Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Offences of Documents Trade Property Marks দলিলাদি ব্যবসায়ী সম্পত্তির মার্ক বিষয়ক অপরাধ

Chapter Eighteen - Of Offences Relating to Documents and to Trade or Property Marks অষ্টাদশ অধ্যায় -দলিলাদি ও ব্যবসায়ী বা সম্পত্তির মার্ক বিষয়ক অপরাধগুলোর বিষয়ক ধারা ৪৬৩ জালিয়াতি কোন লোক যদি জনগণ বা ব্যক্তিবিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধনকল্পে বা কোন দাবি বা কর্তৃত্ব সমর্থনকল্পে বা কোন লোককে কোন সম্পত্তি ত্যাগে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পন্ন করতে বাধ্য করার উদ্দেশ্যে বা প্রতারণ করার বা প্রতারণা হতে পারে এরূপ উদ্দেশ্যে কোন মিথ্যা নথিপত্র বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে তা হলে ঐ লোক জালিয়াতি করেছে বলে পরিগণিত হবে। ধারা ৪৬৪ মিথ্যা নথিপত্র প্রণয়ন যদি কোন ব্যক্তি - প্রথমতঃ কোন নথিপত্র বা কোন দলিলের আংশিক এমন কোন লোকের মাধ্যমে বা তার কর্তৃত্বে তৈরী স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন বলে বিশ্বাস জন্মাবার উদ্দেশ্যে, যে লোকের মাধ্যমে বা যে লোকের কর্তৃত্বে এটা তৈরী, স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন হয় নি বলে সে জ্ঞাত আছে, বা এমন এক সময়ে, যে সময়ে এটা তৈরী, স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পন্ন হয় নি বলে সে জ্ঞাত আছে, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এরূপ নথিপত্র বা এরূপ দলিলের আংশিক তৈরী, স...

Loss of Banking Company Property ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি প্রতারণার শাস্তি

Of the Loss of Property of Banking Company ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি বিষয়ক ধারা ৪৬২ক ব্যাংক অফিসার ও কর্মচারিদের অবহেলাজনিত আচরণের জন্য শাস্তি কোন লােক যদি, ব্যাংক কোম্পানীর অফিসার; বা কর্মচারি হয়ে ঐ ব্যাংক কোম্পানীর কোন গ্রাহকের সঙ্গে বা অপর কোন লােকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় অবহেলাজনিত আচরণের কারণে কোম্পানীর ক্ষতিসাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে। ধারা ৪৬২খ ব্যাংক কোম্পানীর সঙ্গে প্রতারণার শাস্তি কোন লােক যদি, ব্যাংকিং কোম্পানীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোন ফায়দা উসুল করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা : ৪৬২ক এই ধারায় ব্যাংকিং কোম্পানী বলতে বুঝাবে- ক) ১৯৬২ সালের (৬২ নম্বর) ব্যাংকিং কোম্পানী অধ্যাদেশ এর ৫-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকিং কোম্পানী। খ) ১৯৭২ সালের (পি,ও ২৬/১৯৭২) বাংলাদেশ ব্যাংক (রাষ্ট্রায়ত্ত) আদেশ মােতাবেক গঠিত কোন ব্যাংক। গ) ১৯৭২ সা...

অপরাধমূলক অনধিকার প্রবেশ গৃহপ্রবেশ শাস্তি ফৌজদারী কার্যবিধি আইন

Of Criminal Trespass অপরাধমূলক অনধিকার প্রবেশ বিষয়ক ধারা ৪৪১ অপরাধমূলক অনধিকার প্রবেশ কোন লােক যদি, অপর কোন লােকের দখলভূক্ত কোন সম্পত্তিতে বা সম্পত্তির উপর কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা এরূপ সম্পত্তির দখলকার কোন লােককে ভীতিপ্রদর্শন, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে প্রবেশ করে, অথবা আইনবলে এরূপ সম্পত্তিতে সম্পত্তির উপর প্রবেশ করে, তদ্বারা এরূপ কোন লােককে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে বা কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বেআইনীভাবে তথায় অবস্থান করে, সে লােক অপরাধজনক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ধারা ৪৪২ অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, মনুষ্য বসবাস স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে, তাঁবু বা জলযান, বা উপাসনা স্থান হিসেবে বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে প্রবেশ করে বা অবস্থান করে অপরাধজনক অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অপরাধমূলক অনধিকার প্রবেশকারির দেহের কোন অংশের প্রবেশই গৃহে অনধিকার প্রবেশ অপরাধ প্রতিদানের পক্ষে যথেষ্ট। ধারা ৪৪৩ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, এরূপ সতর্কতা অবলম্বনপূর্বক...

