- Get link
- X
- Other Apps
হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া (ধারা ৬৮ থেকে ১০৫)। সমন (Summons) কি? কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন। [ধারা-৭২] প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। [ধারা-৭৩] স্থানীয় সীমার বাইরে সমন জারি। কোনো দলিল হাজির করার জন্য সমন। দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকার কি? গ্রেফতারী পরোয়ানা জারি [Warrant of Arrest)। [ধারা-৭৮) জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ। [ধারা-৮৩] অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ। তল্লাশী পরোয়ানা জারি [Search Warrant]। দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি (ধারা ৯৬)। আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা (ধারা ১০০)। হুলিয়া ও ক্রোক কি?[ [ধারা-৮৭] পলাতক ব্যক্তির জন্য হুলিয়া [proclamation for person abscondingl। কিভাবে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করা যায়? সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার কি? হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া (ধারা ৬৮ থেকে ১০৫) সমন (Summons) কি? ফৌজদারী কার্যবিধি অনুযায়ী সমন ২ ধরনের হতে পারে- ক) কোন ব্যক্তিকে হাজির হওয়ার...