Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে

Chapter Ten - of Contempts of the Lawful Authority of Public Servants দশম অধ্যায় - সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে। ধারা ১৭২ সমন জারি বা অপরবিধ ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করা যে লােক তার উপর কোন সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার জন্য আইনত ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারির কাছে হতে উদ্ভুত এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণ এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অথবা, সমন বা বিজ্ঞপ্তি বা আদেশে কোন বিচারালয়ে স্বয়ং বা কোন প্রতিনিধি মাধ্যমে উপস্থিত হবার বা কোন নথিপত্র পেশ করার নির্দেশ থাকলে, বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা ১৭৩ সমন জারি বা অপরবিধ কার্যক্রম বন্ধ করা বা তগুলাের প্রকাশনায় বাধা উদ্ভব করা যে লােক, যে কোন প্রকারে ইচ্ছাপূর্বক তার নিজের প্রতি বা অপর কোন লােকের উপর, সরকারি কর্মচারি হিসেবে আইনত কোন সমন,

নির্বাচন বিষয়ক অপরাধগুলাে প্রসঙ্গে

Chapter Nine-A - Of Offences Relating to Elections নবম-ক অধ্যায় -নির্বাচন বিষয়ক অপরাধগুলাে প্রসঙ্গে ধারা ১৭১ক “প্রাথীগুলাে", নির্বাচনাধিকার” এর সংজ্ঞা এই অধ্যায়ের উদ্দেশ্যে (ক) “প্রার্থী” অর্থ কোন নির্বাচনে প্রার্থী হিসেবে মনােনীত হয়েছেন এমন লােক ও কোন নির্বাচন কল্পনা-কল্পনা চলাকালে তাতে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে ব্যক্ত করেন এমন লােকের এ ধারার আওতাভুক্ত হবেন, এই শর্তে যে, পরবর্তীকালে এরপ নির্বাচনে তাকে একজন প্রার্থী হিসেবে মনােনীত করা হয়। (খ) "নির্বাচনাধিকার” অর্থ কোন লােকের কোন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ান বা প্রার্থীপদ প্রত্যাহার করা বা ভােট দেওয়ার বা ভােট প্রদান করা হতে বিরত থাকা। ধারা ১৭খ ঘুষ ১) যে ব্যক্তি, (ক) কোন লােককে কোন পারতােষিক দেয় ও এই পারতােষিক প্রদানের উদ্দেশ্যে হয়, সে লােককে বা, অপর কোন লােককে কোন নির্বাচনধিকার প্রয়ােগ করার জন্য প্ররােচিত করে, বা এরূপ কোন কর্তৃত্ত্ব প্রয়ােগের জন্য কোন লােক পারতােষিক দেয়, বা (খ) এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য বা কোন লােককে এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য প্ররােচিত করার বা প্ররােচিত করার প্রচেষ্টা করা

সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে

নবম অধ্যায়- সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৬১ সরকারি কর্মচারি দ্বারা কোন সরকারি কার্য বিষয়ে বৈধ পারিশ্রমিক ছাড়া অপরবিধ পারিতােষিক গ্রহণ যে লােক, সরকারি কর্মচারি হয়ে বা হবার প্রত্যাশায় কোন সরকারি কার্য সম্পন্ন করার জন্য বা সম্পন্ন করা হতে বিরত থাকার জন্য বা তদীয় সরকারি কর্তব্যগুলাে সম্পন্নের সময় কোন লােকের প্রতি সরকার বা আইন পরিষদের বা সরকারি কর্মচারির তরফ হতে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করার জন্য বা প্রদর্শন করা হতে বিরত থাকার জন্য বা কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার সাধন করার জন্য বা করার উদ্যোগ করার জন্য, কোন প্রতিদান বা পারতােষিক হিসাবে, নিজের জন্য বা অপর কোন লােকের জন্য যে কোন লােকের কাছে পারিশ্রমিক ছাড়া যে কোন পারতােষিক গ্রহণ করে বা অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয় বা অর্জন করার উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যাঃ “সরকারি কর্মচারি হবার প্রত্যাশায়” কোন লােক যদি পদে সমাসীন হবার প্রত্যাশা না

সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক

Chapter Eight - Of Offences Against the Public Tranquility অষ্টম অধ্যায় -সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক ধারা ১৪১ বেআইনি সমাবেশ পাঁচ বা ততােধিক লােকের সমাবেশকে “বেআইনি সমাবেশ" বলে পরিগণিত হয় যদি ঐ সমাবেশ গঠনকারি ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নিম্নোক্তরূপ হয়- প্রথম, অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়োগের হুমকি প্রদান করে সরকার বা আইন পরিষদ বা কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগের সম্পর্কে ভয় দেখানাে করা; অথবা দ্বিতীয়, কোন আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দান করা; বা তৃতীয়, কোন দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপরবিধ অপরাধ সংগঠন করা; বা চতুর্থ, কোন লােকের প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন সম্পত্তি কর্তৃত্ত্ব বা অর্জন করা, বা কোন লােককে রাস্তার কর্তৃত্ত্ব বা পানির ব্যবহার বা তদীয় দখল বা অধিকারভুক্ত অপর কোন অশরীরি কর্তৃত্ত্ব হতে বঞ্চিত করা; অথবা পঞ্চম, অপরাধজনক বলপ্রয়োগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন লােককে যা সম্পন্ন করার জন্য সে আইনত বাধ্য নয়, তা করতে বাধ্য করা

