Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

মানবজীবন মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? Offences Affecting The Human Life Body

পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? মানবজীবন সম্পর্কিত অপরাধ কি কি? খুন এবং নিন্দনীয় নরহত্যা কাকে বলে? খুন এবং নিন্দনীয় নরহত্যার তুলনামূলক আলোচনা। কোন কোন নরহত্যা বৈধ নরহত্যা বা মানুষ হত্যা বলে গণ্য করা হয়? মানুষ হত্যা বলতে কি বুঝায়?বেআইনী নরহত্যা কি? পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ কি কি? [Of Offences Affecting The Human Life and Body] পেনাল কোডের অধীন মানবজীবন এবং মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ ২৯৯ থেকে ৩৭৭ ধারায় বর্ণনা করা হয়েছে। এ সকল অপরাধগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। ক) মানবজীবন সম্পর্কিত অপরাধ -ধারা ২৯৯ থেকে ৩১৮ পর্যন্ত। খ) মানবদেহ সম্পর্কিত অপরাধ - ধারা ৩১৯ থেকে ৩৭৭ মানবজীবন সম্পর্কিত অপরাধ কি কি? ধারা ২৯৯ থেকে ৩১৮ পর্যন্ত এমন কিছু অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে যে গুলো সংঘটিত হলে, মানবজীবনের সমাপ্তি ঘটতে পারে বা সমাপ্তি ঘটার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানবজীবন সম্পর্কিত অপরাধগুলোর মধ্যে রয়েছে; ১. নিন্দনীয় নরহত্যা এবং খুন (Culpable Homicide and Murder) (ধারা ২৯৯-৩০৪) ২. অবহেলাজনিত খুন [Causing death by neglige

সরকারী কর্মচারীর অপরাধ বিষয়ক মিথ্যা সাক্ষ্যদান উদ্ভাবন Fabricating False Evidence

সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি ধারা রয়েছে? মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি? মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে? মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি কি? মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি কি? সাক্ষ্য বিনষ্ট বা অদৃশ্য করে ফেলার শাস্তি কি? অসাধুভাবে আদালতে মিথ্যা দাবী উত্থাপনের শাস্তি কি? অপরাধের মিথ্যা অভিযোগের শাস্তি কি? অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি কি? সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি ধারা রয়েছে? ধারা ১৬১ থেকে ১৭১ পর্যন্ত সরকারী কর্মচারী দ্বারা বা সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে।  সরকারী কর্মকর্তা কর্তৃক ঘুষ গ্রহণ ১৬১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধে সরকারি কর্মকর্তা যে কোন বর্ণনার ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দন্ডে দণ্ডিত হবে। কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করা ১৬২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত দন্ডে

গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ Unlawful Assembly Common Object

গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্যসমূহ কি কি? ১৪৯ ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি কি কি? সাধারণ উদ্দেশ্যের শর্তসমূহ কি কি? বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত নীতি কি কি? অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা [Rioting] কাকে বলে? দাঙ্গার উপাদান কি কি? মারামারী [Affray] কাকে বলে? বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য কি? গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? [Offences against the Public Tranquility] দণ্ডবিধির ১৪১ থেকে ১৫৯ ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যায়। ১. বেআইনী সমাবেশ [Unlawful Assembly] ২. দাঙ্গা (Rioting) ৩. মারামারি [Affray| বেআইনী সমাবেশ কাকে বলে? দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনী সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। পাঁচ (৫) বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ বেআইনী সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে ১৪১ ধারায় উল্লেখিত কোন স

Criminal Conspiracy অপরাধমূলক ষড়যন্ত্র কি?অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি

অপরাধমূলক ষড়যন্ত্র কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি? ৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি? রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি? অপরাধমূলক ষড়যন্ত্র [Criminal Conspiracy] অপরাধমূলক ষড়যন্ত্র কি? দণ্ডবিধির ১২০ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে [criminal conspiracy] কে সংজ্ঞায়িত করা হয়েছে। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কাজ করতে [To do an illegal act] বা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে [to do a legal act by illegal means] সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? ১. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুই (২) বা ২ এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। ২. যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি [Agreement] থাকতে হবে। ৩. সম্মতি [Agreement] টি হতে হবে I. কোন অবৈধ কাজ করতে বা II. কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। অর্থাৎ দুই (২) ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। এখা

