- Get link
- X
- Other Apps
চোরাইমাল কাকে বলে? চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি? প্রতারণা কাকে বলে? প্রতারণার শাস্তি কি? অনিষ্টসাধন কাকে বলে? অনিষ্ঠসাধনের শাস্তি কি? চোরাই মাল [Stolen Property] ৪১০ ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৪১১ ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি উল্লেখ করা হয়েছে। চোরাইমাল কাকে বলে? ৪১০ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৫টি উপায়ে কোন সম্পত্তির দখল হস্তান্তর বা গ্রহণ করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে- ১. চুরি ২. বলপূর্বক গ্রহণ ৩. দস্যুতা ৪. অপরাধমূলক আত্মসাৎ ৫. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে, তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না। চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি? দন্ডবিধির ৪১১ ধারা অনুযায়ী অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দন্ডে দণ্ডিত হবে। ৪১২ ধারা অনুযায়ী ডাকাতের সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন...