- Get link
- X
- Other Apps
মিথ্যা, তুচ্ছ অথবা বিরক্তিকর অভিযোগ। ক্ষতিপূরণ [Compensation] প্রদানের আদেশ। ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপীল। কারাবাস এবং জরিমানা Fine প্রদানের আদেশ। সংক্ষিপ্ত বিচার Summary Trial। ২৬০ ধারায় সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। মিথ্যা, তুচ্ছ অথবা বিরক্তিকর অ ভিযোগ (ধারা ২৫০) ২৫০ ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগকারী বা প্রাথমিক তথ্যদাতাকে মিথ্যা, তুচ্ছ (Frivolous) বা বিরক্তিকর (Vexatious) অভিযোগ দায়েরের জন্য ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার নিকট দায়েরকৃত অভিযোগ মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, তাহলে ম্যাজিস্ট্রেট আসামীদের অব্যাহতি এবং খালাসের আদেশের পাশাপাশি, অভিযোগকারীকে কারণ দর্শাতে বলবে যে, কেন আসামীকে বা আসামীদের ক্ষতিপূরণ দিবে না । ক্ষতিপূরণ [Compensation] প্রদানের আদেশ: ফ রিয়াদী বা সংবাদদাতা যে কারণ দর্শাবেন, ম্যাজিস্ট্রেট তা বিবেচনা করে যদি সন্তুষ্ট হন যে, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, তাহলে তিনি অভিযুক্ত পক্ষকে অনধিক ১০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদানের জন্য ফরিয়াদী বা সংবাদদাতাকে নির্দেশ দিতে পারে এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অন...