Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

অপরাধগুলোর সংগঠনের চেষ্টা বিষয়ক ফৌজদারী কার্যবিধি আইন

 Chapter Twenty Three -Of Attempts to Commit Offences তেইশতম অধ্যায় -অপরাধগুলোর সংগঠনের চেষ্টা বিষয়ক ধারা ৫১১ যাবজ্জীবন কারাদন্ডে বা কারাদন্ডে শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করার দণ্ড যে লোক, এই বিধিমূলে যাবজ্জীবন কারাদন্ডে বা কারাদন্ডে শাস্তিযোগ্য কোন অপরাধ অনুষ্ঠানের বা এরূপ অপরাধ অনুষ্ঠান করাবার চেষ্টা করে ও এরূপ চেষ্টায় ঐ অপরাধ সংঘটনের অভিমুখে কোন কার্য করে, সে লোক এরূপ চেষ্টার শাস্তির সম্পর্কে এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকার ক্ষেত্রে ঐ অপরাধের জন্য ব্যবস্থিত যাবজ্জীবন কারাদন্ডে বা যে কোন বর্ণনার কারাদন্ডে-যার মেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদন্ডের অর্ধেক মেয়াদ পর্যন্ত হতে পারে বা এরূপ অপরাধের জন্য ব্যবস্থিত জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে। উদাহরণ ক একটি বাক্স ভেঙ্গে কিছু অলংকারপত্র চুরির চেষ্টা করে ও অনুরূপভাবে বাক্স খোলার পর দেখতে পায় যে তাতে কোন গহণা নাই। সে চুরির লক্ষ্যে একটি কার্য করেছে; তাই এই ধারার আওতায় অপরাধি বলে বলে পরিগণিত হবে। ক, গ-র পকেটে হাত ঢুকায়ে গ-র পকেট মারার চেষ্টা করে। গ-র পকেটে কিছু না থাকবার জন্য ক-র

অপরাধজনক ভয় দেখানো অপমান অনিষ্টকর ও বিরক্তিকর কাজ

Chapter Twenty Two - of Criminal Intimidation, Insult, Prejudicial Act, and Annoyance বাইশতম অধ্যায় -অপরাধজনক ভয় দেখানো, অপমান, অনিষ্টকর কর্ম, ও বিরক্তিকরন বিষয়ক ধারা ৫০৩ অপরাধজনক ভয় দেখানো যে লোক, অপর কোন লোককে আতঙ্কিত করার লক্ষ্যে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতিসাধন করার বা যে লোককে তার স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুখ্যাতির ক্ষতিসাধন করার ভয় দেখানো, বা সে লোককে এরূপ ভয় দেখানোর বাস্তবায়ন এড়ায়ে‌ যাবার উপায় হিসেবে সে আইনত যে কার্য করতে বাধ্য নয়, তা করতে বাধ্য করার বা সে লোকের যে কার্য করার আইনানুগ কর্তৃত্ত্ব আছে তা হতে তাকে বিরত রাখার লক্ষ্যে এরূপ ভয় দেখানো হয়, সে লোক অপরাধজনক ভয় দেখানো করে। ব্যাখ্যাঃ ভয় দেখানো লোকের স্বার্থ নিহিত আছে এমন কোন মৃত লোকের সুনাম নষ্ট করার হুমকি এই ধারার আওতাধীন হবে। উদাহরণ -অপরাধজনক ভয় দেখানো ক, খ-কে একটি সিভিল কেস পরিচালনা হতে বিরত করার ইচ্ছায় খ এর ঘর পোড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ক অপরাধজনক ভয় দেখানোর অপরাধে অপরাধি। ধারা ৫০৪ শান্তিভঙ্গের প্ররোচনা প্রদানের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অপমান যে লোক, এরূপ লক্ষ্যে বা এরূপ আশংকা আছে জ্ঞাত হয়ে ইচ্

