Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০

Chapter Five - Of Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় - অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০ ধারা ১০৭ কোন সম্পর্কে সাহায্য প্রদান: কোন লােক কোন সম্পর্কে সাহায্য প্রদান করেছে বলে পরিগণিত হবে, যদি সে লােক প্রথমতঃ কোন বিষয় সম্পন্ন করার জন্য কোন লােককে প্ররােচনা দেয়, বা দ্বিতীয়তঃ কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপর লােক বা ব্যক্তিবর্গের সঙ্গে এরূপ চক্রান্তে লিপ্ত হয়, যেই চক্রান্তের কারণে কোন কার্য বা অবৈধ বিরতি হয় ও এরূপ কার্য বা অবৈধ বিরতি ঐ বিষয় সম্পাদনের জন্যে হয়, বা তৃতীয়তঃ কোন কার্য করে বা অবৈধভাবে কোন কার্য করা হতে বিরত থেকে উপযুক্ত কার্যে ইচ্ছাপূর্বক সাহায্য করে। ব্যাখ্যা ১ কোন লােক এমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্ত করতে সে বাধ্য তা ইচ্ছাপূর্বক গােপন করে স্বেচ্ছাকৃতভাবে কোন বিষয় সম্পন্ন করার ব্যবস্থা করে, বা করার বা এটা সম্পাদনকরণের বা সম্পাদনের ব্যবস্থার উদ্যোগ করে, সে লােক ঐ বিষয় সম্পাদনে প্ররােচনা করে বলে পরিগণিত হবে। উদাহরণ সরকারি অফিসার ক কোন বিচারালয়ের পরােয়ানা মারফত চ-কে গ্রেফতার করার ক্ষমতা দেয় হয়। খ ঐ তথ্য জ্ঞাত হয়ে ও গ যে চ নয় এই বিষয়ে জ্ঞাত ...

ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক দন্ডবিধি আত্মরক্ষার অধিকার

General Exceptions সাধারণ ব্যতিক্রমগুলো Of the Right of the Private Defence ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক ধারা ৯৬ ব্যক্তিগত প্রতিরক্ষায় প্রীত বিষয়গুলো ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ব প্রয়োগের সময় কৃত কোন কিছুই অপরাধ নয়। ধারা ৯৭ দেহ ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষমতা ৯৯ ধারায় বলা বিধি নিষেধ সাপেক্ষে, প্রতিটি ব্যক্তির প্রথমত - মনুষ্য দেহ বিষয়ক কোন অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ ও অপর যে কোন লােকের দেহ রক্ষা করার কর্তৃত্ত্ব আছে; দ্বিতীয়ত - চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা বা অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে স্বীয় কিংবা অপর কোন লােকের অস্থাবর কিংবা স্থাবর সম্পত্তির, রক্ষার কর্তৃত্ত্ব থাকবে। ধারা ৯৮ অসুস্থমনা লােক প্রভৃতি কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন কোন কার্য যা প্রকারান্তরে একটি বিশেষ অপরাধ বলে পরিগণিত হত তা ঐ কার্য সম্পন্নকারি লােকের অল্প বয়স্কতা, অপরিণত বিবেক, মনে অপ্রকৃতস্থতা বা নেশার ঘােরে এরূপ অপরাধ বলে পরিগণিত হয় না, তখন প্রতিটি লােকের কার্যটি এরূপ অপরা...

General Exceptions Panel Code 1860 সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০

Chapter Four - General Exceptions Panel Code 1860 চতুর্থ অধ্যায়ঃ সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০ ধারা ৭৬ আইনত বাধ্য বা বিচ্যুতি ধারণাবশত নিজেকে আইনবলে বাধ্য বলে‌ বিশ্বাসকারি ব্যক্তিবিশেষ দ্বারা সম্পন্ন কার্য যে লােক কোন কিছু সম্পন্ন করার জন্য আইনবলে বাধ্য বা তথ্যের বিচ্যুতি ধারণাবশত, আইনের বিচ্যুতি ধারণাবশত নয়, সদবিশ্বাসে নিজেকে কোন কিছু সম্পন্ন করার জন্যে আইনবলে বাধ্য বলে বিশ্বাস করে, সে লােক ঐ কার্য সম্পন্ন করলে তা অপরাধ নয়। উদাহরণসমূহ। (ক) সৈনিক ক তদীয় উর্ধ্বতন পদস্থ কর্মচারির আদেশ মােতাবেক আইনের নির্দেশ মােতাবেক কোন জনতার উপর গুলি চালায়। ক কোন অপরাধ করে না। (খ) বিচারালয়ের কোন এক অফিসার ক ঐ বিচারালয় দ্বারা ম কে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয় ও যথাযথ তদন্তের পর খ কে ম মনে করে খ কে গ্রেপ্তার করেন। ক কোন অপরাধ করেনি। ধারা ৭৭ বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে বিচারকের কার্য বিচারকের মাধ্যমে বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে আইনবলে ঐ ক্ষমতা দেয় বা আইনবলে ঐ ক্ষমতা দেয়া হয়েছে বলে তিনি বিশ্বাস করেন, এরূপ যে কোন ক্ষমতা প্রয়ােগ করার ক্ষেত্রে সম্পন্ন কোন কিছুই অপরাধ হবে না। ধারা ৭৮ আ...

