Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

জামিন কাকে বলে? জামিননামা বা বেইলবন্ড কি? জামিনের মুচলেকা কাকে বলে?

জামিন কাকে বলে? জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে? জামিনদার কাকে বলে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। আগাম জামিন কাকে বলে? ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় আদালত আসামিকে জামিন দিতে পারে? কিভাবে জামিনের জন্য মুচলেকা নির্ধারণ করতে হয়?   জামিন সংক্রান্ত বিধান [ধারা ৪৯৬ থেকে ৪৯৮] (Provisions as to Bail) জামিন কাকে বলে? ( What is Bail?) পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে । জামিনের ২ ( দুটি ) শর্ত ১ . জামিননামা (bail bond) ২ . জামিনদার (Surety) জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে ? (What is bail bond?): জামিননামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম । যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে । আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিননামায় উল্লেখ থাকে । জামিনদার কাকে বলে ? [Who is surety?): জামিনদার হলো এমন

কখন কোথায় কিভাবে ফৌজদারি মামলার রিভিশন করতে হয়

কোন কোন আদালত ফৌজদারী মামলার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে? কোন আদালতের নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা রয়েছে? রিভিশন এর ক্ষেত্রে কোন আদালত অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে? হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা কতটুকু? দায়রা জজের রিভিশনের ক্ষমতা কতটুকু? কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না? কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়? কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয় বা রিভিশন দায়েরের তামাদি মেয়াদ কতদিন? কত দিনের মধ্যে আপীল বা রিভিশন নিষ্পত্তি করতে হয়? ফৌজদারী মামলার রিভিশন প্রসঙ্গে [Of Revision of Criminal Cases] রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন হলো নিম্ন আদালতের নথি পরীক্ষা করে উর্দ্ধতন আদালত কর্তৃক ভুলত্রুটি সংশোধন করা। ফৌজদারী কার্যবিধির ৪৩৫ থেকে ৪৪০ এবং ৪৪২ থেকে 88২ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন কোন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে? ফৌজদারী কার্যবিধির অধীন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে- ১. হাইকোর্ট বিভাগ ২. দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোন আদালতের নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা রয়েছে?

কিভাবে ফৌজদারী আপীল দায়ের করতে হয় আপীল দায়েরের পদ্ধতি

কিভাবে ফৌজদারী আপীল দায়ের করতে হয় এবং আপীল দায়েরের সংশ্লিষ্ট পদ্ধতি কি? আপীলের পিটিশন বা দরখাস্ত কখন দাখিল করতে হবে? যখন আপীলকারী জেলে থাকে, তখনকার আপীলের পদ্ধতি কি? কখন আপীল সংক্ষিপ্তভাবে খারিজ করে দেওয়া হয়? আপীল নিষ্পত্তিতে আপীল আদালতের ক্ষমতা কতটুকু? আপীল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা। কোন কোন ক্ষেত্রে আপীল আদালত দণ্ড স্থগিত করে আসামীকে জামিন দিতে পারে? কখন আদালত আপিল শুনানিতে আসামিকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করতে পারে? ফৌজদারী কার্যবিধির কত ধারায় আপীল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দিতে পারে? কখন আপীল বাতিল হয়? কোন কোন ক্ষেত্রে দায়েকৃত আপীলের ক্ষেত্রে আপীলকারীর মৃত্যুতে আপীল বাতিল হবে? কিভাবে ফৌজদারী আপীল দায়ের করতে হয় এবং আপীল দায়েরের সংশ্লিষ্ট পদ্ধতি কি? আপীলের পিটিশন বা দরখাস্ত কখন দাখিল করতে হবে? (Petition of Appeal) ধারা ৪১৯ এবং আপীল দায়েরের পদ্ধতি কি? কিভাবে ফৌজদারি মামলার আপিল করতে হয়? ফৌজদারী কার্যবিধি আইনের ৪১৯ ধারা অনুযায়ী প্রত্যেকটি আপীল দায়ের করতে হবে পিটিশন বা দরখাপ্ত আকারে। আপীলের পিটিশন আপ

কোন আপীল আদালতে আপীল করা যায়-দন্ডাদেশ খালাস অব্যাহতি অপর্যাপ্ত দন্ড আপিল আদালত

কোন আপীল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করা যায়? দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করার তামাদির মেয়াদ কত? খালাসের ক্ষেত্রে আপীল। কে খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে? খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার কি? ফৌজদারী মামলায় দ্বিতীয় আপীল কি করা যায়? কত সময়ের মধ্যে খালাস আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করা যায়? অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপীল। কে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে পারে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়েরের সময়সীমা কতদিন? কোন কোন ক্ষেত্রে আপীল চলে না? দণ্ডাদেশের ক্ষেত্রে আপীল [Appeal from Sentence] [ধারা ৪০৭, ৪০৮ এবং ৪১০] ফৌজদারী কার্যবিধির ৪০৭, ৪০৮ এবং ৪১০ ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপীলের বিধান আলোচনা করা হয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করবে দণ্ডিত ব্যক্তি। কোন আপীল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করা যায়? দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করা যায়- ১. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট [ধারা ৪০৭] ২. দায়রা জজের নিকট [ধারা ৪০৮] ৩. হাইকোর্ট বিভাগে [ধারা ৪০৮ এবং ৪১০] চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

রায়- দণ্ড স্থগিত, মওকুফ এবং হ্রাস। দোবারা সাজার নীতি

রায়ে কি কি সকল বিষয় উল্লেখ করতে হবে? বিকল্প রায় কি? কিভাবে দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা হয়? মৃত্যুদণ্ড অনুমোদন প্রসঙ্গে। হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স। ৩৭৬ ধারায় ডেথ রেফারেন্স [Death Referance] শুনানী শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে। কিভাবে দণ্ড বা শাস্তি কার্যকর করা হয়? গর্ভবর্তী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি। জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি। কে পরোয়ানা ইস্যু করতে পারেনা? নাবালক অপরাধীকে সংশোধনাগারে আটকের বিধান। দণ্ডবিধির অধীন দণ্ড হ্রাসের ক্ষমতা। দোবারা সাজার নীতি। ৪০৩ ধারার দোবারা সাজার নীতির শর্তসমূহ। কোন কোন ক্ষেত্রে ৪০৩ ধারার দোবারা সাজার নীতি প্রযোজ্য না? রায় সম্পর্কে [Of the Judgment] [ধারা ৩৬৬ থেকে ৩৭৩] বিচার সমাপ্ত হবার অব্যাহত পর অথবা নোটিশ দিয়ে নির্ধারিত দিনে প্রকাশ্য আদালতে বিচারের রায় ঘোষণা করা হয়। ভিন্নরুপ বিধান না থাকলে প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে বা তার শ্রুত লিখন হতে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে। রায়ে কি কি সকল বিষয় উল্লেখ ক