Defamation Punishment মানহানি কাকে বলে মানহানির শাস্তি কি ফৌজদারী কার্যবিধি আইন

Chapter Twenty One - Of Defamation একুশতম অধ্যায় -মানহানি বিষয়ক ধারা ৪৯৯ মানহানি কোন লোক যদি অপর কোন লোকের খ্যাতি বা সুনাম নষ্ট করার লক্ষ্যে বা তার খ্যাতি বা সুনাম নষ্ট হবে বলে অবগত হবার পরও বা তার বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকার পরও কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলি বা মার্কাদি বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে সে লোক বিষয়ক কোন ঘটনা আরোপ করে বা ব্যক্ত করে, তা হলে সে লোক নিয়ে নির্দেশিত ভিন্নতাগুলো অন্যান্য ক্ষেত্রে ঐ লোকের মানহানি করে বা করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা ১. কোন কিছুর জন্য কোন মৃত লোকের নিন্দা করা তার মানহানির সামিল হতে পারে, যদি ঐ নিন্দাবাদ এরূপ হয় যে এটা তার জীবদ্দশায় তার মানহানিকর হত ও এটা তার পরিবার ও অন্যান্য কাছে আত্মীয়দের মনকে পীড়িত করার লক্ষ্যে এরূপ ঘটনার আরোপ হয়। ব্যাখ্যা ২. কোন কোম্পানী বা সমিতি বা এরূপ লোক সমাবেশ সম্বন্ধে কোন নিন্দাবাদ করা মানহানির সামিল হতে পারে। ব্যাখ্যা ৩. বিকল্পের আকারে শ্লেষাত্মকভাবে প্রকাশিত নিন্দাবাদ মানহানি সামিল হতে পারে। ব্যাখ্যা ৪. কোন নিন্দাবাদই কোন লোক সুনাম নষ্ট করেছে বলে পরিগণিত হবে না, যদি না ঐ নিন্দাবাদ অন্যান্য লোক

অপরাধজনক ভাবে সেবা- চুক্তিগুলো ভঙ্গকরণ বিবাহ বিষয়ক অপরাধ

Chapter Nineteen - Of the Criminal Breach of Contracts of Service  উনিশতম অধ্যায় -অপরাধজনক ভাবে সেবা- চুক্তিগুলো ভঙ্গকরণ বিষয়ক  ধারা ৪৯১ অসহায় লোকের শুশ্রূষা করার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার চুক্তি ভঙ্গকরণ কোন লোক যদি, অপরিণত বা মানসিক অপ্রকৃতস্থতা, রোগ বা দৈহিক দুর্বলতার কারণে অসহায় বা তার স্বীয় নিরাপত্তা বিধান করতে বা তার স্বীয় অনটনগুলো মিটাতে অপরাগ এমন কোন লোকের শুশ্রূষা করার জন্য বা তার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার জন্য কোন আইনসম্মত চুক্তি মাধ্যমে আবদ্ধ হয়ে স্বেচ্ছাকৃতভাবে এরূপ দায়িত্ব পালন না করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন মাস কাল পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে-যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। Chapter Twenty - Of Offences Relating to Marriage বিশতম অধ্যায় - বিবাহ বিষয়ক অপরাধগুলো বিষয়ক ধারা ৪৯৩ কোন পুরুষ দ্বারা প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-স্ত্রী হিসেবে সহবাস কোন লোক যদি যে প্রতারণামুলকভাবে তার সঙ্গে আইনসম্মতভাবে বিবাহিত নয়, এমন নারীর বিশ্বাস জন্মায় যে, সে তার সঙ

Currency Notes Bank Notes কারেন্সি নোট ও ব্যাংক নোট বিষয়ক অপরাধ শাস্তি ফৌজদারী কার্যবিধি আইন

