- Get link
- X
- Other Apps
কোন আপীল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করা যায়? দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করার তামাদির মেয়াদ কত? খালাসের ক্ষেত্রে আপীল। কে খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে? খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার কি? ফৌজদারী মামলায় দ্বিতীয় আপীল কি করা যায়? কত সময়ের মধ্যে খালাস আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করা যায়? অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপীল। কে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে পারে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়েরের সময়সীমা কতদিন? কোন কোন ক্ষেত্রে আপীল চলে না? দণ্ডাদেশের ক্ষেত্রে আপীল [Appeal from Sentence] [ধারা ৪০৭, ৪০৮ এবং ৪১০] ফৌজদারী কার্যবিধির ৪০৭, ৪০৮ এবং ৪১০ ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপীলের বিধান আলোচনা করা হয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করবে দণ্ডিত ব্যক্তি। কোন আপীল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করা যায়? দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করা যায়- ১. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট [ধারা ৪০৭] ২. দায়রা জজের নিকট [ধারা ৪০৮] ৩. হাইকোর্ট বিভাগে [ধারা ৪০৮ এবং ৪১০] চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের...