Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 3 Shilpi

মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত অপরাধ

Chapter Twelve - Of Offences Relating to Coin and Government Stamps দ্বাদশ অধ্যায় - মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত ধারা ২৩০ মুদ্রা-এর সংজ্ঞা আপাতত অর্থ হিসেবে ব্যবহৃত ও যা এরূপ ব্যবহারের জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির কর্তৃত্ববলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মূদ্রা বলা হয়। বাংলাদেশের মুদ্রা: বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য বাংলাদেশ সরকারের ক্ষমতাবলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতু ও যে ধাতু অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইস্যু করা হয়েছে, তা অর্থ হিসেবে এর ব্যবহার বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যে বাংলাদেশী মুদ্রা বলে ব্যবহৃত হবে। উদাহরণ ক) কড়িগুলাে মুদ্রা নয়। হ) স্ট্যাম্পবিহীন এমন তাম্রপিন্ডগুলাে অর্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও মুদ্রা খ) মেডেল মুদ্রা নয়, কেননা এটা অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য অভীষ্ট নয়। ঘ) কোম্পানির টাকা বলে অংকিত মুদ্রা বাংলাদেশের মুদ্রা নামে পরিগণিত হবে। ৪) "ফারুখাবাদ” টাকা যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীনে অর্থ হিসেবে ব্যবহৃত হত-বাংলাদেশ মুদ্রা, তা যদিও এটা আজও অনুরূপভাবে ব্যবহৃত ...

False evidence মিথ্যা সাক্ষ্য দান ও গণ বিচারের বিপক্ষে অপরাধ

Chapter Eleven - Of False evidence and Offences Against Public Justice একাদশ অধ্যায় - মিথ্যা সাক্ষ্য দান ও গণ বিচারের বিপক্ষে অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৯১ মিথ্যা সাক্ষ্যদান যে লােক সত্য বলার জন্য শপথক্রমে বা আইনের প্রকাশ্য বিধানবলে আইনত বাধ্য হয়ে বা কোন বিষয়ে কোন ঘােষণা করার জন্য আইনবলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দেয়, যা মিথ্যা ও যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সত্য বলে বিশ্বাস করেনা, সে লােক মিথ্যা সাক্ষ্য দেয় বলে কথিত হয়। ব্যাখ্যা ১: কোন উক্তি বা বিবৃতি মৌখিকভাবে বা প্রকারান্তরে, যেভাবেই দেওয়া হােক এই ধারার তাৎপর্যাধীন হবে। ব্যাখ্যা ২: সত্যতা নিরূপনকারি লােকের বিশ্বাস বিষয়ক মিথ্যা বিবৃতি এই ধারার তাৎপর্যাধীন হবে ও এই বলে বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বস্তুতে বিশ্বাস করে যা সে বিশ্বাস করে না ও এরূপ বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বিষয় জানে, যা সে জানে না, মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য অপরাধি বলে পরিগণিত হবে। উদাহরণ (ক) য খ-র বিরুদ্ধে এক হাজার টাকার জন্য খ-র একটি ন্যায্য দাবির সমর্থনে, এক বিচারে এই বলে মিথ্যাভাবে শপথ করে বলে যে, সে য-কে খ-র...

সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে

Chapter Ten - of Contempts of the Lawful Authority of Public Servants দশম অধ্যায় - সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে। ধারা ১৭২ সমন জারি বা অপরবিধ ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করা যে লােক তার উপর কোন সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার জন্য আইনত ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারির কাছে হতে উদ্ভুত এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণ এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অথবা, সমন বা বিজ্ঞপ্তি বা আদেশে কোন বিচারালয়ে স্বয়ং বা কোন প্রতিনিধি মাধ্যমে উপস্থিত হবার বা কোন নথিপত্র পেশ করার নির্দেশ থাকলে, বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা ১৭৩ সমন জারি বা অপরবিধ কার্যক্রম বন্ধ করা বা তগুলাের প্রকাশনায় বাধা উদ্ভব করা যে লােক, যে কোন প্রকারে ইচ্ছাপূর্বক তার নিজের প্রতি বা অপর কোন লােকের উপর, সরকারি কর্মচারি হিসেবে আইনত কোন সমন, ...

