Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

আসামি উন্মাদ হলে মামলার যে পদ্ধতি অনুসরণ করতে হবে

 PART VIII SPECIAL PROCEEDINGS অষ্টম ভাগ-বিশেষ কার্যক্রম CHAPTER 34 চৌত্রিশতম অধ্যায় LUNATICS উন্মাদ ধারা ৪৬৪ আসামি উন্মাদ হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে ১) যখন ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা বিচার করছেন, তখন তিনি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে, আসামি মানসিকভাবে অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তা হলে ম্যাজিস্ট্রেট উক্ত অনুসন্ধান করবেন, এবং জেলার সিভিল সার্জন বা সরকার নির্দেশিত অন্য কোন মেডিকেল কর্মকর্তা দ্বারা তাকে পরীক্ষা করাইবেন এবং অতঃপর সাক্ষী হিসাবে উক্ত সার্জন কর্মকর্তার জবানবন্দি নিবেন। এই জবানবন্দী লিখে নিবেন। (১) এই পরীক্ষা ও অনুসন্ধান সাপেক্ষে ম্যাজিস্ট্রেট ৪৬৬ ধারার বিধান মােতাবেক আসামি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। (২) ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, আসামি মানসিকভাবে অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তা হলে তিনি তদীয়মর্মে মন্তব্য লিপিবদ্ধ করবেন এবং মামলার কার্যপদ্ধতি স্থগিত রাখিবেন। ধারা ৪৬৫ দায়রা আদালতে কোন ব্যক্তি উন্মাদ হলে যে কার্যক্রম অনুসরণ করতে হবে ১) দায়রা আদালতে বিচারের সময় কোন ব্যক্তি মানসিকভাবে অসুস্থতার কারণে আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে আ

রেফারেন্স ও রিভিশন বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 32 - Of Reference and Revision বত্রিশতম অধ্যায় - রেফারেন্স ও রিভিশন বিষয়ে ধারা ৪৩৫ নিম্ন আদালতের নথি তলব করার ক্ষমতা ১) হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোন নিম্নতর ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোন সিদ্ধান্ত, দণ্ড বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদালতের কোন কার্যক্রমের নিয়মানুগতা সম্পর্কে পরিতুষ্ট হইবার জন্য উক্ত আদালতের কোন মােকদ্দমার নথিপত্র তলব করতে ও তা পরীক্ষা করতে পারবেন, এবং অনুরূপ নথি তলবের সময় নির্দেশ দিতে পারবেন যে, নথিপত্রের পরীক্ষা সাপেক্ষে কোন দণ্ড কার্যকরিকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজের দেয়া বন্ডে মুক্তি দিতে হবে। (২) হতে (৪) বাতিলকৃত। ব্যাখ্যা।—নির্বাহী অথবা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যাই হউক, সকল ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে দায়রা জজের অধঃস্তন বলে গণ্য হবে। ধারা ৪৩৬ ইনকোয়ারির আদেশ দিবার ক্ষমতা ৪৩৫ ধারার অধীন বা অন্যভাবে কোন নথি পরীক্ষা করে হাইকোর্ট বা দায়রা জজ নির্দেশ দিতে পারবেন যে, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্

Appeal, Reference Revision আপিল, রেফারেন্স রিভিশন ফৌজদারী কার্যবিধি আইন

Part 7 Of Appeal, Reference and Revision সপ্তম ভাগ - আপিল, রেফারেন্স এবং রিভিশন বিষয়ে Chapter 31 Of Appeals একত্রিশতম অধ্যায় - আপিল বিষয়ে ধারা ৪০৪ অনুরূপ বিধান না থাকলে আপিল চলবে না এই বিধি বা বর্তমানে বলবৎ অপর কোন আইনের বিধানানুসারে না হলে অন্য কোনভাবে কোন ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। আপিল সম্পর্কিত আলােচনা ও প্রয়োগ আপিলঃ আইনের সৃষ্টি বলেই যে অধিকারের বিষয় হিসাবে আপিল চলবে তা নয়। খাদ্য আইন, ১৯৫৬ এর ধারা ৮ এর বিধান আপিলের অধিকার দেয় না। এই ধারা মােতাবেক বিশেষ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির অধীন কোন ম্যাজিস্ট্রেট নয় এবং তার আদেশ আপিলযােগ্য নয়। ফৌজদারি আদালতের আপিল ক্ষমতা ফৌজদারি কার্যবিধি (সংশােধন) আইন, ১৯৪৮-এর অধীন কাজ করে বিশেষ জজ খালাসের আদেশ প্রদান করলে ৩১শ অধ্যায় অনুসারে সরকার আপিল দায়ের করতে পারে এবং উক্ত আপিল যথার্থ । ফৌজদারি কার্যবিধির ৪০৪ ধারার অর্থানুযায়ি বিশেষ জজের আদালত একটি ফৌজদারি আদালত। আপিল দায়েরে বিলম্বঃ যদি উপযুক্ত কারণ থাকে, তবে আপিল দায়েরে বিলম্ব ক্ষমা করা যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আপিল শুনিবার ক্ষমতা রাখেনঃ দ্বিতী

Suspension Remissions Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ পরিবর্তন প্রসঙ্গে

Chapter 29 Of Suspension Remissions and Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ ও পরিবর্তন প্রসঙ্গে ধারা ৪০১ দণ্ড স্থগিত অথবা মওকুফ করার ক্ষমতা ১) কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হয়েছে, সেই দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবেন। ২) যখন কোন দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করার জন্য সরকারের নিকট দরখাস্ত পেশ করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়াছিলেন বা অনুমােদন করেছিলেন সেই আদালতের প্রিজাইডিং জজকে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত, না প্রত্যাখান করা উচিত, সেই সম্পর্কে তার মতামত ও মতামতের কারণ বিবৃত করতে এবং এই বিবৃতির সাথে বিচারের নথির অনুলিপি বা যে সকল নথি বর্তমান রহিয়াছে, সেই সকল নথিপত্রের অনুলিপি প্রেরণ করার নির্দেশ দিতে পারবেন। ৩) যে সকল শর্তে দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে, তার কোনটি পরিপালন করা হয় নাই বলে অনুমিত হলে সরকার দণ্ড স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করতে পারবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়ে

