Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

Joinder of Charges অভিযোগ সমূহের সংযুক্তকরণ ধারা ২৩৩ সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযােগ

Joinder of Charges অভিযোগ সমূহের সংযুক্তকরণ ধারা ২৩৩ সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযােগ ধারা ২৩৪, ২৩৫, ২৩৬ ও ২৩৯-এ উল্লিখিত ক্ষেত্র ব্যতিত কোন ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযােগ হবে এবং এইরূপ প্রত্যেক অভিযােগসমূহের বিচার পৃথক হবে। সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযােগ  উদাহরণ ক একটি ক্ষেত্রে চুরি এবং অপর একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অপরাধে অভিযুক্ত হয়েছে। চুরি ও মারাত্মক আঘাত করার জন্য ক-এর বিরুদ্ধে অবশ্যই পৃথকভাবে অভিযােগ গঠন করতে হবে এবং তার বিচার পৃথকরূপে করতে হবে। ধারা ২৩৪ একই ধরণের তিনটি অপরাধ এক বৎসরের মধ্যে হলে একত্রে অভিযােগ করা যাবে ১) যখন কোন ব্যক্তি একই ধরণের একাধিক অপরাধে অভিযুক্ত হয় এবং অপরাধসমূহ প্রথম অপরাধ হতে শেষ অপরাধ পর্যন্ত বার মাস সময়ের মধ্যে সংঘটিত হয়, তখন অপরাধসমূহ একই ব্যক্তি সম্পর্কিত হউক বা না হউক, তার বিরুদ্ধে তিন এর অনধিক যে কোন সংখ্যক অপরাধের জন্য অভিযােগ গঠন করা যেতে পারে এবং একটিমাত্র মােকদ্দমায় বিচার করা যেতে পারে। ২) অপরাধসমূহ যখন দণ্ডবিধি বা কোন বিশেষ বা স্থানীয় আইনের একই ধারা অনুসারে একই পরিমাণ দণ্ডে দণ্ডনীয়

Form of Charges ধারা ২২১ অভিযােগে অপরাধের বিবরণ থাকতে হবে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 19 উনিশতম অধ্যায় Of the Charge অভিযোগ বিষয়ে Form of Charges অভিযোগের ধরণ বা ফরম ধারা ২২১ অভিযােগে অপরাধের বিবরণ থাকতে হবে ১) এই বিধির অধীন গঠিত অভিযােগে প্রত্যেক আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে, উহার বিবরণ থাকবে। ২) অভিযােগের নির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণ যে আইনের দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে, তাতে উহার কোন নির্দিষ্ট নাম থাকলে অভিযােগে শুধুমাত্র সেই নামেই উহার বিবৃতি দেওয়া যাবে। ৩) অপরাধের নির্দিষ্ট নাম না থাকলে কিভাবে উল্লেখ করতে হবে যে আইনের দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে, তাতে উহার কোন নির্দিষ্ট নাম না থাকলে উহার সংজ্ঞা এমনভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযােগ সম্পর্কে সুস্পষ্টরূপে বুঝিতে পারে। ৪) যে আইন এবং আইনের ধারার অধীন অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযােগে তার উল্লেখ করতে হবে। ৫) অভিযােগে কি বুঝানাে হয়েছে কোন ক্ষেত্রে অভিযােগ প্রণয়ন করা হলে তা এই মর্মে বিবৃতি দেওয়ার সামিল হয় যে, উক্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি সৃষ্টির জন্য আইনত যে সমস্ত শর্ত রহিয়াছে, তা পূরণ করা হয়েছে। ৬) অভিযােগের ভাষা অভিযােগ ইংরেজীতে কিংবা আদালতের ভাষায় লি

ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু - পরােয়ানা ইস্যু

Chapter 17 Of the Commencement of Proceedings before Megistrate ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু সম্পর্কিত Issue of Process পরোয়ানা ইস্যু ধারা ২০৪ পরােয়ানা ইস্যু  ১) কোন অপরাধ আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, কার্যক্রম গ্রহণ করার মত পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এইরূপ যে, প্রথম পর্যায়ে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে একটি সমন দেওয়া যেতে পারে, তা হলে তিনি আসামির হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। ঘটনাটি যদি এইরূপ প্রতীয়মান হয় যে, উক্ত কলাম অনুসারে প্রথম পর্যায়েই পরােয়ানা দেওয়া সমীচীন, তা হলে তিনি উহা দিতে পারবেন, অথবা তিনি যদি উপযুক্ত বলে মনে করেন, তা হলে অসামিকে কোন নির্দিষ্ট সময়ে তার নিজের কিংবা (নিজের এখতিয়ার না থাকলে) অপর কোন এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার বা হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারেন। ১ক) ফরিয়াদী পক্ষের সাক্ষীদিগের তালিকা দাখিল না করা হলে আসামির বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোন সমন বা পরােয়ানা ইস্যু করা যাবে না। ১খ) লিখিত নালিশের ভিত্তিতে উপ-ধারা (১) এর অধীন ইস্যুকৃত সমন বা পরােয়ানা ইস্যুকরার সময় তার সাথে নালিশের একটি নকল স

ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি

Chapter 16 Of Complaints to Magistrates ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি নালিশের ভিত্তিতে অপরাধ আমলে আনয়নকারি ম্যাজিস্ট্রেট অবিলম্বে ফরিয়াদীকে এবং উপস্থিত যদি থাকে, সাক্ষীগণের মধ্যে যে কয়জনের উপযুক্ত বিবেচনা করেন, তাদের শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন ও জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদী বা এইরূপ সাক্ষী উহাতে স্বাক্ষর দান করবেন, এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দান করবেন। তবে শর্ত নিম্নে প্রদত্ত হলাে যে- ক) যখন লিখিত নালিশ করা হয় তখন ধারা ১৯২ এর অধীন মােকদ্দমাটি হস্তান্তরের পূর্বে এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। কক) যখন লিখিত নালিশ করা হয় এবং আদালত বা সরকারি কর্মচারী তার সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই ধারণা করা হয় যে সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন, তখন ফরিয়াদীর এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। খ) প্রশাসনিক আদেশ, ১৯৪৯ এর তফসিল বলে বাতিলকৃত। গ) যখন ধারা ১৯২-এর অধীন মােকদ্দমা হস্তান্তর করা হয় এবং হস্তান্তরকারি ম্যাজিস্ট্রেট পূর্বেই ফরিয়াদীর এবং সাক্ষী থাকলে স্

Cognizance of Offences by Magistrate ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া Crpc

Conditions Required for Initiation of Proceedings মোকদ্দমা দায়ের এর জন্য প্রয়োজনীয় শর্তাদি Cognizance of Offences by Magistrate ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ধারা ১৯০ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ১) অতঃপর উল্লেখিত ব্যতিক্রম ব্যতিত কোন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং উপ-ধারা (১) ও (২) এর আওতায় এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট যে কোন অপরাধ আমলে আনতে পারবেন- ক) এমন বিষয়াবলী সম্বন্ধে নালিশ পাইয়া যার মাধ্যমে উক্ত অপরাধ সংঘটিত হয়; খ) কোন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এইরূপ বিষয়াদি সম্বন্ধে লিখিত প্রতিবেদন পাইয়া; গ) এইরূপ অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পুলিশ কর্মকর্তা ব্যতিরেকে অন্য কোন ব্যক্তির কাছ থেকে খোঁজ পাইয়া বা নিজের জ্ঞানমতে বা সন্দেহবশত- ২) সরকার অথবা এতদ্বিষয়ে হাইকোর্ট বিভাগের জারিকৃত সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় বা ৩য় শ্রেণীর যে কোন ম্যাজিস্ট্রেটকে (১) উপধারার (ক) দফা বা (খ) দফার অধীন সে সকল অপরাধ আমলে নেবার ক্ষম

অনুসন্ধান ও বিচারে ফৌজদারি আদালতগুলির এখতিয়ার

Proceedings in Prosecutions সরকারের পক্ষে মােকদ্দমা পরিচালনা পদ্ধতি Part 6 যষ্ঠ ভাগ Chapter 15 পঞ্চদশ অধ্যায়। of the Jurisdiction of the Criminal Courts in Inquiries and Trials অনুসন্ধান ও বিচারে ফৌজদারি আদালতগুলির এখতিয়ার A.- Place of Inquiry or Trial ক. অনুসন্ধান বা বিচারের স্থান ধারা ১৭৭ অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান প্রত্যেক অপরাধের অনুসন্ধান ও বিচার সাধারণত সেইরূপ একটি আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের স্থান অধিক্ষেত্রের মধ্যে উক্ত অপরাধটি করা হয়েছিল। ধারা ১৭৮ বিভিন্ন দায়রা বিভাগে মােকদ্দমার বিচারে আদেশ প্রদানের ক্ষমতা ধারা, ১৭৭ এ যাই বর্ণিত থাকুক না কেন, সরকার নির্দেশ দিতে পারবেন যে, কোন জেলায় বিচারার্থে প্রেরিত কোন মােকদ্দমা বা কোন শ্রেণীর মােকদ্দমার বিচার যে কোন দায়রা বিভাগে হতে পারে। ধারা ১৭৯ যে জেলায় অপরাধের কাজ সম্পাদিত হয় বা যে জেলায় ঐ কাজের পরিণতি ঘটে সে জেলায় অপরাধ বিচারযােগ্য হবে যখন কোন কিছু সম্পাদন করা এবং তার পরিণতির কারণে যেক্ষেত্রে কোন কাজ অপরাধ হয়, সেক্ষেত্রে ঐ অপরাধের অনুসন্ধান বা বিচার সেই আদালত করতে পারেন যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে

আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ এজাহার প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R

part 5 information to the police and their powers to investigate পুলিশকে দেওয়া সংবাদ এবং তদন্ত করতে তাদের ক্ষমতা Chapter 14 চতুর্দশ অধ্যায় ধারা ১৫৪ আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ/এজাহার আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কিত প্রত্যেক সংবাদ, যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে, মৌখিকভাবে দেওয়া হয়, তবে তা উক্ত অফিসার কর্তৃক বা তাঁর নির্দেশে লিখিত আকারে রূপান্তরিত হবে এবং সংবাদ দাতাকে উহা পড়িয়া শুনাইতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উক্তরূপে লিপিবদ্ধ প্রত্যেকটি সংবাদে সংবাদদাতা স্বাক্ষর করবেন, এবং উহার সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্ধারিত ফরম মােতাবেক রক্ষিত একটি বহিতে নথিভুক্ত করতে হবে। আলােচনা ও প্রয়ােগ এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R কি (What is F.I.R?) এজাহারের সংজ্ঞা সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নেই। থানায় কোন অপরাধ সম্পর্কে প্রথম যে সংবাদ পাওয়া যায় তা এজাহার নামে পরিচিত। সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়। (The First information report is the earliest information of an offence.) পুলিশ রেগুলেশনের নিয়ম-২৩৪ অনুসারে