অপরাধে প্ররোচনা বা অপসহায়তা Abetment উপাদান কয়টি

অপরাধে প্ররোচনা বা অপসহায়তা |Abetment] কাকে বলে? অপরাধে প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি? অভিন্ন অভিপ্রায় এবং অপরাধে সহায়তার মধ্যে পার্থক্য কি? প্ররোচনায় বা অপসহায়তায় (Abetment) দায়ী করতে মৌলিক নীতিসমূহ কি কি? ধারা ৩৪ এবং ধারা ১০৭ এর মধ্যে পার্থক্য কি? বিভিন্ন প্ররোচনার (Abetment) শাস্তি কি? অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তকারীর দায় কি? অপরাধে প্ররোচনা বা অপসহায়তা [Abetment] [ধারা ১০৭ থেকে ১২০] অপরাধে প্ররোচনা বা অপসহায়তা |Abetment] কাকে বলে? অপরাধী এবং অপরাধ সংঘটন করতে সাহায্যকারী আইনের চোখে সমানভাবে দোষী। ১০৭ থেকে ১২০ ধারা পর্যন্ত অপরাধে প্ররোচনা বা অপসহায়তা (Abetment) সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে লোক অপরাধ সংঘটন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী বা প্ররোচক বা অপসহায়তাকারী [Abettor)। অপরাধে প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি? কোন অপরাধ সংঘটনের আগে অপরাধটি সংঘটনের জন্য ৩ ভাবে প্ররোচনা বা অপসহায়তা [Abetment) করা হতে পারে। যথাঃ ১. প্ররোচিত করে [By Instigation | 2. ষড়যন্ত্রে অংশগ্রহন করে। [By Engaging in the Conspirac

ব্যক্তিগত প্রতিরক্ষা Private Defence ধারা ৯৬ থেকে ১০৬

ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে? ৯৯ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে? কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়? ব্যক্তিগত প্রতিরক্ষা [Private Defence] [ধারা ৯৬ থেকে ১০৬) ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে? দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে নিজের দেহ এবং সম্পত্তি রক্ষা করা বুঝায়। ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ না । কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ৯৭ ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্

অপরাধের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম সমূহ General Exceptions

সাধারণ ব্যতিক্রম কি? সাধারণ ব্যতিক্রম প্রমাণের ভার কার? আইনের দৃষ্টিতে ভুল কত প্রকার? ঘটনাগত ভুল কি? আইনগত ভুল কি? ঘটনাগত ভুলের শর্তসমূহ কি কি? কোন কোন ক্ষেত্রে বিচারিক কার্য ফৌজদারী দায় হতে অব্যাহতি পাবে? ৭৭ এবং ৭৮ ধারার মধ্যে পার্থক্য কি? ৯ বৎসরের অধিক কিন্তু ১২ বৎসরের কম বয়স্ক শিশুর কার্য ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম? অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্যের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম? মাতাল ব্যক্তির কার্যের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম? সম্মতির ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম কি? কোন কোন সম্মতি সম্মতি না? সরল বিশ্বাসের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম কি? সরল বিশ্বাসে কৃত যোগাযোগের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম কি? অপরাধের ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম সমূহ। দণ্ডবিধির ৪র্থ অধ্যায়ে ফৌজদারী দায়ের সাধারণ ব্যতিক্রমসমূহ আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬ ধারায় কিছু কার্য এবং কার্যবিরতিকে lacts and omission] ফৌজদারী দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সকল কার্য বা কার্যবিরতিগুলোকে ফৌজদারী দায়ের সাধারণ ব্যতিক্রম [General Exceptions) বলে। সাধারণ ব্যতিক্রম প্রমাণের ভার কার? (Burden of Proof of