নির্বাচন বিষয়ক অপরাধগুলাে প্রসঙ্গে

Chapter Nine-A - Of Offences Relating to Elections নবম-ক অধ্যায় -নির্বাচন বিষয়ক অপরাধগুলাে প্রসঙ্গে ধারা ১৭১ক “প্রাথীগুলাে", নির্বাচনাধিকার” এর সংজ্ঞা এই অধ্যায়ের উদ্দেশ্যে (ক) “প্রার্থী” অর্থ কোন নির্বাচনে প্রার্থী হিসেবে মনােনীত হয়েছেন এমন লােক ও কোন নির্বাচন কল্পনা-কল্পনা চলাকালে তাতে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে ব্যক্ত করেন এমন লােকের এ ধারার আওতাভুক্ত হবেন, এই শর্তে যে, পরবর্তীকালে এরপ নির্বাচনে তাকে একজন প্রার্থী হিসেবে মনােনীত করা হয়। (খ) "নির্বাচনাধিকার” অর্থ কোন লােকের কোন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ান বা প্রার্থীপদ প্রত্যাহার করা বা ভােট দেওয়ার বা ভােট প্রদান করা হতে বিরত থাকা। ধারা ১৭খ ঘুষ ১) যে ব্যক্তি, (ক) কোন লােককে কোন পারতােষিক দেয় ও এই পারতােষিক প্রদানের উদ্দেশ্যে হয়, সে লােককে বা, অপর কোন লােককে কোন নির্বাচনধিকার প্রয়ােগ করার জন্য প্ররােচিত করে, বা এরূপ কোন কর্তৃত্ত্ব প্রয়ােগের জন্য কোন লােক পারতােষিক দেয়, বা (খ) এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য বা কোন লােককে এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য প্ররােচিত করার বা প্ররােচিত করার প্রচেষ্টা করা...

সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে

নবম অধ্যায়- সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৬১ সরকারি কর্মচারি দ্বারা কোন সরকারি কার্য বিষয়ে বৈধ পারিশ্রমিক ছাড়া অপরবিধ পারিতােষিক গ্রহণ যে লােক, সরকারি কর্মচারি হয়ে বা হবার প্রত্যাশায় কোন সরকারি কার্য সম্পন্ন করার জন্য বা সম্পন্ন করা হতে বিরত থাকার জন্য বা তদীয় সরকারি কর্তব্যগুলাে সম্পন্নের সময় কোন লােকের প্রতি সরকার বা আইন পরিষদের বা সরকারি কর্মচারির তরফ হতে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করার জন্য বা প্রদর্শন করা হতে বিরত থাকার জন্য বা কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার সাধন করার জন্য বা করার উদ্যোগ করার জন্য, কোন প্রতিদান বা পারতােষিক হিসাবে, নিজের জন্য বা অপর কোন লােকের জন্য যে কোন লােকের কাছে পারিশ্রমিক ছাড়া যে কোন পারতােষিক গ্রহণ করে বা অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয় বা অর্জন করার উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যাঃ “সরকারি কর্মচারি হবার প্রত্যাশায়” কোন লােক যদি পদে সমাসীন হবার প্রত্যাশা না ...

সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক

Chapter Eight - Of Offences Against the Public Tranquility অষ্টম অধ্যায় -সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক ধারা ১৪১ বেআইনি সমাবেশ পাঁচ বা ততােধিক লােকের সমাবেশকে “বেআইনি সমাবেশ" বলে পরিগণিত হয় যদি ঐ সমাবেশ গঠনকারি ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নিম্নোক্তরূপ হয়- প্রথম, অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়োগের হুমকি প্রদান করে সরকার বা আইন পরিষদ বা কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগের সম্পর্কে ভয় দেখানাে করা; অথবা দ্বিতীয়, কোন আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দান করা; বা তৃতীয়, কোন দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপরবিধ অপরাধ সংগঠন করা; বা চতুর্থ, কোন লােকের প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন সম্পত্তি কর্তৃত্ত্ব বা অর্জন করা, বা কোন লােককে রাস্তার কর্তৃত্ত্ব বা পানির ব্যবহার বা তদীয় দখল বা অধিকারভুক্ত অপর কোন অশরীরি কর্তৃত্ত্ব হতে বঞ্চিত করা; অথবা পঞ্চম, অপরাধজনক বলপ্রয়োগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন লােককে যা সম্পন্ন করার জন্য সে আইনত বাধ্য নয়, তা করতে বাধ্য করা ...