শাস্তি দন্ড বিষয়ক দন্ডবিধি

Chapter 3 - Of Punishment তৃতীয় অধ্যায় - দন্ড বিষয়ক ধারা ৫২ শাস্তি শাস্তির আভিধানিক অর্থ হলাে কৃত অপরাধের জন্য অপরাধিকে কষ্ট দেওয়া। ব্যাপক অর্থে সমাজকে বিকাশ, সংরক্ষণ ও শৃঙ্খলার দিকে নির্বাহকল্পে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের মূল উৎপাটনের জন্য রাষ্ট্র কর্তৃক কর্তৃত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দ্বারা গৃহীত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে‌ শান্তি নামে অভিহিত করা যায়। রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ও সর্বসাধারণের কল্যাণের লক্ষ্যে সকল প্রকার অন্যায়, অবিচার ও নির্দয় কার্যের প্রতিরােধকল্পে অপরাধিকে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি গ্রহণ করতে হবে। প্রখ্যাত আইনবিদ গ্রোসিয়াস শাস্তির ৫টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন- ক) ইহা অতৃপ্তিকর; খ) কর্তৃপক্ষের অনুমােদিত কাজের ফল বা পরিণতি গ) উক্ত অনুমােদিত কার্যের মাত্রা অনুসারে শান্তি প্রদেয় হয়; ঘ) বেআইনি বা অন্যায় কাজের পরিমাণ মােতাবেক শাস্তি প্রদান; ঙ) অপরাধিকে তার কৃত অপরাধের জন্য শাস্তি প্রদান করা। শাস্তির উদ্দেশ্যঃ শাস্তি দানের মৌলিক উদ্দেশ্য হলাে অপরাধিকে শাস্তির দান কর্তৃক সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা নিশ্চিত করা। শাস্তি দানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলাে ক...

General Explanations Penal Code দন্ডবিধি সাধারণ ব্যাখ্যা

Chapter 2 - General Explanations দ্বিতীয় অধ্যায়ঃ সাধারণ ব্যাখ্যাগুলো ধারা ৬ আইনের সংজ্ঞাগুলাের অর্থ ভিন্নতা সাপেক্ষে হবে এই আইনের সব অপরাধের প্রতিটি সংজ্ঞা, প্রতিটি শাস্তির বিধান এরূপ সংজ্ঞা বা শাস্তির বিধানের প্রতিটি উদাহরণের অর্থ সাধারণ ভিন্নতাগুলাে শীর্ষক পরিচ্ছেদে উল্লেখিত ভিন্নতাগুলাে সাপেক্ষে করতে হবে, যদিও ঐ ভিন্নতাগুলাে এরূপ সংজ্ঞা, শাস্তিবিধান বা উদাহরণে পুনরায় উল্লেখ করা না হয়। উদাহরণগুলাে (ক) এই বিধির যে সমস্ত ধারায় অপরাধগুলাের সংজ্ঞাগুলাে উল্লেখিত আছে তা এই কথা ব্যক্ত করে না যে, সাত বছরের নিম্ন বয়স্ক শিশু এরূপ অপরাধগুলাে অনুষ্ঠান করতে পারে না; তবুও সংজ্ঞাগুলাের অর্থ সাত বছরের নিম্ন বয়স্ক শিশুর মাধ্যমে সম্পন্ন কোন কিছুই অপরাধ বলে পরিগণিত হবে না এরূপ ব্যবস্থা সম্বলিত সাধারণ ভিন্নতা সাপেক্ষে করতে হবে। (খ) ক একজন পুলিশ অফিসার খুন সংগঠনকারি ল কে বিনা ওয়ারেন্টে গ্রেফতার‌ করেন। এই ক্ষেত্রে ক অবৈধ গ্রেফতারের অপরাধে অপরাধি হবেন না, কারণ ল কে গ্রেফতার করার জন্য তিনি আইনত বাধ্য ছিলেন ও এতদকারণে কোন কিছু সম্পাদনের জন্য আইনত বাধ্য এরূপ কোন লােক দ্বারা কোন কিছু অপরাধ বলে পরিগণি...

