Criminal Force

অবৈধ বাধা এবং অবৈধ আটক অবৈধ বাধা কাকে বলে? অবৈধ আটক বা অবরোধ কাকে বলে? অবৈধ বাধা এবং অবৈধ আটক এর মধ্যে মূল পার্থক্য কি? অবৈধ বাধা এবং অবৈধ আটকের শাস্তি কি? অপরাধমূলক বলপ্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত অপরাধ, বলপ্রয়োগ কাকে বলে? অপরাধমূলক বলপ্রয়োগ কাকে বলে? বলপ্রয়োগ এবং অপরাধমূলক বলপ্রয়োগের মধ্যে মূল পার্থক্য কি? আক্রমণ কাকে বলে? আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের পার্থক্য কি? অপরাধমূলক বলপ্রয়োগ এবং আক্রমণের জন্য শাস্তির বিধান কি? অবৈধ বাধা এবং অবৈধ আটক [Wrongful Restraint and Wrongful Confinement] দণ্ডবিধির ৩৩৯ থেকে ৩৪৮ ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক এবং উক্ত অপরাধের সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। ৩৩৯ ধারায় অবৈধ বাধা এবং ৩৪০ ধারায় অবৈধ আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ বাধা [Wrongful Restraint] কাকে বলে? দন্ডবিধির ৩৩৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে তার যে দিকে গমনের অধিকার রয়েছে, তাকে সেই দিকে গমনে স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে, তাকে অবৈধ বাধাদান করা হয়েছে বলে গণ্য হবে। তবে বেসরকারী স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাধা অবশ্যই স্বে...