- Get link
- X
- Other Apps
দণ্ডবিধি কি ধরনের আইন? দন্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস। ফৌজদারী অপরাধের উপাদান কি কি? অপরাধী মন [Mens Rea] এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য [Actus Rea] অর্থ কি? দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ। দণ্ডবিধির রাষ্ট্রের ভিতরে প্রয়োগ বলতে কি বুঝায়? দণ্ডবিধির রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ বলতে কি বুঝায়? রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি । দণ্ডবিধি কি ধরনের আইন? (What kind of law is Penal Code?) দণ্ডবিধি (Penal Code) অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন [Substantive Law)। এই আইনে বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান এবং শাস্তির পরিমাণ ইত্যাদি উল্লেখ করা হয়েছে কিন্তু সেগুলোর বিচারের পদ্ধতি দেওয়া হয়নি। সপ্তবিধির অধীন অপরাধসমূহ কিভাবে বিচার করা হবে তা দণ্ড সম্পর্কিত পদ্ধতিগত আইন, ফৌজদারী কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। দন্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস: ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় ১৮৩৪ সালে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে (Lord Macaulay)। প্রথম আইন কমিশনের কমিশনার হিসেবে দায়ি...