- Get link
- X
- Other Apps
Chapter 19 উনিশতম অধ্যায় Of the Charge অভিযোগ বিষয়ে Form of Charges অভিযোগের ধরণ বা ফরম ধারা ২২১ অভিযােগে অপরাধের বিবরণ থাকতে হবে ১) এই বিধির অধীন গঠিত অভিযােগে প্রত্যেক আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে, উহার বিবরণ থাকবে। ২) অভিযােগের নির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণ যে আইনের দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে, তাতে উহার কোন নির্দিষ্ট নাম থাকলে অভিযােগে শুধুমাত্র সেই নামেই উহার বিবৃতি দেওয়া যাবে। ৩) অপরাধের নির্দিষ্ট নাম না থাকলে কিভাবে উল্লেখ করতে হবে যে আইনের দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে, তাতে উহার কোন নির্দিষ্ট নাম না থাকলে উহার সংজ্ঞা এমনভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযােগ সম্পর্কে সুস্পষ্টরূপে বুঝিতে পারে। ৪) যে আইন এবং আইনের ধারার অধীন অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযােগে তার উল্লেখ করতে হবে। ৫) অভিযােগে কি বুঝানাে হয়েছে কোন ক্ষেত্রে অভিযােগ প্রণয়ন করা হলে তা এই মর্মে বিবৃতি দেওয়ার সামিল হয় যে, উক্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি সৃষ্টির জন্য আইনত যে সমস্ত শর্ত রহিয়াছে, তা পূরণ করা হয়েছে। ৬) অভিযােগের ভাষা অভিযােগ ইংরেজীতে কিংবা আদালতের ভাষায় লি...