Skip to main content

Posts

What is Linking Words Sentence Connectors linkers English Grammar

What are Sentence Connectors or Linking Words? Examples of Sentence Connectors. কথা বলার সময় বা কোন কিছু লেখার সময় বাক্যগুলোর ভেতর সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের Word বা Phrase ব্যবহৃত হয়। এ জাতীয় Word বা Phrase কে Sentence Connector বা Sentence Linkers বা Linking Words বলে। যেমন- therefore, but, next, in fact, of course, in brief, on the other hand. List of Linkers or Linking words: 1. ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বুঝাতে ব্যবহৃত Linking word সমূহ : - first, firstly, at first, in the first place, at the beginning, in the beginning, - Second, secondly, third, thirdly, fourth, fourthly, fifth, fifthly. - in between, in the middle of - In the end, at the end. lastly, at last, finally, to sum up. In conclusion, to conclude. - next, afterwards, after that, then I will be very busy today. At first I have to go to the bank to draw some money. Then I will pay the school fees. After that I need to go to the market to buy some apples. 2. অতিরিক্ত তথ্য প্রদ

Schedule of Limitations Act 1908 তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ তামাদি আইন

তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ - তামাদি আইন। তামাদি আইনের প্রথম তফসিল। তামাদি আইন এর তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ। তামাদি আইনের অনুচ্ছেদ ১ থেকে ১৪৯। তামাদি আইনের প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগ: আপীল। তৃতীয় বিভাগ: আবেদনসমূহ। তামাদি আইন,১৯০৮। Schedule of Limitations Act 1908 তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ - তামাদি আইন তামাদি আইনের প্রথম তফসিল The First Schedule তামাদি আইনের প্রথম তফসিলে ৩টি বিভাগ উল্লেখ করা হয়েছে। এই ৩টি বিভাগে ৩ ধরণে বিষয়ের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। তামাদি আইনের প্রথম বিভাগ [First Division) ১. মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ [ Limitation for filling suits || ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত দ্বিতীয় বিভাগ [Second Division] ২. আপীল দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling appeals] [১৫০ থেকে ১৫৭] এবং তৃতীয় বিভাগ [Third Division) ৩. বিভিন্ন দরখাস্ত (পিটিশন) দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling applications and petitions || ১৫৮ থেকে ১৮৩] তামাদি আইন এর তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহে

Acquisition of Ownership by Possession দখলবলে মালিকানার অধিকার লাভ ব্যবহারস্বত্বসমূহ সুখাধিকার লাভ তামাদি আইন

ধারা ২৬ ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ। উদাহরণ- ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ। ধারা-২৭। পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারির পক্ষে বা অনুকূলে সময় বর্জন অব্যাহতি। ধারা ২৮ সম্পত্তির অধিকার হারানো। ধারা-২৯ ব্যতিক্রম। Chapter Four Acquisition of Ownership by Possession চতুর্থ অধ্যায- দখলবলে মালিকানার অধিকার লাভ ধারা ২৬ ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ (১) যেক্ষেত্রে কোন বাড়িতে আলো কিংবা বাতাসের প্রবেশ এবং ব্যবহার সুখাধিকার হিসাবে ও অধিকার হিসাবে অব্যাহতভাবে ও বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হয়েছে, এবং যেক্ষেত্রে কোন পথ কিংবা জলস্রোত কিংবা কোন পানির ব্যবহার কিংবা অপর যে কোন সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাই হউক না কেন) কোন লোক সুখাধিকার এবং অধিকার হিসাবে তাতে স্বত্ব দাবি করে অব্যাহতভাবে ও বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে ভোগ করেছে, সেক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ এবং ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার কিংবা অপর কোন সুখাধিকার নিরঙ্কুশ এবং অলংঘনীয় অধিকারে পরিণত হবে। কোন মামলায় যদি উক্তরূপ কোন অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সে মামলায় ঐ উভয় ক্ষেত্

Period of Limitation তামাদির সময় গণনা প্রতারণার ফলাফল তামাদি আইন ১৯০৮

তামাদি আইন তৃতীয় অধ্যায় - তামাদির সময় /মেয়াদ গণনা। তামাদি আইন ধারা ১২ আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় হিসাব থেকে বাদ দিতে হবে তামাদি আইন ধারা ১৩ - বাংলাদেশ ও অনান্য কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতকালীন সময় হিসাব থেকে বাদ দিতে হবে। তামাদি আইনধারা ১৪ - এখতিয়ারবিহীন আদালতের সুউদ্দেশ্যমূলক কার্যক্রমে যে সময় গণনা হতে বাদ দিতে হয়। তামাদি আইন ধারা ১৫ - কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। তামাদি আইন ধারা ১৬ - ডিক্রি জারীর বিক্রয় রদ করার কার্যধারা মূলতবী থাকাকালীন সময় বাদ দিতে হবে। তামাদি আইন ধারা-১৭ - মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল। তামাদি আইন ধারা-১৮ - প্রতারণার ফলাফল। তামাদি আইন ধারা-১৯ - লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। তামাদি আইন ধারা ২০ - উত্তর দায় বিষয়ক ঋণ পরিশোধের কিংবা সুদ দেয়ার ফলাফল। তামাদি আইন ধারা ২১ - অক্ষম ব্যক্তির প্রতিনিধি। তামাদি আইন ধারা-২২ - নূতন বাদী বা বিবাদীকে কারো স্থলাভিষিক্ত কিংবা পক্ষভুক্ত করার ফলাফল। তামাদি আইন ধারা-২৩ - অবিরাম চুক্তিভঙ্গ অথবা অন্যায় করা। তামাদি আইন ধারা-২৪ - বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের

Limitation Act 1908 তামাদির মেয়াদ বৈধ অপারগতা তামাদি আইন ১৯০৮

তামাদি আইন ১৯০৮। তামাদি আইনের প্রকৃতি। তামাদি আইন ধারা ১ - সংক্ষিপ্ত শিরোনাম পরিসীমা ও আরম্ভ। তামাদি আইন দ্বিতীয় অধ্যায়-মামলা আপিল এবং দরখাস্তের তামাদি। তামাদি আইন ধারা ৩ - তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। তামাদি আইন ধারা ৪ - আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ শেষ হয়ে যায়। তামাদি আইন ধারা ৫ - কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ। তামাদি আইন ধারা ৬ - বৈধ অপারগতা। উদাহরণ - বৈধ অপারগতা। তামাদি আইন ধারা ৭ - কতিপয় দরখাস্তকারির একজনের অপারগতা। তামাদি আইন ধারা ৮ - বিশেষ ব্যতিক্রম। তামাদি আইন ধারা ৯ - সময়ের অবিরাম চলন। তামাদি আইন ধারা ১০ - প্রকাশ্য ট্রাস্টী ও তাদের এজেন্টবৃন্দের প্রতিকূলে মামলা। তামাদি আইন ধারা ১১ - বৈদেশিক চুক্তির উপর মামলা। The Limitation Act 1908  Chapter I Preliminary তামাদি আইন ১৯০৮ (১৯০৮ এর ৯ নং আইন) প্রস্তাবনা দেওয়ানি মামলার সময় সম্পর্কিত আইন একত্রিতকরণ এবং সংশোধন করার ও অপরাপর লক্ষ্যে প্রণীত আইন। যেহেতু দেওয়ানি মামলা, আপিল এবং আদালতে কতিপয় আবেদনের তামাদি সম্পর্কিত আইন সংহত এবং সংশোধন করা প্রয়োজন এবং সমীচীন; ও যেহেতু দখ