 Of Currency Notes and Bank Notes কারেন্সি নোট ও ব্যাংক নোট বিষয়ক ধারা ৪৮৯ক কারেন্সী নোটগুলো বা ব্যাংক নোটগুলো জালকরণ কোন লোক যদি, কোন কারেন্সী নোট বা ব্যাংক নোট নকল করে বা জ্ঞাতসারে এটা নকলকরণ প্রক্রিয়ার যে কোন অংশ সম্পন্ন করে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও তদুপরি জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে। ব্যাখ্যা, এই ধারার ও ৪৮৯-খ, ৪৮৯-গ, ও ৪৮৯-ঘ ধারাগুলোর লক্ষ্য বাস্তবায়নার্থে “ব্যাংক নোট” বলিতে চাহিবা মাত্র বাহকে অর্থ প্রদানের জন্য পৃথিবীর যে কোন অংশে ব্যাংকিং ব্যবসায়রত যে কোন লোক দ্বারা ইচ্ছাকৃত বা যে কোন রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা বা তার কর্তৃত্ত্বাধীনে ইস্যুকৃত ও অর্থের সমকক্ষ বা প্রতিকল্পহিসেবে ব্যবহারের জন্য অভিপ্রেত কোন প্রমিসরী নোট বা অঙ্গীকারপত্র বুঝাবে। ধারা ৪৮৯খ নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট খাঁটি বলে ব্যবহার করা কোন লোক যদি, কোন নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট, এরূপ কারেন্সি নোট বা ব্যাংক নোট নকল বা মেকি বলে অবগত হয়ে বা তার এরূপ বিশ্বাস করার কারণ থাকার পরও অপর কোন লোকের কাছে

Offences of Documents Trade Property Marks দলিলাদি ব্যবসায়ী সম্পত্তির মার্ক বিষয়ক অপরাধ

Chapter Eighteen - Of Offences Relating to Documents and to Trade or Property Marks অষ্টাদশ অধ্যায় -দলিলাদি ও ব্যবসায়ী বা সম্পত্তির মার্ক বিষয়ক অপরাধগুলোর বিষয়ক ধারা ৪৬৩ জালিয়াতি কোন লোক যদি জনগণ বা ব্যক্তিবিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধনকল্পে বা কোন দাবি বা কর্তৃত্ব সমর্থনকল্পে বা কোন লোককে কোন সম্পত্তি ত্যাগে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পন্ন করতে বাধ্য করার উদ্দেশ্যে বা প্রতারণ করার বা প্রতারণা হতে পারে এরূপ উদ্দেশ্যে কোন মিথ্যা নথিপত্র বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে তা হলে ঐ লোক জালিয়াতি করেছে বলে পরিগণিত হবে। ধারা ৪৬৪ মিথ্যা নথিপত্র প্রণয়ন যদি কোন ব্যক্তি - প্রথমতঃ কোন নথিপত্র বা কোন দলিলের আংশিক এমন কোন লোকের মাধ্যমে বা তার কর্তৃত্বে তৈরী স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন বলে বিশ্বাস জন্মাবার উদ্দেশ্যে, যে লোকের মাধ্যমে বা যে লোকের কর্তৃত্বে এটা তৈরী, স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন হয় নি বলে সে জ্ঞাত আছে, বা এমন এক সময়ে, যে সময়ে এটা তৈরী, স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন হয় নি বলে সে জ্ঞাত আছে, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এরূপ নথিপত্র বা এরূপ দলিলের আংশিক তৈরী, স

Loss of Banking Company Property ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি প্রতারণার শাস্তি

Of the Loss of Property of Banking Company ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি বিষয়ক ধারা ৪৬২ক ব্যাংক অফিসার ও কর্মচারিদের অবহেলাজনিত আচরণের জন্য শাস্তি কোন লােক যদি, ব্যাংক কোম্পানীর অফিসার; বা কর্মচারি হয়ে ঐ ব্যাংক কোম্পানীর কোন গ্রাহকের সঙ্গে বা অপর কোন লােকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় অবহেলাজনিত আচরণের কারণে কোম্পানীর ক্ষতিসাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে। ধারা ৪৬২খ ব্যাংক কোম্পানীর সঙ্গে প্রতারণার শাস্তি কোন লােক যদি, ব্যাংকিং কোম্পানীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোন ফায়দা উসুল করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা : ৪৬২ক এই ধারায় ব্যাংকিং কোম্পানী বলতে বুঝাবে- ক) ১৯৬২ সালের (৬২ নম্বর) ব্যাংকিং কোম্পানী অধ্যাদেশ এর ৫-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকিং কোম্পানী। খ) ১৯৭২ সালের (পি,ও ২৬/১৯৭২) বাংলাদেশ ব্যাংক (রাষ্ট্রায়ত্ত) আদেশ মােতাবেক গঠিত কোন ব্যাংক। গ) ১৯৭২ সা