- Get link
- X
- Other Apps
অপরাধমূলক ষড়যন্ত্র কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি? ৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি? রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি? অপরাধমূলক ষড়যন্ত্র [Criminal Conspiracy] অপরাধমূলক ষড়যন্ত্র কি? দণ্ডবিধির ১২০ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে [criminal conspiracy] কে সংজ্ঞায়িত করা হয়েছে। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কাজ করতে [To do an illegal act] বা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে [to do a legal act by illegal means] সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? ১. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুই (২) বা ২ এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। ২. যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি [Agreement] থাকতে হবে। ৩. সম্মতি [Agreement] টি হতে হবে I. কোন অবৈধ কাজ করতে বা II. কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। অর্থাৎ দুই (২) ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। এখা...