Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

মনুষ্য হরণ বা অপহরণ জোরপূর্বক অপহরণ Kidnapping Abduction

মনুষ্য হরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ, মনুষ্য হরণ বা অপহরণ কাকে বলে? কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণের অপরাধ হতে পারে? আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ কাকে বলে? আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণের শর্ত বা উপাদান কি কি? অপহরণের ক্ষেত্রে সম্মতি এবং অপরাধীর অভিপ্রায়, বাংলাদেশ থেকে বা আইনানুগ অভিভাবকত্ব থেকে অপহরণের পার্থক্য কি? জোরপূর্বক অপহরণ কাকে বলে? অপহরণ এবং জোরপূর্বক অপহরণের মধ্যে পার্থক্য কি? অপহরণ ও জোরপূর্বক অপহরণের শাস্তি কি? মনুষ্য হরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ [Kidnapping and দণ্ডবিধির ৩৫৯ ধারায় মনুষ্যহরণ (kidnapping) এর প্রকারভেদ উল্লেখ করা হয়েছে, ৩৬০ ধারায় বাংলাদেশ হতে মনুষ্যহরণ এবং ৩৬১ ধারায় আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ সংজ্ঞায়িত করা হয়েছে। ৩৬৩ ধারায় মনুষ্যহরণ [kidnapping] অর্থাৎ বাংলাদেশ হতে মনুষ্যহরণ এবং আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ উভয়ের শাস্তির বিধান‌ ৩৬৩ ধারায় উল্লেখ করা হয়েছে এবং উভয়ের শাস্তি একই যা অর্থদণ্ডসহ ৭ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে। মনুষ্য হরণ বা অপহরণ [Kidnapping] কাকে বলে? দণ্ডবিধির ৩৫৯ ধার...

অবৈধ বাধা অবৈধ আটক অপরাধমূলক বলপ্রয়োগ আক্রমণ Wrongful Restraint Confinement Criminal Force

অবৈধ বাধা এবং অবৈধ আটক অবৈধ বাধা কাকে বলে? অবৈধ আটক বা অবরোধ কাকে বলে? অবৈধ বাধা এবং অবৈধ আটক এর মধ্যে মূল পার্থক্য কি? অবৈধ বাধা এবং অবৈধ আটকের শাস্তি কি? অপরাধমূলক বলপ্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত অপরাধ, বলপ্রয়োগ কাকে বলে? অপরাধমূলক বলপ্রয়োগ কাকে বলে? বলপ্রয়োগ এবং অপরাধমূলক বলপ্রয়োগের মধ্যে মূল পার্থক্য কি? আক্রমণ কাকে বলে? আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের পার্থক্য কি? অপরাধমূলক বলপ্রয়োগ এবং আক্রমণের জন্য শাস্তির বিধান কি? অবৈধ বাধা এবং অবৈধ আটক [Wrongful Restraint and Wrongful Confinement] দণ্ডবিধির ৩৩৯ থেকে ৩৪৮ ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক এবং উক্ত অপরাধের সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। ৩৩৯ ধারায় অবৈধ বাধা এবং ৩৪০ ধারায় অবৈধ আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ বাধা [Wrongful Restraint] কাকে বলে? দন্ডবিধির ৩৩৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে তার যে দিকে গমনের অধিকার রয়েছে, তাকে সেই দিকে গমনে স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে, তাকে অবৈধ বাধাদান করা হয়েছে বলে গণ্য হবে। তবে বেসরকারী স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাধা অবশ্যই স্বে...

গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ আঘাত গুরুতরও আঘাত শাস্তি Grievous Hurt Punishment

গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ। নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি? নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর শাস্তি কি? গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি? মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ কি কি? আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কিত অপরাধ। আঘাত [Hurt] কাকে বলে? গুরুতর বা মারাত্মক আঘাত [Grevious Hurt ] কাকে বলে? বিভিন্ন ধরনের আঘাতের শাস্তিসমূহ কি কি? গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ। [Causing Miscarriage][ধারা ৩১২ থেকে ৩১৮] নারীর সম্মতি নিয়ে গর্ভপাত করানোর ক্ষেত্রে ৩১২ ধারা এবং নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে ৩১৩ ধারা প্রযোজ্য হবে। গর্ভপাত করানোর ক্ষেত্রে মৃত্যু হলে ৩১৪ ধারা প্রযোজ্য হবে। নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি? দন্ডবিধির ৩১২ ধারা অনুযায়ী নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ছাড়া (without good faith) যদি কোন ব্যক্তি কোন নারীর গর্ভপাত করায় তাহলে উক্ত ব্যক্তি ৩ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে বা অর্থদন্ডসহ বা উত্তয়। কিন্তু যদি মহিলা সন্তানের বিচলন [quick with child] অনুভব করে তাহলে অর্থদন্ডসহ ৭ বৎসর পর্যন্ত যেকোন বর্...

নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি Punishment for Murder

নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি? খুনের শাস্তি কি? যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি? খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি? অবহেলার ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি? জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে শাস্তি কি? শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি কি? আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি কি? খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি কি? যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে শাস্তি কি? আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি কি? ঠগের শাস্তি কি? আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি কি? ঠগ [Thug] কাকে বলে? ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি? নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি? খুনের শাস্তি কি? ৩০২ ধারায় খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দন্ডিত হবে। যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি? ৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি মৃত্যুদণ্ড। খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি? ৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এমন নিন্দনী...

মানবজীবন মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? Offences Affecting The Human Life Body

পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? মানবজীবন সম্পর্কিত অপরাধ কি কি? খুন এবং নিন্দনীয় নরহত্যা কাকে বলে? খুন এবং নিন্দনীয় নরহত্যার তুলনামূলক আলোচনা। কোন কোন নরহত্যা বৈধ নরহত্যা বা মানুষ হত্যা বলে গণ্য করা হয়? মানুষ হত্যা বলতে কি বুঝায়?বেআইনী নরহত্যা কি? পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? [Of Offences Affecting The Human Life and Body] পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ ২৯৯ থেকে ৩৭৭ ধারায় বর্ণনা করা হয়েছে। এ সকল অপরাধগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। ক) মানবজীবন সম্পর্কিত অপরাধ -ধারা ২৯৯ থেকে ৩১৮ পর্যন্ত। খ) মানবদেহ সম্পর্কিত অপরাধ - ধারা ৩১৯ থেকে ৩৭৭ মানবজীবন সম্পর্কিত অপরাধ কি কি? ধারা ২৯৯ থেকে ৩১৮ পর্যন্ত এমন কিছু অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে যে গুলো সংঘটিত হলে, মানবজীবনের সমাপ্তি ঘটতে পারে বা সমাপ্তি ঘটার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানবজীবন সম্পর্কিত অপরাধগুলোর মধ্যে রয়েছে; ১. নিন্দনীয় নরহত্যা এবং খুন (Culpable Homicide and Murder) (ধারা ২৯৯-৩০৪) ২. অবহেলাজনিত খুন [Causing death by neglige...

সরকারী কর্মচারীর অপরাধ বিষয়ক মিথ্যা সাক্ষ্যদান উদ্ভাবন Fabricating False Evidence

সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি ধারা রয়েছে? মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি? মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে? মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি কি? মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি কি? সাক্ষ্য বিনষ্ট বা অদৃশ্য করে ফেলার শাস্তি কি? অসাধুভাবে আদালতে মিথ্যা দাবী উত্থাপনের শাস্তি কি? অপরাধের মিথ্যা অভিযোগের শাস্তি কি? অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি কি? সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি ধারা রয়েছে? ধারা ১৬১ থেকে ১৭১ পর্যন্ত সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে।  সরকারী কর্মকর্তা কর্তৃক ঘুষ গ্রহণ ১৬১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধে সরকারি কর্মকর্তা যে কোন বর্ণনার ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দন্ডে দণ্ডিত হবে। কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করা ১৬২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত দ...

গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ Unlawful Assembly Common Object

গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্যসমূহ কি কি? ১৪৯ ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি কি কি? সাধারণ উদ্দেশ্যের শর্তসমূহ কি কি? বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত নীতি কি কি? অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা [Rioting] কাকে বলে? দাঙ্গার উপাদান কি কি? মারামারী [Affray] কাকে বলে? বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য কি? গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? [Offences against the Public Tranquility] দণ্ডবিধির ১৪১ থেকে ১৫৯ ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যায়। ১. বেআইনী সমাবেশ [Unlawful Assembly] ২. দাঙ্গা (Rioting) ৩. মারামারি [Affray| বেআইনী সমাবেশ কাকে বলে? দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনী সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। পাঁচ (৫) বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ বেআইনী সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে ১৪১ ধারায় উল্লেখিত কোন স...