Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক

Chapter Eight - Of Offences Against the Public Tranquility অষ্টম অধ্যায় -সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক ধারা ১৪১ বেআইনি সমাবেশ পাঁচ বা ততােধিক লােকের সমাবেশকে “বেআইনি সমাবেশ" বলে পরিগণিত হয় যদি ঐ সমাবেশ গঠনকারি ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নিম্নোক্তরূপ হয়- প্রথম, অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়োগের হুমকি প্রদান করে সরকার বা আইন পরিষদ বা কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগের সম্পর্কে ভয় দেখানাে করা; অথবা দ্বিতীয়, কোন আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দান করা; বা তৃতীয়, কোন দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপরবিধ অপরাধ সংগঠন করা; বা চতুর্থ, কোন লােকের প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন সম্পত্তি কর্তৃত্ত্ব বা অর্জন করা, বা কোন লােককে রাস্তার কর্তৃত্ত্ব বা পানির ব্যবহার বা তদীয় দখল বা অধিকারভুক্ত অপর কোন অশরীরি কর্তৃত্ত্ব হতে বঞ্চিত করা; অথবা পঞ্চম, অপরাধজনক বলপ্রয়োগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন লােককে যা সম্পন্ন করার জন্য সে আইনত বাধ্য নয়, তা করতে বাধ্য করা ...

স্থল, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে

Chapter Seven - Of Offences Relating to the Army Navy and Air Force সপ্তম অধ্যায় -স্থল, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৩১ বিদ্রোহে সাহায্য, প্ররােচনাদান বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে স্বীয় দায়িত্ব হতে বিপথগামী করার উদ্যোগ গ্রহণ যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ অনুষ্ঠানে সাহায্য করে বা এরূপ কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিককে তাঁর আনুগত্য বা তাঁর দায়িত্ব হতে বিচ্যুত করার চেষ্টা করে, সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে। ব্যাখ্যাঃ এই ধারায় “অফিসার”, “সৈন্য”, “নাবিক” ও “বৈমানিক” কথাগুলি বলতে ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী আইন, ১৯৫২ বা নৌ বাহিনী অধ্যাদেশ, ১৯৬১ বা বিমান বাহিনী আইন, ১৯৫৩ এর আওতায় যে কোন লােককে বুঝাবে। ধারা ১৩২ বিদ্রোহে সাহায্য ও এর কারণে বিদ্রোহ হবার ক্ষেত্র যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ সংঘটনে সাহায্য কর...

রাষ্ট্রদোহিতা অপরাধমূলক ষড়যন্ত্র ফৌজদারী কার্যবিধি আইন

Chapter Five A Criminal Conspiracy পঞ্চম ক অধ্যায় - অপরাধমূলক ষড়যন্ত্র ধারা ১২০ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দুই বা ততােধিক ব্যক্তি (১) কোন অবৈধ কার্য, বা (২) অবৈধ নয় এমন কোন কার্য, অবৈধ উপায়ে সম্পন্ন করতে বা করাতে সম্মত হলে এরূপ চুক্তি অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে।  তবে শর্ত থাকে যে কোন অপরাধ সংগঠনের চুক্তি ছাড়াই, অপর কোন চুক্তি, এরূপ চুক্তির অনুসরণে এরূপ চুক্তিভুক্ত এক বা একাধিক দল দ্বারা চুক্তিটি ছাড়াও অপর কোন কার্য সম্পন্ন না হলে অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে না। ব্যাখ্যাঃ অবৈধ কার্যটি এরূপ সম্মতি বা চুক্তির চুড়ান্ত লক্ষ্য বা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের‌ আনুষঙ্গিক তা বিবেচ্য নয়। ধারা ১২০খ অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি ১) যে লোক মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা দুই বা তদূর্ধ্ব মেয়াদের জন্য সশ্রম কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ সংগঠনের জন্য কোন পরিকল্পিত অপরাধজনক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, সে লােক এরূপ ষড়যন্ত্রের শাস্তি বিধানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকলে, এই হিসেবে দণ্ডিত হবে যেন সে এরূপ অপরাধের সাহায্য‌ করেছে। (২) যে লােক পূর্বোক্ত হিসেবে শাস্তি...

Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০

Chapter Five - Of Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় - অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০ ধারা ১০৭ কোন সম্পর্কে সাহায্য প্রদান: কোন লােক কোন সম্পর্কে সাহায্য প্রদান করেছে বলে পরিগণিত হবে, যদি সে লােক প্রথমতঃ কোন বিষয় সম্পন্ন করার জন্য কোন লােককে প্ররােচনা দেয়, বা দ্বিতীয়তঃ কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপর লােক বা ব্যক্তিবর্গের সঙ্গে এরূপ চক্রান্তে লিপ্ত হয়, যেই চক্রান্তের কারণে কোন কার্য বা অবৈধ বিরতি হয় ও এরূপ কার্য বা অবৈধ বিরতি ঐ বিষয় সম্পাদনের জন্যে হয়, বা তৃতীয়তঃ কোন কার্য করে বা অবৈধভাবে কোন কার্য করা হতে বিরত থেকে উপযুক্ত কার্যে ইচ্ছাপূর্বক সাহায্য করে। ব্যাখ্যা ১ কোন লােক এমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্ত করতে সে বাধ্য তা ইচ্ছাপূর্বক গােপন করে স্বেচ্ছাকৃতভাবে কোন বিষয় সম্পন্ন করার ব্যবস্থা করে, বা করার বা এটা সম্পাদনকরণের বা সম্পাদনের ব্যবস্থার উদ্যোগ করে, সে লােক ঐ বিষয় সম্পাদনে প্ররােচনা করে বলে পরিগণিত হবে। উদাহরণ সরকারি অফিসার ক কোন বিচারালয়ের পরােয়ানা মারফত চ-কে গ্রেফতার করার ক্ষমতা দেয় হয়। খ ঐ তথ্য জ্ঞাত হয়ে ও গ যে চ নয় এই বিষয়ে জ্ঞাত ...

ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক দন্ডবিধি আত্মরক্ষার অধিকার

General Exceptions সাধারণ ব্যতিক্রমগুলো Of the Right of the Private Defence ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক ধারা ৯৬ ব্যক্তিগত প্রতিরক্ষায় প্রীত বিষয়গুলো ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ব প্রয়োগের সময় কৃত কোন কিছুই অপরাধ নয়। ধারা ৯৭ দেহ ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষমতা ৯৯ ধারায় বলা বিধি নিষেধ সাপেক্ষে, প্রতিটি ব্যক্তির প্রথমত - মনুষ্য দেহ বিষয়ক কোন অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ ও অপর যে কোন লােকের দেহ রক্ষা করার কর্তৃত্ত্ব আছে; দ্বিতীয়ত - চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা বা অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে স্বীয় কিংবা অপর কোন লােকের অস্থাবর কিংবা স্থাবর সম্পত্তির, রক্ষার কর্তৃত্ত্ব থাকবে। ধারা ৯৮ অসুস্থমনা লােক প্রভৃতি কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন কোন কার্য যা প্রকারান্তরে একটি বিশেষ অপরাধ বলে পরিগণিত হত তা ঐ কার্য সম্পন্নকারি লােকের অল্প বয়স্কতা, অপরিণত বিবেক, মনে অপ্রকৃতস্থতা বা নেশার ঘােরে এরূপ অপরাধ বলে পরিগণিত হয় না, তখন প্রতিটি লােকের কার্যটি এরূপ অপরা...

General Exceptions Panel Code 1860 সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০

Chapter Four - General Exceptions Panel Code 1860 চতুর্থ অধ্যায়ঃ সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০ ধারা ৭৬ আইনত বাধ্য বা বিচ্যুতি ধারণাবশত নিজেকে আইনবলে বাধ্য বলে‌ বিশ্বাসকারি ব্যক্তিবিশেষ দ্বারা সম্পন্ন কার্য যে লােক কোন কিছু সম্পন্ন করার জন্য আইনবলে বাধ্য বা তথ্যের বিচ্যুতি ধারণাবশত, আইনের বিচ্যুতি ধারণাবশত নয়, সদবিশ্বাসে নিজেকে কোন কিছু সম্পন্ন করার জন্যে আইনবলে বাধ্য বলে বিশ্বাস করে, সে লােক ঐ কার্য সম্পন্ন করলে তা অপরাধ নয়। উদাহরণসমূহ। (ক) সৈনিক ক তদীয় উর্ধ্বতন পদস্থ কর্মচারির আদেশ মােতাবেক আইনের নির্দেশ মােতাবেক কোন জনতার উপর গুলি চালায়। ক কোন অপরাধ করে না। (খ) বিচারালয়ের কোন এক অফিসার ক ঐ বিচারালয় দ্বারা ম কে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয় ও যথাযথ তদন্তের পর খ কে ম মনে করে খ কে গ্রেপ্তার করেন। ক কোন অপরাধ করেনি। ধারা ৭৭ বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে বিচারকের কার্য বিচারকের মাধ্যমে বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে আইনবলে ঐ ক্ষমতা দেয় বা আইনবলে ঐ ক্ষমতা দেয়া হয়েছে বলে তিনি বিশ্বাস করেন, এরূপ যে কোন ক্ষমতা প্রয়ােগ করার ক্ষেত্রে সম্পন্ন কোন কিছুই অপরাধ হবে না। ধারা ৭৮ আ...

শাস্তি দন্ড বিষয়ক দন্ডবিধি

Chapter 3 - Of Punishment তৃতীয় অধ্যায় - দন্ড বিষয়ক ধারা ৫২ শাস্তি শাস্তির আভিধানিক অর্থ হলাে কৃত অপরাধের জন্য অপরাধিকে কষ্ট দেওয়া। ব্যাপক অর্থে সমাজকে বিকাশ, সংরক্ষণ ও শৃঙ্খলার দিকে নির্বাহকল্পে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের মূল উৎপাটনের জন্য রাষ্ট্র কর্তৃক কর্তৃত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দ্বারা গৃহীত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে‌ শান্তি নামে অভিহিত করা যায়। রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ও সর্বসাধারণের কল্যাণের লক্ষ্যে সকল প্রকার অন্যায়, অবিচার ও নির্দয় কার্যের প্রতিরােধকল্পে অপরাধিকে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি গ্রহণ করতে হবে। প্রখ্যাত আইনবিদ গ্রোসিয়াস শাস্তির ৫টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন- ক) ইহা অতৃপ্তিকর; খ) কর্তৃপক্ষের অনুমােদিত কাজের ফল বা পরিণতি গ) উক্ত অনুমােদিত কার্যের মাত্রা অনুসারে শান্তি প্রদেয় হয়; ঘ) বেআইনি বা অন্যায় কাজের পরিমাণ মােতাবেক শাস্তি প্রদান; ঙ) অপরাধিকে তার কৃত অপরাধের জন্য শাস্তি প্রদান করা। শাস্তির উদ্দেশ্যঃ শাস্তি দানের মৌলিক উদ্দেশ্য হলাে অপরাধিকে শাস্তির দান কর্তৃক সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা নিশ্চিত করা। শাস্তি দানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলাে ক...