প্রতারণামূলক দলিলগুলো সম্পত্তি বেদখল অনিষ্ট সাধন

 Of Fraudulent Deeds and Dispositions of Property প্রতারণামূলক দলিলগুলো ও সম্পত্তি বেদখল বিষয়ক ধারা ৪২১ পাওয়াদারদের ভিতর বণ্টন করার ইচ্ছায় অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গােপনকরণ কোন লােক যদি, তার পাওনাদারগণের বা অপর কোন লােকের পাওনাদারগণের ভিতর কোন সম্পত্তির আইনবলে বন্টন করার উদ্দেশ্যে বা সে এরূপ নেওয়ারণ করতে পারে জেনে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন সম্পত্তি অপসারণ করে, লুকিয়ে রাখে বা কোন লােকের কাছে সমর্পণ করে বা যথপােযুক্ত মূল্য গ্রহণ ছাড়া কোন লােকের কাছে হস্তান্তর করে বা করায় তা হলে সে ল ক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪২২ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তি নিরােধ করা কোন লােক যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার নিজের বা অপর কোন লােকের প্রাপ্য ঋণ বা দাবি আইনবলে তার বা ঐ অপর লােকের ঋণ পরিশােধ করার জন্য সুলভ হবার সম্পর্কে বাধার উদ্ভব করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডেযার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার ...

Cheating প্রতারণা বিষয়ক প্রতারণার শাস্তি ফৌজদারি কার্যবিধি আইন

 Of Cheating প্রতারণা বিষয়ক ধারা ৪১৫ প্রতারণা কোন লােক যদি, কোন লােককে ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে বা অসাধুভাবে ছলনা দিয়ে কোন লােকের কাছে কোন সম্পত্তি সমর্পণ করতে বা কোন লােকের কোন সম্পত্তি সংরক্ষণের সম্পর্কে সম্মতি দান করতে‌ প্ররােচিত করে, বা ইচ্ছাকৃতভাবে এরূপ ছলনা দেয় লােককে এরূপ কোন কার্য করতে বা এটা করা হতে বিরত থাকতে প্রবৃত্ত করে যে, সে কার্য অনুরূপভাবে ছলনা দেয় না হলে করিত না বা এটা করা হতে বিরত থাকিত না বরং যে কার্য বা বিরতি ঐ লােকের দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করে বা করার আশংকা রয়েছে, তা হলে সে লােক প্রতারণা করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অসাধুভাবে তথ্য গােপনকরণ এই ধারার তাৎপর্যধীনে ছলনা বলে পরিগণিত হবে। উদাহরণ প্রতারণা ক) ক সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে গ-কে বঞ্চনা করে ও এরূপ তাকে ধারে মাল দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। তার ঐ মালের মূল্য প্রদানের অভিপ্রায় নেই। ক প্রতারণা করেছে। খ) ক একটি দ্রব্যে নকল মার্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় যেন সে এই দ্রব্য কোন বিশেষ বিখ্যাত প্রস্তুতকারক দ্বারা তৈরী বলে ব...

অসাধুভাবে চোরাই মাল গ্রহণ বিষয়ক অপরাধ

Of the Receiving of Stolen Property চোরাই মাল গ্রহণ বিষয়ক ধারা ৪১০ চোরাইমাল যে সম্পত্তি দখল, চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংঘটনের কারণে হস্তান্তরিত‌ হয়েছে ও যে সম্পত্তি অপরাধজনকভাবে তছরূপ বা আত্মসাৎ করা হয়েছে, বা যে সম্পত্তি বিষয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করা হয়েছে, সে সম্পত্তি, ঐরূপ হস্তান্তর, তছরূপকরণ, বিশ্বাসভঙ্গকরণ বাংলাদেশের ভিতরে বা বাইরে যেখানেই হােক না কেন “চোরাইমাল” বলে পরিগণিত হবে। কিন্তু যদি এরূপ মাল উত্তরকালে এমন কোন লােকের দখলে আসে যে আইনত এটা দখল করার অধিকারি, তা হলে এটা আর চোরাইমাল বলে পরিগণিত হবে না। ধারা ৪১১ অসাধুভাবে চোরাইমাল গ্রহণ করা কোন লােক যদি কোন মাল চোরাই বলে জ্ঞাত হয়ে ৰা এটা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকার পরও ঐ চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪১২ ডাকাতির মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করা কোন লােক যদি এরূপ কোন চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা সংরক্ষণ করে, যার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে সে জ্ঞাত...

অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ অপরাধজনক বিশ্বাসভঙ্গ

 Of Criminal Misappropriation of Property অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বিষয়ক ধারা ৪০৩ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কোন লােক যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ক) ক সরল বিশ্বাসে গ-র সম্পত্তি গ-র দখল হতে নিয়ে যায়। এটা নিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে যে, ঐ সম্পত্তি তারই। ক চুরির অপরাধে অপরাধি নয়; কিন্তু ক তার বিচ্যুতি বুঝতে পারার পর অসাধুভাবে ঐ সম্পত্তি তার নিজস্ব ব্যবহার পরিণত করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি। খ) গ-র সঙ্গে ক-র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দরুণ ক গ-র অবর্তমানে গ-র লাইব্রেরীতে যায় ও গ-র স্পষ্ট বিনা সম্মতিতে একটি বই নিয়ে যায়। এইক্ষেত্রে যদি ক-র এরূপ ধারণা হয়ে থাকে যে, তার ঐ বইটি পড়িবার লক্ষ্যে নিয়ে যাবার জন্য গ-র পরােক্ষ সম্মতি ছিল,‌তবে চুরি করে নাই। কিন্তু পরে ক বইটি তার নিজের উপকারার্থে বিক্রয় করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি । গ) ক ও ...