- Get link
- X
- Other Apps
আপীল বিভাগের ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের ক্ষমতা। হাইকোর্ট বিভাগের ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের ক্ষমতা। কি কারণে হাইকোর্ট মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার আদেশ দিতে পারে? দায়রা জজের মামলা স্থানান্তরে ক্ষমতা। দায়রা জজের মামলা প্রত্যাহার বা তলব করার ক্ষমতা। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার বা তলব। কোন কোন অনিয়মের কারণে মামলার কার্যধারা বাতিল হয় বা বাতিল হয় না? ভুল স্থানে অনুষ্ঠিত বিচারিক কার্যক্রম। চার্জ গঠন থেকে বিরত থাকলে বা চার্জ গঠন না করলে ফলাফল। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। ফৌজদারী মামলা স্থানান্তর [Transfer of Criminal Cases] ফৌজদারী মামলা এক ফৌজদারী আদালত হতে অন্য ফৌজদারী আদালতে বা এক এলাকার ফৌজদারী আদালত হতে অন্য এলাকার ফৌজদারী আদালতে স্থানান্তরের প্রয়োজন হতে পারে । ৫২৫ক থেকে ৫২৮ পর্যন্ত ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের, প্রত্যাহারের বা তলব সম্পর্কে ফৌজদারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারী মামলা স্থানান্তরের ক্ষমতা আছে; ১. আপীল বিভাগের (ধারা-৫২...