- Get link
- X
- Other Apps
Chapter 22 Of Summary Trials বাইশতম অধ্যায় সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে ধারা ২৬০ সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ১) বিধিতে যাই থাকুক না কেন- ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খ) কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং গ) প্রথম শ্রেণীর ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটর বেঞ্চ নিম্নবর্ণিত অপরাধসমূহের সবগুলির বা যেকোন একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন- ক) মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নহে বা দুই বৎসরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নহে এইরূপ অপরাধ; খ) দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা ২৬৪, ২৬৫, ও ২৬৬ এর অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ; গ) একই বিধির ধারা ৩২৩ এর অধীন আঘাত; ঘ) একই বিধির ধারা ৩৭৯, ৩৮০ বা ৩৮১ এর অধীন চুরি, যেই ক্ষেত্রে চোরাইমালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে; ঙ) একই বিধির ধারা ৪০৩ এর অধীন অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য দশ হাজার টাকার অধিক নহে; চ) একই বিধির ধারা ৪১১ এর অধীন চোরাইমাল গ্রহণ বা রাখা, যেক্ষেত্রে উক্ত মালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে; ছ) একই বিধির ৪০৪ এর অধীন চোরাইমাল গােপন বা হস্তান্তর করতে সাহায্য করা, যেক্ষ...