The Penal Code, 1860 Introduction Preamble দন্ডবিধি ১৮৬০ ভূমিকা

The Penal Code, 1860 - দন্ডবিধি ১৮৬০ Chapter One প্রথম অধ্যায়। Introduction ভূমিকা Preamble প্রস্তাবনা যেহেতু বাংলাদেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা সমীচিন ও আবশ্যকীয়; সেহেতু নিম্নরূপ আইন প্রচলন করা হল। ধারা ১ বিধির শিরােনামা ও কার্যক্রমের পরিধি এই আইন দণ্ডবিধি, ১৮৬০ নামে পরিগণিত হবে ও এটা সারা বাংলাদেশে বলবৎ হবে। ধারা ২ বাংলাদেশের অভ্যন্তরে অপরাধগুলাের শাস্তি প্রতিটি ব্যক্তি বাংলাদেশের ভিতর এই বিধির বিধানাবলির পরিপন্থি যে কার্যাদি বা ক্রটির নিমিত্তে দায়ি বলে পরিগণিত হবে, তার প্রতিটি কার্য বা বিচ্যুতির জন্য এই বিধির আওতায় দণ্ডনীয় হবে, অপর কোনভাবে নয়। ধারা ৩ বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত তবে আইনবলে বাংলাদেশের ভিতর বিচারযােগ্য অপরাধগুলাের জন্য শাস্তি বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য যে কোন বাংলাদেশি আইনবলে বিচারযােগ্য যে কোন লােকের বাংলাদেশের বহির্ভাগে যেকোন কর্মের জন্য এই বিধির বিধানগুলাে মােতাবেক বিচার করা হবে যেন এরূপ কার্য বাংলাদেশের ভিতর হয়েছে। ধারা ৪ বিদেশে অপরাধের জন্য বিধিটির পরিধির প্রসারণ নিম্নে উল্লেখিত ব্যক্তিগুলাের মাধ্যমে কোন অপরাধের বেলায়ও এই বিধির ...

Miscellaneous Criminal Procedure Code বিবিধ ফৌজদারি কার্যবিধি আইন

Chapter XLVI -Miscellaneous of Criminal Procedure Code ছেচল্লিশতম অধ্যায় -বিবিধ ফৌজদারী কার্যবিধি আইন ধারা ৫৩৯ যে সমস্ত আদালতে ও ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে হাইকোর্ট বিভাগ অথবা উহার কোন অফিসারের নিকট ব্যবহার্য এফিডেভিট ও শপথের উক্ত কোর্ট বা রাষ্টীয় করনিক এর সামনে বা উক্ত আদালত কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন কমিশনার বা অপর কোন ব্যক্তির সম্মুখে অথবা কোন জজের সামনে বা বাংলাদেশে কোন কোর্ট অব রেকর্ডের এফিডেভিট গ্রহণকারি কোন কমিশনারের সামনে অঙ্গীকার বা সত্যায়ন করা যেতে পারে। ধারী ৫৩৯ক সরকারি কর্মচারীর আচরণের প্রমাণ হিসাবে এফিডেভিট ১) অত্র বিধি মতে কোন ইনকোয়ারি বিচার কিংবা অপর কার্যক্রম প্রসঙ্গে কোন আদালতে যখন দরখাস্ত করা হয় এবং উহাতে কোন সরকারি কর্মচারী সম্পর্কে অভিযােগ করা হয় তখন দরখাস্তকারি দরখাস্তে বর্ণিত ঘটনাবলি সম্পর্কে এফিডেবিট দ্বারা সাক্ষ্য দিতে পারবে এবং আদালত উপযুক্ত মনে করলে উক্ত ঘটনাবলি সম্পর্কে উক্তরূপে সাক্ষ্য প্রদান করার আদেশ দিতে পারবেন। এই ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ ব্যতিত অপর কোন আদালতে ব্যবহার্য এফিডেবিট সম্পর্কে ৫৩৯ ধারায় বর্ণিত পন্থায় কিংবা কোন ম্যাজ...