দণ্ড কার্যকরীকরণ বিধান ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 28 - Of Execution আটাশতম অধ্যায় -দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে ধারা ৩৮১ - ধারা ৩৭৬ এর অধীন প্রদত্ত আদেশ কার্যকরীকরণ দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডের আদেশ বহাল করার জন্য হাইকোর্ট বিভাগে পেশ করা হলে উক্ত দায়রা আদালত সেই সম্পর্কে হাইকোর্ট বিভাগের বহালের আদেশ বা অপর কোন আদেশ পাইবার পর পরােয়ানা প্রদান করে বা আবশ্যকীয় অপর কোন ব্যবস্থা গ্রহণ করে উক্ত আদেশ কার্যকর করবেন। ধারা ৩৮২ গর্ভবতী স্ত্রীলােকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ মৃত্যুদণ্ডে দণ্ডিত স্ত্রীলােককে গর্ভবর্তী পাওয়া গেলে হাইকোর্ট বিভাগ দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখার আদেশ দিবেন অথবা উপযুক্ত মনে করলে দণ্ডহ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন। ধারা ৩৮৩ অপরাপর ক্ষেত্রে কারাদণ্ডাদেশ কার্যকরীকরণ ধারা ৩৮১ এ যে সমস্ত মােকদ্দমা সম্বন্ধে বিধান আছে সেই সকল ব্যতিত অন্যান্য মােকদ্দমার ক্ষেত্রে আসামি কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডদানকারি আদালত সঙ্গে সঙ্গে একটি পরােয়ানা আসামি যে কারায় কারারুদ্ধ রহিয়াছে বা কারাবদ্ধ থাকবে সেই কারাগারে প্রেরণ করবেন এবং ইতােমধ্যে উক্ত কারাগারে না থাকলে তাকে পরােয়ানার সাথে উক্ত কারাগারে প্রেরণ করবেন। ধারা ৩৮

দণ্ড অনুমােদনের জন্য পেশ ফৌজদারী কার্যবিধি আইন

Chapter ২৭ - Of the Submission of Sentences for Confirmation সাতাশতম অধ্যায়-দণ্ড অনুমােদনের জন্য পেশ প্রসঙ্গে ধারা ৩৭৪ দায়রা আদালত কর্তৃক মৃত্যু দণ্ডাদেশ পেশ দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দান করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করবেন এবং হাইকোর্ট বিভাগ উহা অনুমােদন না করা পর্যন্ত উক্ত দণ্ড কার্যকরী করা হবে না। ধারা ৩৭৫ আরও অনুসন্ধানের কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা  ১) কার্যক্রম পেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত, তা হলে উহা এইরূপ অনুসন্ধান ও সাক্ষ্য গ্রহণ করতে পারেন, কিংবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। ২) হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তিকে উপস্থিত হতে রেহাই দেওয়া যাবে। ৩) যখন হইকোর্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান কিংবা সাক্ষ্য গ্রহণ (যদি থাকে) করা না হয়, তখন অনুসন্ধানের ফলাফল এবং গৃহিত সাক্ষ্য সত্যায়নপূর্বক উক্ত আদালতে প্রেরণ ক

Judgement Law of Criminal Procedure রায় ঘােষণার পদ্ধতি ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 26 Of the Judgement ছাব্বিশতম অধ্যায় - রায় বিষয়ে ধারা ৩৬৬ রায় ঘােষণার পদ্ধতি ১) মূল এখতিয়ারবান ফৌজদারি আদালতের প্রত্যেকটি বিচারের রায় ঘােষণা করতে হবে বা রায়ের সারাংশ ব্যাখ্যা করতে হবে ক) প্রকাশ্য আদালতে বিচার সমাপ্ত হওয়ার অব্যাহতির পরই বা পরবর্তী কোন সময়ে, যে সময় সম্পর্কে পক্ষগণকে কিংবা তাদের কৌসুলীগণকে নােটিশ দিতে হবে, এবং খ) আদালতের ভাষায়, বা আসামি বা তার কৌসুলীর বােধগম্য কোন ভাষায়। তবে শর্ত থাকে যে, বাদীপক্ষ বা আসামীপক্ষ অনুরােধ করলে হাকিম সম্পূর্ণ রায় পড়িয়া শুনাইবেন। ২) আসামি কারাগারে থাকলে রায় শুনাইবার জন্য তাকে আনয়ন করতে হবে বা কারাগারে না থাকলে তাকে হাজির থাকার নির্দেশ দিতে হবে, তবে বিচারের সময় তাকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দেওয়া হলে এবং তাকে শুধুমাত্র জরিমানা করা হলে বা খালাস দেওয়া হলে তার কৌসুলীর উপস্থিতিতে রায় ঘােষণা করা যাবে। ৩) রায় ঘােষণার জন্য বিজ্ঞাপিত দিনে বা স্থানে কোন পক্ষ বা তার কৌসুলী হাজির না থাকলে কিংবা উক্ত দিন ও স্থান সম্পর্কে পক্ষসমূহ ও তাদের কৌসুলীগণ বা তাদের কাহাকেও নােটিশ প্রদান করা না হলে বা নােটিশ জারিতে ভুল থাকলে শুধু সেই