স্থল, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে

Chapter Seven - Of Offences Relating to the Army Navy and Air Force সপ্তম অধ্যায় -স্থল, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৩১ বিদ্রোহে সাহায্য, প্ররােচনাদান বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে স্বীয় দায়িত্ব হতে বিপথগামী করার উদ্যোগ গ্রহণ যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ অনুষ্ঠানে সাহায্য করে বা এরূপ কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিককে তাঁর আনুগত্য বা তাঁর দায়িত্ব হতে বিচ্যুত করার চেষ্টা করে, সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে। ব্যাখ্যাঃ এই ধারায় “অফিসার”, “সৈন্য”, “নাবিক” ও “বৈমানিক” কথাগুলি বলতে ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী আইন, ১৯৫২ বা নৌ বাহিনী অধ্যাদেশ, ১৯৬১ বা বিমান বাহিনী আইন, ১৯৫৩ এর আওতায় যে কোন লােককে বুঝাবে। ধারা ১৩২ বিদ্রোহে সাহায্য ও এর কারণে বিদ্রোহ হবার ক্ষেত্র যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ সংঘটনে সাহায্য কর

রাষ্ট্রদোহিতা অপরাধমূলক ষড়যন্ত্র ফৌজদারী কার্যবিধি আইন

Chapter Five A Criminal Conspiracy পঞ্চম ক অধ্যায় - অপরাধমূলক ষড়যন্ত্র ধারা ১২০ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দুই বা ততােধিক ব্যক্তি (১) কোন অবৈধ কার্য, বা (২) অবৈধ নয় এমন কোন কার্য, অবৈধ উপায়ে সম্পন্ন করতে বা করাতে সম্মত হলে এরূপ চুক্তি অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে।  তবে শর্ত থাকে যে কোন অপরাধ সংগঠনের চুক্তি ছাড়াই, অপর কোন চুক্তি, এরূপ চুক্তির অনুসরণে এরূপ চুক্তিভুক্ত এক বা একাধিক দল দ্বারা চুক্তিটি ছাড়াও অপর কোন কার্য সম্পন্ন না হলে অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে না। ব্যাখ্যাঃ অবৈধ কার্যটি এরূপ সম্মতি বা চুক্তির চুড়ান্ত লক্ষ্য বা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের‌ আনুষঙ্গিক তা বিবেচ্য নয়। ধারা ১২০খ অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি ১) যে লোক মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা দুই বা তদূর্ধ্ব মেয়াদের জন্য সশ্রম কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ সংগঠনের জন্য কোন পরিকল্পিত অপরাধজনক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, সে লােক এরূপ ষড়যন্ত্রের শাস্তি বিধানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকলে, এই হিসেবে দণ্ডিত হবে যেন সে এরূপ অপরাধের সাহায্য‌ করেছে। (২) যে লােক পূর্বোক্ত হিসেবে শাস্তিযােগ

Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০

Chapter Five - Of Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় - অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০ ধারা ১০৭ কোন সম্পর্কে সাহায্য প্রদান: কোন লােক কোন সম্পর্কে সাহায্য প্রদান করেছে বলে পরিগণিত হবে, যদি সে লােক প্রথমতঃ কোন বিষয় সম্পন্ন করার জন্য কোন লােককে প্ররােচনা দেয়, বা দ্বিতীয়তঃ কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপর লােক বা ব্যক্তিবর্গের সঙ্গে এরূপ চক্রান্তে লিপ্ত হয়, যেই চক্রান্তের কারণে কোন কার্য বা অবৈধ বিরতি হয় ও এরূপ কার্য বা অবৈধ বিরতি ঐ বিষয় সম্পাদনের জন্যে হয়, বা তৃতীয়তঃ কোন কার্য করে বা অবৈধভাবে কোন কার্য করা হতে বিরত থেকে উপযুক্ত কার্যে ইচ্ছাপূর্বক সাহায্য করে। ব্যাখ্যা ১ কোন লােক এমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্ত করতে সে বাধ্য তা ইচ্ছাপূর্বক গােপন করে স্বেচ্ছাকৃতভাবে কোন বিষয় সম্পন্ন করার ব্যবস্থা করে, বা করার বা এটা সম্পাদনকরণের বা সম্পাদনের ব্যবস্থার উদ্যোগ করে, সে লােক ঐ বিষয় সম্পাদনে প্ররােচনা করে বলে পরিগণিত হবে। উদাহরণ সরকারি অফিসার ক কোন বিচারালয়ের পরােয়ানা মারফত চ-কে গ্রেফতার করার ক্ষমতা দেয় হয়। খ ঐ তথ্য জ্ঞাত হয়ে ও গ যে চ নয় এই বিষয়ে জ্ঞাত